অনেকে হয়ত জানেন কিভাবে কি করতে হয়। এটা যারা
জানেন না তাদের জন্য দিলাম।

আপনাকে প্রথমে রেজিষ্ট্রেশন করে নিতে হবে

↓↓ রেজিস্টার করার নিয়ম ↓↓

★ হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন REGI

★ পাঠিয়ে দিন1000 নম্বরে .

★ ফিরতি এসএমএস-এ আপনাকে ব্যালেন্স ট্রান্সফারের জন্য
নতুন PIN কোড নম্বর জানিয়ে দেয়া হবে।

হয়ে গেলো আপনার রেজিষ্ট্রেশন।

↓↓ ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম ↓↓

★ হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BTR

**** (PIN) 0171***(মোবাইল নম্বর)
100 (টাকার পরিমাণ) এক্ষেত্রে কখনো সংখ্যার
পর কোন ডট (বিন্দু) বা Tk. বা 00 দেবেন না। .
★ মেসেজটি পাঠিয়ে দিন 1000 নম্বরে।

★ ফিরতে এসএমএস আপনাকে জানিয়ে দেবে যে আপনার
নির্দেশিত নম্বরে নির্দেশিত পরিমাণ টাকা পাঠিয়ে
দেয়া হয়েছে। টাকা পাওয়ার পর প্রাপকের মোট কত ব্যালেন্স হলো, তাও আপনাকে জানিয়ে দেয়া হবে।

প্রাপকের কাছেও একটি মেসেজ এসে জানিয়ে দেবে যে তার
অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে এবং তার অ্যাকাউন্ট
ব্যালেন্স কত টাকা।

এবার সব হয়ে গেলো। জিপি আপনাকে একটা পিন দিবে হয়ত
আপনার মনে থাকবেনা। তাই নিজের ইচ্ছা মত একটা পিন
নিয়ে নিন।

↓↓ PIN নম্বর পরিবর্তন করার ↓↓

হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CPIN
পুরনো PIN নম্বর নতুন PIN নম্বর

আবারো নতুন PIN নম্বর।

যেমন: CPIN 1234 4321 4321
পাঠিয়ে দিন 1000 নম্বরে।

♫ বিঃ দ্রঃ ৫০ টাকার নিচে ব্যালেন্স ট্রান্সফার করতে
পারবেন না । 1000 নাম্বারে SMS চার্জ ২.৫০ টাকা

3 thoughts on "জিপি টু জিপি ব্যালেন্স ট্রান্সফার এর নিয়ম দেখে নিন"

  1. Safayat Contributor says:
    ভাই pin ভুলে গেচি কি করব plz bolenn!!
    1. Nasim Author Post Creator says:
      Call 121
    2. Reja BD Author says:
      ভাই আপনার ফেইসবুক অাইডি লিংক টা দেনতো।

      অথবা আমাকে এড করুন।

      Fb.Com/RejaRox

Leave a Reply