সবাই কেমন আছেন?
পাইথন হল পৃথিবীর
সবচেয়ে সহজ একটা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ । তবে
এটা একটা পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ও বটে ।
তবে এটা নিয়ে বাংলা তে খুব বেশী টিউটোরিয়াল
নেই বলে আজ আমার এ প্রয়াস । পৃথিবীর বহু
সফটওয়ার ও ওয়েবসাইট এ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ টা
দ্বারা তৈরী ।

এখন আজ আমরা শুধু এ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর
কোড লেখার জন্য প্রস্তুতি নিই । কোড লেখার
জন্য আপনাদের ডাউনলোড করতে হবে পাইথন
এর সফটওয়ারটা ।সেটা ডাউনলোড করুন Click Here
ডাউনলোড করার পর এটি ইনস্টল করে ফেলুন ।
ইনস্টল করার পর দেখুন পাইথন ৩.৩ এর মধ্যে তিনটি
অপশন সো করছে । আপনারা কোড লেখার জন্য
“পাইথন গুই” টা ওপেন করুন । এরপর ফাইল থেকে নিউ
উইনডো সিলেক্ট করুন বা কন্ট্রোল + এন চাপুন ।
ফলে একটি নতুন উইনডো ওপেন হবে । এবার
প্রাথমিক কাজ সব শেষ । এবার আমরা কোড লেখা
শুরু করব । আজ আমি আপনাদের ছোট্ট একটা

প্রগ্রাম তৈরী ও রান করা দেখাব ।
নিউ উইনডো তে সবাই লিখুন :
1. print (“Hello world” )
2. print (“Hello new programmer, World is waiting for you” )
3. print (“Hello everybody” )

এবার এটা সেভ করুন ও এফ৫ চেপে প্রোগ্রাম টি
রান করান ।অথবা রান মেনু থেকে রান মডিউল ক্লিক
করে প্রোগ্রামটি রান করান । দেখবেন পাইথন গুই
তে আপনার Hello world, Hello new programmer,
World is waiting for you, Hello everybody লেখা
গুলো প্রিন্ট করেছে ।
অর্থাত পাইথন গুই তে ১ম ব্রাকেট ও ” ” এর মধ্যের
লেখাগুলো প্রিন্ট করছে । এবং সবসময়ই তাই
করবে ।
এবার এভাবে আপনি নিজে নিজে অনেকগুলো
লেখা প্রিন্ট করুন ।
আপনি সাধারন যোগ বিয়োগ,গুণ ভাগ পাইথন গুইতে
বসে ই করতে পারবেন । যেমন পাইথন গুইতে
লিখুন :

1 ২ * ২
2 ১০০ * ৬০০
3 ৫৫ + ৩২
4 ১২ – ৬

প্রভৃতি । সাথে সাথে আপনি ফল পেয়ে যাবেন ।
নিউ উইনডো তে এবার লিখুন :
1 print (“2 + 2 is ” , 2 + 2)
2 print (“5 * 6 is ” , 5 * 6)
3 প্রোগ্রাম টি রান করান । দেখুন :
4 2 + 2 is 4
5 5 * 6 is 30

এভাবে প্রোগ্রাম টি রান হয়েছে । মানে ” ” এর
মধ্যের লেখাটি পাইথন হবহু প্রিন্ট করেছে এবং
বাইরের লেখাটি তে গাণিতিক সমস্যা সমাধান করেছে

এভাবে প্রাকটিস করতে থাকুন । আজ এ পর্যন্তই ।
কোন বিষয় বুঝতে না পারলে কমেন্টে বলুন ।

2 thoughts on "পাইথন প্রোগ্রামিং [পর্ব-০১]"

  1. Oi mia… Gui ki?
    Kiccu buja jayna
  2. Hossain55 Contributor says:
    Bhai ami phython download korte partechi na

Leave a Reply