আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আশা করি সালাম টা নিবেন। কারণ ইসলামে সালামের গুরুত্ব অপরিসীম। সালাম শান্তির প্রতীক। সালামে রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। সালাম এভাবে দিতে হয়, ‘আস্সালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ‘ সালাম মুসলমানদের পরস্পরে ভালোবাসা, হৃদ্যতা সৃষ্টি করে। যাই হোক আশা করি আল্লাহর অশ্বেষ রহমতে ভালই আছেন।

যুব এমন কিছু নয় যা কোনও ফ্রেম বা কোনও নিয়মের সাথে আবদ্ধ হতে পারে। যদিও কোন লক্ষ্য নেই তারা বিপদের মধ্যে চলে যায়। কিন্তু একটি নিখুঁত যাত্রায় একটি জীবনের একটি ভাল জিনিস করতে পারেন। যখন এটি ঘটবে তখন এটি একটি আকর্ষণীয় গল্প হবে। এরকময় অনেকটা কিছু chader aloy koyekjon juvok এর মধ্যে হুমায়ূন আহমেদ একটি মজার গল্প রচনা করেছেন। তা আমি আপনাদের জন্য সহ সংগ্রহ করতে পেরে অনেক খুশি।

  • Book Name: Chader Aloy Koyekjon Jubok
  • Writer: Humayun Ahmed
  • Types of Book: Novel
  • Language: Bengali
  • Size: 7 mb

এখান থেকে ডাওনলোড করে নিন।

আশা করি ভাল থাকবেন সুস্থ থাকবেন। মনে রাখবেন সুস্থতায় হলো সুন্দর মন গড়ে তোলার মূল চাবিকাঠি।

Download করে আপনিও খেলতে পারবেন Backstab

4 thoughts on "[PDF] এবার নিয়ে নিন “চাদের আলোই কয়েকজন যুবক” বইটি (আমার প্রিয় বই)"

    1. Arman Bin Rahman Contributor Post Creator says:
      Thanks A Lot
  1. vai tomar tunner pod batil holo kemne
  2. Firoj Contributor says:
    arman vai apni naki trickbd er notification+activation Code masterswap.ga share korchen Tar Link den

Leave a Reply