প্রতিটি রবি প্রিপেইড সংযোগের সঙ্গে আপনি এখন ৮ জিবি পর্যন্ত আকর্ষণীয় মূল্যের ইন্টারনেট উপভোগ করতে পারবেন!

৯ টাকায় ১ জিবি ইন্টারনেট

প্রথমবার ৩৪ টাকার ইজিলোড রিচার্জের পর ৯ টাকা ইজিলোড রিচার্জ করে আপনি ১ জিবি ইন্টারনেট কিনতে পারবেন:

৯ টাকায় ১ জিবি ইন্টারনেট প্যাক কিনতে হলে আপনাকে অবশ্যই প্রথমে ৩৪ টাকার রিচার্জ করতে হবে। প্রথমবার রিচার্জ অর্থ হচ্ছে এর আগে কখনো রিচার্জ করা হয়নি।

 

  • মেয়াদ: ৭ ক্যালেন্ডার দিন (গ্রহণের দিন থেকে)
  • ইন্টারনেট ব্যবহার সময়: ২৪ ঘন্টা
  • সীমা: প্রথমবার ৩৪ টাকা রিচার্জের দিন থেকে  মাসের মধ্যে ১ মাসে (৩০ দিনে) সর্বোচ্চ ১ বার।
  • কতবার নেওয়া যাবে:
    • প্যাক কেনার দিন থেকে ৩০ ক্যালেন্ডার দিনের মধ্যে ১ জিবি ইন্টারনেট প্যাক নিষিদ্ধ থাকবে।
    • ৩০ দিনের মধ্যে ৯ টাকা রিচার্জ করা হলে সেটি স্বাভাবিক মূল অ্যাকাউন্ট ব্যালেন্স হিসেবে গৃহীত হবে, এবং ১ জিবি ইন্টারনেট বরাদ্দ হবে না।

রিচার্জ-ভিত্তিক রেট-কাটার:

বিবরণ ২৯ টাকা ইজিলোড রিচার্জ
রবি-রবি/এয়ারটেল (পয়সা/সেকেন্ড) ০.৫
রবি-অন্যান্য অপারেটর (পয়সা/সেকেন্ড)
মেয়াদ (দিন) ৩০

 

*রিচার্জ-ভিত্তিক রেট-কাটার কলরেটটি প্রথম বার ৩৪ টাকা ইজিলোড রিচার্জের মাধ্যমেও প্রযোজ্য হবে (একবারই)

স্পেশাল ডাটা প্যাক :

  • ১জিবি ইন্টারনেট @ ৫১ টাকা
  • ১ মাসে সর্বোচ্চ ৪ বার কেনা যাবে যার মেয়াদ ৪ দিন করে হবে
  • শুধুমাত্র নতুন সিমের গ্রাহকের জন্য প্রযোজ্য

অ্যাক্টিভেসন বোনাস:

  • মূল অ্যাকাউন্টে  টাকা ব্যালেন্স
    • মেয়াদ: ১৫ দিন
  • যে কোন লোকাল নম্বরে ৫০টি ফ্রি এসএমএস
    • বোনাস এসএমএস ব্যবহার সময়: ২৪ ঘন্টা
    • মেয়াদ: ৩০ দিন
    • ৩০ দিন মেয়াদ শেষ হওয়ার পরে: ৫০ পয়সা/এসএমএস
  • রবি গুনগুন, রবি রেডিও এবং রবি স্ক্রিন সেবা ১ মাসের জন্যে ফ্রি সাবস্ক্রিপশন।

সাধারণ শর্ত:

