Meta Tag কি এবং কিভাবে ব্যবহার করবেন ?SEO জন্য Meta Tag অনেক বড় ভূমিকাপালন করে। মেটা ট্যাগ হল একধরনের HTMLকোড। যার মাধ্যমে আপনার ব্লগ কি সম্পর্কেতা সার্চ ইঞ্জিন ও ভিসিটর জানতে পারে।মেটা ট্যাগে অনেকগুলা বিষয় জড়িত থাকেযেমনঃ- ব্লগের বিবরন, ব্লগের কি ওয়ার্ড,ব্লগের মালিকের নাম, robots ইত্যাদি।Meta Tag এর প্রয়োজনীয়তাbr /> মেটা ট্যাগ এর সাহায্যে সার্চ ইঞ্জিন একিসাথে ভিসিটর আপনার ব্লগ সম্পর্কে জানতেপারে।আমরা সকল ব্লগার দের একটাই চাওয়াবেশি বেশি ভিসিটর, কারন বেশি ভিসিটর মানেবেশি বেশি আয়। আমরা সকলেই চাই সার্চইঞ্জিন থেকে ভিসিটর আসুক যেমনগুগল।আপনার সাইট কি সম্পর্কে এটা গুগলকে নাজানালে গুগল কিভাবে আপনার সাইটে ভিসিটরপাঠাবে? meta tag এর সাহায্যে গুগল সহঅন্যান্য সার্চ ইঞ্জিন আপনার সাইটসম্পর্কে অবগত হবে, তাই যখন কোন ভিসিটরকিছু সার্চ করে। আপনার সাইটে যদি এই বিষয়েলিখা থাকে, তাহলে সার্চ ইঞ্জিন ওই ভিসিটরকে আপনার সাইটে পাঠিয়ে দিবে।আশা করিmeta tag এর প্রয়োজনীয়তা বুঝাতেপেরেছি।কিভাবে ব্লগার এ META TAG যোগকরবেন ?মেটা ট্যাগ কি? প্রয়োজনীয়তাবুঝেছেন এখনযোগ করার পালা। নিচের দাপ গুলা দেখে যোগকরে ফেলুনbr /> প্রথমে আপনার ব্লগার একাউন্টে লগিন করুন।তারপর চলে যান bloggerdashboard>>template>>edittemplateকোন কিছু পরিবর্তন করার পূর্বে টেমপ্লেটডাউনলোড করে রাখুন।বর্তমানে সব template এ মেটা ট্যাগ এরকোড দেয়া থাকে। দেখুন আপনার টেমপ্লেটেনিচের কোড আছে কিনা।descriptionওkeywordযদি থাকে ভাল। না থাকলে নিচের কোড কপিকরে এই কোড এর নিচে পেস্ট করেদিনআপনার ব্লগার বিবরন দিন = এখানে আপনারব্লগ কি সম্পর্কে তা আলোচনা করুন, তবেখেয়াল রাখবেন ১৫০ ওয়ার্ড এরবেশি যেন নাহয়। সুবিদার জন্য আমার ব্লগের বিবরন দেখুনঅনলাইনে আয়, ফ্রীলান্সিং, ব্লগিং,ডাউনলোড সম্পর্কে ব্লগআপনার কি ওয়ার্ড গুলা কমা দিয়ে লিখুন =এখানে আপনার ব্লগের কি ওয়ার্ড বসাতে হবে।কি ওয়ার্ড বলতে আপনার ব্লগ কি সম্পর্কেতা সংক্ষেপে কি ওয়ার্ড আকারেলিখতে হবে।ব্লগের জন্য কি ওয়ার্ড অনেক গুরুত্বপূর্ণবিষয়। আপনি বিভিন্ন কি ওয়ার্ড রি সার্চ টুলব্যাবহার করতে পারেন। সুবিদার জন্য আমারকি ওয়ার্ড দেখতে পারেন।ব্লগার টিপস, ব্লগস্পট, ফেসবুক টিপস, ব্লগিং,অনালাইনে আয়, ডাউনলোডপ্রত্যেকটা কি ওয়ার্ড এর মাঝে কমা দিয়েআলাদা করে দিন। বেশি কি ওয়ার্ড ব্যাবহারকরবেন না।ব্যাস এবার save template এ ক্লিক করুন।আপনার কাজ শেষ।করতে গিয়ে কোন সমসসা হলে কমেন্টেজানাবেন।প্রয়োজনীয় কিছু Meta Tagbr /> keywords- Meta TagSEO জন্য এই মেটা ট্যাগটি সবচেয়ে গুরুত্বপূর্নভূমিকা পালন করে থকে।এই Meta Tag এরমাধ্যমে আপনি সার্চ ইন্জিন গুলোকে আপনারসাইটের বিষয়বস্তু সম্পর্কে জানাতে পারেন।চমৎকার ও সুন্দর কী-ওয়ার্ড বাছাইয়ের মাধ্যমেআপনি আপনার SEO তে কাংখিত ফলাফলপেতে পারেন।keywords- Meta Tagটিএমনএক একটি কী-ওয়ার্ড এর পর কমা, ব্যবহারকরুন।Description- Meta Tagএই মেটা ট্যাগটিও ওয়েব সাইটের জন্যগুরুত্বপূর্ন।এটি সার্চ ইন্জিন এ আপনারসাইটের মুল বিষয়গুলোকে তুলে ধরে।মুলতআপনার সাইটে কি আছে তা বুঝানোর জন্য এট্যাগটি ব্যবহার করা হয়।