Be a Trainer! Share your knowledge.
Home » Operator News » [HOT]♦গ্রামিনফোন ও রবি ৪জি সিম বিক্রি ও রিপ্লেস শুরু | রবি/জিপি ৩জি সিম পাল্টে নিয়ে আসুন ৪জি সিম ♦ -Moshiur Piyas

[HOT]♦গ্রামিনফোন ও রবি ৪জি সিম বিক্রি ও রিপ্লেস শুরু | রবি/জিপি ৩জি সিম পাল্টে নিয়ে আসুন ৪জি সিম ♦ -Moshiur Piyas

বিসমিল্লাহির রহমানির রহিম
আস সালামু আলাইকুম।

আশা করি আমাদের সকলের সাইট ট্রিকবিডি এর সাথে থেকে ভালোই আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো।সবাইকে আল্লাহ রহমত দান করুক।

আমার ৩৪ তম পোস্ট এ শুভেচ্ছা। ভুল হবেনা আশা করছি।ভুল হলে জানাবেন।ইনশাআল্লাহ সমাধান দিবো।।

আপনি যদি এই পোস্ট জানেন তবে অনায়াসে পড়তে পারেন কিন্তু দয়া করে, অন্তত বাজে কমেন্ট করবেন না প্লিজ।
এডমিন ভাইও বলে –
জানলে জানাও,
না জানলে জানো।
তাই খারাপ কমেন্ট এর কোন প্রয়োজন নেই বললেই চলে।খারাপ কমেন্ট একজন টিউনার এর পরবর্তি পোস্ট করার আগ্রহ কমিয়ে দেয়।

দেশে যে ৪জি সিম বিক্রি ও রিপ্লেসমেন্ট শুরু হয়ে গিয়েছে তা সবাই কমবেশি জানেন।আর তা নিয়েই বিস্তারিত লিখতে যাচ্ছি।

গ্রামিনফোন নিয়ে আমরা অনেকেই অসন্তুষ্ট। প্রচন্ড ব্যয়বহুল হওয়া সত্ত্বেও আমাদের অনেকেরই এই সিম ব্যবহার করতে হচ্ছে।
অন্যদিকে রবি নিয়েও ভুগান্তি কম পোহাতে হয় না।রবির আনুষঙ্গিক খরচও ততটা সাধ্যের মধ্যে, তা বলা যাবেনা।

তবে আমি এয়ারটেল নতুন+বন্ধ সিমের ফ্রি ডাটা ইউস করি?।আর অন্যসিমের ফ্রি ডাটা থাকলে চালাই আরকি।আমার অবশ্য নেট প্যাক ক্রয় করার প্রয়োজোন হয়না বললেই চলে।

মূলত বাংলাদেশের সব সিমেরই কোন না কোন দিক দিয়ে সমস্যা থাকবেই।সিমের উচ্চ কলরেট,ডাটা প্যাক উচ্চমূল্য আবার এলাকাভিত্তিততে নেটওয়ার্ক সমস্যা তো মুখ্যই।
তবে কি আর করার কোন রকম খেয়ে না খেয়ে দিন পার হবে আরকি?।ধিরে ধিরে দেশ উন্নতি হলে ডাটা প্যাকের মূল্যই কমবে বলেই সবাই আশা করে আছি।

আজকের পোষ্ট করতে যাচ্ছি ৪ জি সিম নিয়ে।অনেকেই বলতে পারি যে ভাই,৩জির যুগে বাস করেও নেট স্পিড পাইনা/ঘরে ৩জি পাইনা ইত্যাদি ইত্যাদি।আমি নিজেও আপনাদের মতোই ভুক্তভোগী।তবুও আপগ্রেড থাকতে তো দোষ নেই।৩জি এর পরবর্তি (৪জি এর )যুগে এসে হাজির হওয়ার জন্য আহবান করা হচ্ছে।যারা নতুন সিম কিনবেন তারা ৪জি সিম কিনবেন। এতে অধিক সুবিধা পাবেন।

