সবাই ভালো আসেনন তো। আমি আপনাদের দোয়ায় ভালোই আসি।

SEO TUTORIAL BY NIHAN


টাইটেল ট্যাগ

এটা খুবই গুরত্বপূর্ন একটা ওয়েব পেজের
জন্য।ইউজার এবং সার্চ ইন্জিন উভয়কে
এটা বলে দেয় যে পেজের মধ্যে কি
আছে অর্থ্যাৎ একটা টাইটেল একটা
পেজের সরাংশ।আপনার পেজের
টাইটেল হতে হবে এমন যাতে এটা
আপনার সাইটের আর অন্য কোন পেজের
টাইটেলের সাথে মিলে না যায়

সার্চ রেজাল্ট যখন আমরা ব্রাউজারে
দেখি তখন পেজ টাইটেল সবার আগে
প্রথম লাইনে থাকে। যেমন br />

ইউজার যে কিওয়ার্ড দিয়ে সার্চ করবে
সেই কিওয়ার্ডটি যদি সার্চ রেজাল্টে
বোল্ড করে দেখায় তাও আবার পুরো
পেজ টাইটেলটি,তাহলে আপনার
সাইটের ট্রাফিক বহুগুন বেড়ে যাবে।
পেজ টাইটেল সবসময় এমন দিবেন যেটার
সাথে পেজের কনটেন্টের খুব মিল
আছে।খুব বড় টাইটেল দেয়া উচিৎ নয়
এতে অনেক অপ্রয়োজনীয় শব্দ টাইটেলে
চলে আসে আর খুব বড় টাইটেল হলে গুগল
এর সম্পূর্ন নয় বরং কিছু অংশ দেখায়।
সবচেয়ে ভাল আপনার পেজ টাইটেল

হবে ছোট,প্রাসঙ্গিক এবং তথ্যবহুল।

যত comment ততো তারাতারি দিব next part

আমার সাইট

3 thoughts on "[ SEO পর্ব – 2 ] সকল ধারনা সহ SEo সিখুন। Part- 2 BY Nihan"

  1. জামিল Author says:
    Copy post Bad dan Bro
  2. Nihan Author Post Creator says:
    jamil ভাইয়া এইটা কপি পোস্ট না।
  3. Nihan Author Post Creator says:
    জাক বলা যখন আর SEO post dibo naa.

Leave a Reply