আপনি এখন ৪৯ টাকায় রবির নতুন ডাটা স্ক্র্যাচ কার্ড কিনে ৫০০ এমবি ইন্টারনেট উপভোগ করতে পারবেন, যার মেয়াদ হবে ৭ দিন। এছাড়া, নিয়মিত অফারের গ্রাহকগণ নির্ধারিত পোর্টাল থেকে দৈনিক তারকা কনটেন্ট দেখতে পারবেন। আাবার, ক্যাম্পেইনের লক্ষ্য অর্জন করতে পারলে গ্রাহক বিজয়ী হিসেবে চিরকূট ব্রান্ডের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পারবেন।

 

ইন্টারনেট অফার:  

ইন্টারনেট মেয়াদ (দিন) মূল্য (ভ্যাট, এসডি ও এসসি সহ)
৫০০ এমবি ৪৯

ফ্রি তারকা কনটেন্ট:

যেসব গ্রাহক ৪৯ টাকার স্ক্র্যাচ কার্ড ব্যবহার করবেন তারা www.mobimoja.com/offer.php পোর্টাল থেকে দৈনিক ৫টি ফ্রি কনটেন্ট পাবেন।
স্ক্র্যাচ কার্ড ব্যবহারের ৪৮ ঘন্টার মধ্যে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, তিনি কখন থেকে কনটেন্ট ডাউনলোড করতে পারবেন।
ফ্রি কনটেন্টের মেয়াদ হবে, অ্যাক্সেস পাওয়ার দিন থেকে ৭ দিন।
দৈনিক সর্বোচ্চ ৫টি কনটেন্ট ডাউনলোড করা যাবে।
যেসব তারকার কনটেন্ট পাবেন: পড়শি, বাপ্পা মজুমদার এবং চিরকূট।

মিট আন্ড গ্রীট ক্যাম্পেইন:

ক্যাম্পেইনের ৬০ দিনের মধ্যে (২০ জুন থেকে ১৯ অগাস্ট ২০১৬)যেসব গ্রাহক ১৭ পয়েন্ট অর্জন করতে পারবেন, তারা উপযুক্ত হবেন।
প্রতিটি স্ক্র্যাচ কার্ড ব্যবহারে ১ পয়েন্ট করে পাবেন। কাজেই, সৌজন্য সাক্ষাতের জন্যে গ্রাহককে ১৭টি স্ক্র্যাচ কার্ড ব্যবহার করতে হবে।
১৭ পয়েন্ট অর্জনকারী সব গ্রাহকই এই সাক্ষাৎকারে আসতে পারবেন।
ক্যাম্পেইন শেষে বিজয়ী ঘোষণা করা হবে, এবং তাদের সাথে যোগাযোগ করা হবে।

দ্রষ্টব্য:

সেবা চালু করতে *১১১*১৬ ডিজিটের গোপন নম্বর# ডায়াল করুন।

ডাটা ব্যালান্স চেক করতে *৮৪৪৪*৮৮# ডায়াল করুন।
২৪ ঘন্টায়ই ইন্টারনেট ভলিউম ব্যবহার করা যাবে।
যে কোন কাজেই ইন্টারনেট ভলিউম ব্যবহার করা যাবে।
থ্রিজি ও টুজি যে কোন নেটওয়ার্কেই ভলিউম ব্যবহার করা যাবে।
ডাটা স্ক্র্যাচ কার্ডের মেয়াদ হবে ব্যবহারের দিন থেকে ৭ দিন।
ভলিউমের ৫০%, ৮০% ও ১০০% শেষ হলে গ্রাহক এসএমএস পাবেন।

3 thoughts on "রবি ৪৯ টাকা ইন্টারনেট স্ক্র্যাচ কার্ড পাবেন ৫০০ এমবি ইন্টারনেট"

  1. Arfatul Amin Contributor says:
    প্লিজ কেউ একটু হেল্প করুন।আমি পিসিতে উইন্ডোজ ৭ ব্যবহার করি।আর এয়ারটেল মডেম দিয়ে নেট চালায়।কিন্তু আমি মডেম কানেক্ট করার পর থেকে অযথা এম্বি চলে যাচ্ছে।প্লিজ কেউ হেল্প করুন।
  2. Game Boy Ezaz Contributor says:
    all friends like this Facebook page…..
    facebook.com/pagla420.bd
    1. Masud_025 Contributor says:
      Liked.. (y)

Leave a Reply