উল্লেখ্য যে,
ঢাকা শহরাঞ্চলে ৪জি নেটওয়ার্ক সার্ভিস দেয়া শুরু হয়ে গিয়েছে।একমাত্র যেখানে ৪জি নেটওয়ার্ক পাবেন সেখানেই ৪জি স্পিড পাবেন।তবে ২জি/৩জি/৪জি সকল নেটওয়ার্কেই সিম ব্যবহার করা যাবে।

অর্থাৎ, আরো দ্রুত গতির ইন্টারনেট সেবা পাওয়ার জন্য ৪জি সিম ও ৪জি নেটওয়ার্ক এর আওতাভুক্ত থাকতে হবে।

তো শুরু করা যাক।বর্তমানে রবি ও জিপি ৪জি সিম রিপ্লেস মেন্ট শুরু করে দিয়েছে।আশা করা যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সারা দেশে ৪জি সেবার আওতায় আনা হবে।আর এয়ারটেল ও বাংলালিংক ও যত তাড়াতাড়ি সম্ভব ৪জি তে পা দিবে বলে শোনা যাচ্ছে।

গ্রামীনফোনের সবচেয়ে বেশি গ্রাহক।আবার গ্রামীনফোন অনেকেরই চোখের বিষ।তবুও লিখছি?



গ্রামীণফোনঃ
গ্রামীণফোন  4G সিম! গ্রামীণফোন কাস্টমার কেয়ার সেন্টারে থেকে 4G Ready নামক সিম নিয়ে নিতে পারেন তবে চার্জ প্রযোজ্য হবে।

১)
সিম ৩জি টু ৪জি রিপ্লেসমেন্টের জন্য খরচ ১১০ টাকা ( জিপি স্টার গ্রাহক্রা ফ্রি পাবেন)

২)
4G সিম 2G,3G এবং 4G নেটওয়ার্কে ব্যবহার করা যায়

বিস্তারিতঃ গ্রামিনফোন অফিসিয়াল সাইট
অথবা ফেসবুকে Grammenphone পেজে দেখুন
############################



রবিঃ
রবি  4G সিম! রবি কাস্টমার কেয়ার আউটলেট থেকে 4G সিম নিয়ে নিতে পারেন। কোনপ্রকার চার্জ লাগবে না।

১)
সিম (৩জি টু ৪জি) রিপ্লেসমেন্টের জন্য কোন চার্জ লাগবেনা
২) সাথে পাবেন ১জিবি ডাটা প্যাক একদম ফ্রি
২)এই 4G সিম 2G,3G এবং 4G সকল নেটওয়ার্কেই ব্যবহার করা যাবে।

বিস্তারিতঃ
রবি অফিসিয়াল সাইট
অথবা ফেযবুকে Robi Axiata পেজে দেখুন।

যতটুকু জেনেছি লিখেছি।বাইরে কিছু বাদ পড়ে গেলে দুঃখিত।বিস্তারিত কিছু আপ্নারা তাদের সাইট/পেজ/হেল্পলাইন থেকে জেনে নিতে পারেন।অথবা আমাকে মেসেজ দিলেও,আমি জেনে তারপর আপনাদের জানাতে পারবো।


~~~তবে চাইলে/ইচ্ছা হলে দেখে নিতে পারেন~~~

৬০% এন্ড্রয়েড গ্রাহকই জানে না কিভাবে ৩জি সিম দিয়েও, কিভাবে সর্বোচ্চ ইন্টারনেট স্পিড পাওয়া যায়(এপ্স,সেটিংস-ভিডিওতে)

ভালো লাগলে ফেসবুকে BD Tips Tube পেজ -এ লাইক ও ইউটিউবে BD Tips Tube চ্যানেল -এ সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন।

~~~~~~~~~ooo~~~~~~~~~~

এছাড়াও যোগাযোগ,
MD Moshiur Hossain Piyas

-ধন্যবাদ।
নিজেকে সময় দিন।যত্ন করুন।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
আমাদের ট্রিকবিডির সাথেই থাকুন।
আল্লাহ হাফেজ।আস সালামু আলাইকুম

7 years ago (Sep 17, 2017)

About Author (42)

