আসসালামু’আলাইকুম

আমি হিমেল, একজন নব্য ফ্রিলেন্সার এবং অনলাইনে লেখালেখি করে থাকি। আমি ওয়েভের সাথে যুক্ত আছি ৫ বছরেরও উপরে এবং প্রায় সব ধরনের সোস্যাল মিডিয়াতেও এক্টিভ আছি বহুদিন ধরে। এখানে আমার ব্রিফ ইনফো দেয়ার কারন যাতে আপনাদের উপর আস্থা অর্জন করতে পারি এবং যাতে আমাকে স্পামার মনে না করেন।
এই পর্বভিত্তিক টপিকের মাধ্যমে আমি আপনাদেরকে অনলাইনে আয়ের পন্থাগুলো (৩০+) একে একে বলার চেষ্টা করব, ইনসা আল্লাহ। আজকের এই পাইলট পর্বে আমি অনলাইনে আয়ের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। সাথে থাকছে কিছু টিপস।

প্রকারভেদ:

অনলাইনে আয় করার জন্য শতশত উপায় আছে। এর মধ্যে আমরা শুধু কয়েক প্রকারই জেনেছি। এবং বেশিরভাগই এই কয়েকটি উপায় নিয়েই কাজ করে কেননা এই বহুল ব্যবহৃত উপায়গুলোতে সাপোর্ট/টিউটোরিয়াল সহজে পাওয়া যায়। তবে আরও অনেক উপায় আছে যা অনেকে জানেই না (নির্দিষ্ট সাইটের লিংক নেই) বলে তা কেউ করতে পারছে না। কিন্তু এগুলো অনেক সম্ভাবনার একটি ক্ষেত্র। তাই চলুন দেখে নেই অনলাইনে আয়ের সবপ্রকারভেদ।

  1. PTC
  2. Gpt
  3. Microtask/ছোট কাজ
  4. Online Survey
  5. Revenue sharing sites
  6. Reward/পুরুষ্কার sites
  7. Android Apps এর মাধ্যমে
  8. Social sites ব্যবহার করে
  9. আপনার ছবি/ভেক্টর ইলাসট্রেশন বিক্রি করে
  10. চেক-ইন বা যেকোন যায়গা ভ্রমন করে
  11. ব্রাউজার Extension ব্যব্যহার করে।
  12. ব্যয়াম করে (you’ve seen right)
  13. প্রশ্নোত্তর দিয়ে এবং উপদেশ দিয়ে
  14. T-shirt, mug, calendar ডিজাইন করে
  15. কম্পানি বা ডোমেইনের নাম বাচাই করে
  16. অনলাইনে লিখে
  17. Audio transcription করে
  18. কারুকলার মাধ্যমে দ্রব্য তৈরি এবং বিক্রি করে
  19. Paid Forum Posting
  20. Google Adsense/YouTube
  21. Associate marketing
  22. Data Entry
  23. Review লিখে
  24. ভার্চুয়াল এসিস্ট্যান্ট এর কাজ করে
  25. ওয়েভসাইট টেস্ট করে
  26. Bing search engine ব্যবহার করে
  27. Animation 2D/3D(cartoon) তৈরি করে
  28. Animation (whiteboard, explainer, infographic video) তৈরি করে
  29. 3D AutoCAD object তৈরি করে
  30. Logo তৈরী করে
  31. বিজনেস কার্ড, পোস্টার, ইনবাইটেশন কার্ড ইত্যাদি ডিজাইন করে
  32. ভয়েসওবার/voice over করে
  33. ভাল মানের ভিডিও তৈরি করে
  34. ওয়েভসাইট তৈরি করে (অন্যকে তৈরি করে দিয়ে)
  35. ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হয়ে, থিম তৈরি এবং বিক্রি করে
  36. সফটওয়্যার তৈরি করে।
  37. Asp.net, C++, Python, Ruby, Java, ইত্যাদি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর কাজ করে
  38. Blog post করে
  39. SEO তে এক্সপার্ট হয়ে
  40. VC dialer, CentOS ইত্যাদি নির্দিষ্ট কাজের সফটওয়্যার এর উপর এক্সপার্ট হয়ে
  41. এফিলিয়েট মার্কেটিং করে
  42. রেফার করে

এই লিস্টটিতে পরবর্তিতে আরও আইটেম যুক্ত হতে পারে। এখানে আমি সব ধরনের আয়ের পদ্ধতি লিস্ট করার চেষ্টা করেছি তা বাংলাদেশের  উপযুক্ত বা অনুপযুক্ত(5%) হতে পারে।

টিপস:

১. যেকোন ওয়েভসাইট এর বিশ্বাষযোগ্যতা সম্পর্কে জানতে গুগলে সার্চ দিন এইভাবে । (ওয়েভসাইটেরনাম) Scam or legit 

২. যেকোন সাইটে কাজ করার আগে সাইটটি সম্পর্কে টিউটোরিয়াল দেখে নিন এবং এমন কেউ যে উক্ত সাইটে কাজ করে তাকে ম্যাসেজ দিয়ে সাইট সম্পর্কে জেনে নিন.

**যদি কোন কিছু সম্পর্কে জানতে চান বা লিস্টে আপনার জানা কোন ক্যটাগরি বাদ যায় তাহলে তা কমেন্টে জানান।‌ 

www.facebook.com/hmlchy

www.twitter.com/hmlchy

3 thoughts on "অনলাইনে আয়ের গাইডেন্স [পর্ব-০১] :: বিষয়বস্তু, প্রকারভেদ(৪০ ) ও টিপস।"

  1. Santo Razz Contributor says:
    cheak ur fb msg!!!
  2. Nikhil Roy Author says:
    আরও অনেক কাজ আছে tnx for share.
    1. Himel Chowdhury Contributor Post Creator says:
      হ্যা , জানি আরও আছে। এজন্যই লিস্টের নিচের Quoted অংশটি লিখেছি।

Leave a Reply