Meta Tag টি এমনauthor- Meta Tagএই মেটা ট্যাগের মাধ্যমে আপনিভিজিটরদেরজানাতে পারেন সাইটটি কে করেছেবা লিখেছে।Meta Tag টি এমনRevisit-After- Meta Tagএই মেটা ট্যাগ টি ব্যবহার করলে সার্চ ইন্জিনএর রোবট একটি নিদিষ্ট্ সময় অন্তর অন্তরআপনার সাইট ভিজিট করে ইনডেক্সকরবে।যেমন এই ট্যাগটি ব্যবহার করলেসার্চ ইন্জিনএর রোবট আপনার সাইটটি ১৫ দিন পর পররিভিজিট করবে। আপনি প্রয়োজন অনুযায়ীসময় পরির্বতন করে দিতে পারেন।Refresh- Meta Tagএই মেটা ট্যাগটিও বেশ প্রয়োজনীয়। যারাপ্রতি মিনিটে মিনিটে সাইট আপডেট করে তারাএই মেটা ট্যাগটি থেকে উপকার পাবে।ভিজিটররা এরকম সাইট বার বার রিফ্রেশকরতে বিরক্ত বোধ করে। তাই এই ট্যাগেরমাধ্যমে আপনিই অটো রিফ্রেশ এরসময় বেধেদিতে পারেন। এই মেটা ট্যাগ ব্যবহার করলেএকটা নিদির্ষ্ট সময় পর পর আপনার সাইটঅটো রিফ্রেশ হবেএ ট্যাগটি সাইটে যোগ করার ফলে ৬০০সেকেন্ড পর পর মানে ৫ মিনিট পরপর সাইটঅটোরিফ্রেশ হবে।Robots- Meta Tagএই মেটা ট্যাগটি সার্চ ইন্জিনএর জন্য অনেকবড় ভূমিকা পালন করে থাকে। এই ট্যাগেরমাধ্যমে আপনি সার্চ ইন্জিন এররোবট কেজানতে পারেন আপনার সাইটকে সে ইনডেক্সকরবে কি করবে না। যদি আপনি এ ট্যাগটিব্যবহার করেন তাহলে সার্চ ইন্জিন এর রোবটবুঝবে আপনার সাইট তারা ইনডেক্স করতেপারে। আর যদি এ ট্যাগটিব্যবহার করেন তাহলে সার্চ ইন্জিন এর রোবটবুঝবে আপনি আপনার সাইটকে ইনডেক্স নাকরার জন্য বলছেন।robots এর আর কিছু প্রয়োজনীয়মেটা ট্যাগরয়েছে। যেমনbr /> ARCHIVE- Meta Tagএ ট্যাগের মাধ্যমে আপনি সার্চইন্জিনেআপনার সকল ডাটা আর্কাইভ আকারেরাখতেপারেন। আর্কাইভ আকারে রাখতে চাইলে এইট্যাগটি আর তা যদি নাচান তাহলে > ট্যাগটিব্যবহার করুন।ODP/YDIR- Meta TagODP মানে হল DMOZ ওপেন ডিরেক্টরিপ্রজেক্ট। যখন একটি সাইট থেকেগুগল সার্চইন্জিন এর রোবট কোন description ট্যাগপায়না তখন তারা DMOZ এর সাহায়্য নেয়।তারা DMOZ থেকে ত্য নিয়ে সাইটেরdescription দেয়।আপনি যদি মনে করেনগুগলকে এ ধরনের কাজ হতে বিরত রাখতেতাহলে এই ট্যাগটি দিতে পারেন। আর যদি মনে করেনতারা কাজটি করুক তাহলে দিয়ে দিন।গুগলের মত ইয়াহু ও এ কাজ করে থাকে।তবেএক্ষেত্রে ইয়াহুর তাদের নিজেস্ব ওপেনডিরেক্টরি প্রজেক্ট (YDIR) ব্যবহার করেথাকে।তাই ইয়াহুর ক্ষেত্রেওকোড গুলো দিতে পারেন।ইন্টারনেটে বিভিন্ন সার্চ ইন্জিন রয়েছেবিশেষ কিছু সার্চ ইন্জিন এর জন্য আলাদাআলাদা robots মেটা ট্যাগ ব্যবহার করা হয়যেমনগুগলের জন্য ইয়াহুর জন্য MSN এর জন্য Language META Tagএই মেটা ট্যাগের মাধ্যমে আপনিআপনার সাইটটি কোন ভাদায় লেখা তা জানাতে পারেন।সাধারণত বেশীর ভাগ সাইটটে ইংরেজী ভাষাব্যবহার করা হয়। এই ট্যাগটি এমনসামাজিক মিডিয়াঃশুধুমাত্র সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের জন্যনয়, সামাজিক মিডিয়া হচ্ছে একটি দ্রুতবর্ধনশীল পদ্ধতি এটি সত্যি একটি খুবইগুরুত্বপূর্ণ পদ্ধতি । তাই আপনি যদি এই দিকেইতিপূর্বে অগ্রসর না হয়ে থাকেন তবে এখনিসময় ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে একাউন্টতৈরি করার । এছাড়াও অনেক সামাজিকবুকমার্কিং সাইট রয়েছে যেমন স্টাম্বেলওপেন,ডীগ, ডেলিসিয়াস, ইত্যাদি।

Leave a Reply