Moshiur Piyas
author

শিখাতে সবাই পারে। শিখতেও সবাই পারে। কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতে সবাই পারে না ।

Trickbd Official Telegram

33 responses to “[HOT]♦গ্রামিনফোন ও রবি ৪জি সিম বিক্রি ও রিপ্লেস শুরু | রবি/জিপি ৩জি সিম পাল্টে নিয়ে আসুন ৪জি সিম ♦ -Moshiur Piyas”

  1. Imranpabna Contributor says:

    4g এখনো চালু করেনাই সিম দিয়ে কি করবো…

    • MD Moshiur Hossain Piyas Author Post Creator says:

      হুম।আমার এখানেও নাই ভাই।আগামি মাসে Dhaka ট্রান্সফার হচ্ছি।আপগ্রেড হয়ে থাকলে ভালো হয় না ভাই??

    • Sujon Mia Contributor says:

      সিম আপগ্রেড করলেই তো আর সব হচ্ছে না, হাতের যে 3g মোবাইল টা আছে সেটাকেও আপগ্রেড করে 4g করতে হবে।

  2. shuvo Contributor says:

    সিম (৩জি টু ৪জি) রিপ্লেসমেন্টের জন্য কোন চার্জ লাগবেনা??
    free??hard to believe…jekhane onno co. nichhe 110/- kore

  3. MdSabbir Author says:

    ভাই সবাই আমাকে একটু Help করুন। আমার Banglalink নাম্বার আমি জানি না।আর সি রেজিস্টার করা হয় নি।নাম্বার বার করার কোন উপায় থাকলে বলেবেন Plz…..।

  4. MdSabbir Author says:

    ভাই আসে না তো

  5. good post..good news.but robi is bad sim……..

  6. Kawsar Contributor says:

    ভাই, আমরা সাধারণ যে Android ফোন ব্যবহার করি এতে কি 4G চলবে? নাকি আলাদা ফোন লাগবে?

    • MD Moshiur Hossain Piyas Author Post Creator says:

      Android ফোন যদি ৪জি সাপোর্ট করে তবে আলাদা ফোন লাগবেনা ভাই।
      সাপোর্ট করে কি না দেখতে হলে
      setting>More>Mobile Network>Network type এখানে যদি LTE/4G লেখা দেখতে পান তবে ফোন ৪জি আছে

      যদি ৪জি সাপোর্ট না করে তবে অন্য পথ খুঁজতেই হবে।MTK সেটিং ব্যবহার করে একটা ট্রিক আছে, তবে তা কার্যকর কি না তা ৪জি আসার অপেক্ষায় আছি।

  7. Md Hasan Sheikh Contributor says:

    Vai Ami already Banglalink 4G sim kinesi..5 din age …

  8. Rakibul Islam Shakib Author says:

    ha ha ami samsung galaxy j5 use korsi r,ata te Lte/4g ase

  9. Mr.Sujoy Contributor says:

    কেউ কি যানেন trickbd কিকি Plugins ইন্সটল করা আছে???

  10. Tajminar Contributor says:

    রবিতে Udoy Students বা অন্য Corporate গ্রাহকরা 4g তে মাইগ্রেশন করলে কি তাদের প্যাকেজ change হয়ে যাবে

  11. hasan Author says:

    sim exchange এর সময় ভোটার আইডিকার্ড লাগবে??

  12. Sujon Mia Contributor says:

    সিম আপগ্রেড করলেই তো আর সব হচ্ছে না, হাতের যে 3g মোবাইল টা আছে সেটাকেও আপগ্রেড করে 4g করতে হবে।

    • Shaheen Uddoula Author says:

      ভাই আপনার কথা ভুল।Android 4.42 তে WHPDA/HPDA+ থাকলেই 10-15 mbps regular উঠে(Handset এ)
      4G করলে speed(4G ফোন লাগেবে ননা)পাবেন।

    • MD Moshiur Hossain Piyas Author Post Creator says:

      আমার জানা মতে ভালো মানের+দামের সব ফোনেই।এমনকি ২০১৭ এর প্রায় সব ফোনেই ৪জি আছে

Leave a Reply

Switch To Desktop Version