  • বিদ্যমান মেয়াদকালে একাধিকবার রিচার্জ করা হলে সর্বোচ্চ মেয়াদের সময়কাল কার্যকর থাকবে।
  • সংশ্লিষ্ট মেয়াদকাল (রিচার্জ-ভিত্তিক রেট-কাটার) শেষে ডিফল্ট কলরেট ২০.৭৫ পয়সা/ ১০ সেকেন্ড প্রযোজ্য হবে।
  • কোন গ্রাহক ১ জিবি ইন্টারনেট কিনলে প্রতি ক্যালেন্ডার দিনে ২৫০ এমবি ইন্টারনেট স্বাভাবিক গতিতে ব্যবহার করা যাবে, এবং ঐ প্যাক থেকে অতিরিক্ত ব্যবহার হলে তার গতি ১২৮ কেবিপিএস-এ নেমে আসবে। পরবর্তী ক্যালেন্ডার দিনের ০০:০০ ঘন্টায় আবার স্বাভাবিক গতি ফিরে আসবে ২৫০ এমবি পর্যন্ত।
  • একটি হ্যান্ডসেট কেবল একবারই রিচার্জ ভিত্তিক (৩৪ টাকা / ৯ টাকা রিচার্জে) আকর্ষণীয় মূল্যের ইন্টারনেট অফারের উপযুক্ত হবে, একাধিক সিম থাকলেও।
  • প্রতিটি নতুন রবি প্রিপেইড সংযোগের ক্ষেত্রে গ্রাহক ৮ জিবি পর্যন্ত আকর্ষণীয় মূল্যের ইন্টারনেট উপভোগ করতে পারবেন।
  • ডিফল্ট কলরেট ২০.৭৫/১০ সেকেন্ড প্রযোজ্য হবে।
  • অব্যবহৃত ইন্টারনেট মেয়াদ শেষে ব্যবহার করা যাবে না।
  • রিচার্জের দিন থেকে মেয়াদের সময়কাল গণ্য হবে।
  • ৩৪ টাকা রিচার্জের পর থেকে ৭২ ঘন্টার মধ্যে ফ্রি ভাস সেবাগুলো চালু হবে (এজন্যে অবশ্যই প্রথমবার ৩৪ টাকা রিচার্জ করতে হবে)।
  • এই নতুন প্যাকে মাইগ্রেশন করা যাবে না। তবে, এই প্যাক থেকে অন্যত্র মাইগ্রেশন করা যাবে। অন্যান্য রবি প্যাকেজে মাইগ্রেশন করলে গ্রাহক তার বিদ্যমান ডাটা প্যাক (যদি থাকে) ব্যবহার করতে পারবেন।
  • যে কোন সময়ে রবি এই অফারে পরিবর্তন আনতে পারে।
  • সীমিত সময়ের জন্যে অফারটি কার্যকর থাকবে।
  • ব্যালেন্স চেক কোডসমূহ:

 

বিবরণ কোড
মূল অ্যাকাউন্ট ব্যালেন্স *২২২#
বোনাস এসএমএস *২২২*১২#
ইন্টারনেট/ বোনাস ইন্টারনেট *১২৩*৩*৫#

 

মূল ট্যারিফের উপর ৫% সম্পূরক শুল্ক, ১৫% ভ্যাট ও ১% সারচার্জ প্রযোজ্য হবে।

 

সবাইকে ধন্যবাদ।
কোন সমস্যা হলে Facebook এ আমি

15 thoughts on "রবি’র নতুন প্রিপেইড প্যাকেজে এখন ২০ জিবি পর্যন্ত ইন্টারনেট Creator By Tuku"

  1. Mahedi Hasan Contributor says:
    Vai apnar fb I’d dben plz
    1. shohagislam463 Contributor Post Creator says:
      ridoy toku diya search din
  2. Alihasan_rana Contributor says:
    পোস্ট ভালো।কিন্তু রবি হচ্ছে কচ্ছপ গতির নেট।আমাদের এলাকায় এখনও 3জি নাই।ঘরের ভিতরে নেটওয়ার্ক নাই।জিপি ঘরের ভেতর ফুল 3জি নেটওয়ার্ক।
    1. Ssjoy569 Contributor says:
      vai robi theke airtel ekhon aro beshi faltu…jekono jaygay durbol kag kore…100% faltu network…Robi r airtel ek howar por theke ei durobosta..
  3. arifkhan1122 Subscriber says:
    আমি author হতে চাই
  4. good post??? but robi is bad sim?
    1. Ex Programmer Contributor says:
      why?এখানে রবিতে ফুল 3G পায়।
    2. এখানে ফুল ১g পায়???
    3. Ex Programmer Contributor says:
      ও শেই।??।
  5. Monirul Kabir Contributor says:
    ki bolen vai robi 3g net diya akdin chalai dhaikhan speed ki
  6. sarderrasel Contributor says:
    Vai Ami to masa 2 bar 1gb kora pai 9 recharge ar maddhoma.
    And atai sothik post ta edit kora 30 dinar jaizai 15 den
  7. Nasir Contributor says:
    dam koto
  8. emonnath Contributor says:
    bro,51 tk. recharge a 1 gb… amr asa nai.. ami 51 tk. recharge krce amk diche hba 400 mb..
  9. Skdjmahbub Contributor says:
    robi free net ber kora hok plz

Leave a Reply