SEO TUTORIAL BY NIHAN

মেটা () ট্যাগ এর “description” এ
পেজে কি আছে তা সম্পর্কে
সংক্ষেপে লিখুন।এটা গুগল এবং সকল
সার্চ ইন্জিনকে একটা ধারনা দেয় যে
এই পেজে কি আছে।এই বর্ননা ২/৩
লাইনের দিতে পারেন।মেটা বর্ননাকে
গুগল আপনার ওই পেজটার কনটেন্টের
সরাংশ হিসেবে ধরতে পারে।ধরতে
পারে এজন্য বলা হয়েছে কারন ইউজার
যে কিওয়ার্ড দিয়ে সার্চ করবে সেটার
সাথে যদি সরাসরি পেজ কনটেন্টের
কোন অংশের সাথে বেশি মিলে যায়
তাহলে সেই অংশ গুগল সার্চ রেজাল্টে
দেখাতে পারে।

ইউজারের দেয়া কিওয়ার্ড যদি এই
সরাংশে (মেটা বর্ননায়) থাকে

তাহলে সেটা বোল্ড করে দেখাবে
যেমন উপরের ছবিতে দেখুন ইউজার এর
“এইচটিএমএল টিউটোরিয়াল” লেখাটি
সার্চ রেজাল্টে বোল্ড করে দেখাচ্ছে।
এটা ইউজারকে একটা ইঙ্গিত দেয় যে,সে
যে জিনিস খুজছে সেটার সাথে
পেজটির কতটুকু মিল রয়েছে।তাই
এমনভাবে মেটা বর্ননা দিন যাতে
যেটা ইউজার সার্চ রেজাল্টে দেখেই
যেন মনে করে এই পেজেই আমার
প্রয়োজনীয় তথ্য থাকতে পারে।পেজের
কনটেন্টের কোন অংশ আবার কপি করে
মেটা বনর্নাতে পেস্ট করে দিয়েননা
বরং পেজের কনটেন্টের উপর ছোটখাট
একটা সারমর্ম লিখে দিন।

প্রতিটি পেজের মেটা বর্ননা যেন
ভিন্ন ভিন্ন হয় তানাহলে ইউজার বা
সার্চ ইন্জিন যখন একসাথে বহু পেজ
দেখবে তখন সমস্যা হবে।(site:http://trickymela.tk)
এভাবে শুধু একটা
সাইটের সব পেজ সার্চ রেজাল্টে

দেখা যায়)।আপনার সাইটে যদি হাজার
হাজার পেজ থাকে তাহলে প্রতিটি
পেজের জন্য আলাদা আলাদা মেটা
বর্ননা তৈরী করা জটিল হয়ে পরবে
সেক্ষেত্রে পেজের কনটেন্টের উপর
ভিত্তি করে অটোমেটিক মেটা বর্ননা
তৈরী হবে এধরনের টেকনিক অবলম্বন
করতে হবে।

সৌজন্যআমার সাইট

5 thoughts on "[ SEO পর্ব – 3 ] সকল ধারনা সহ SEo সিখুন। Part- 3 BY NIHAN"

  1. siam Contributor says:
    bro tomar id link deo
    1. Nihan Author Post Creator says:
      fb.com/mafug.hassan
  2. Nihan Author Post Creator says:
    Okkkk.broo
    1. Risfat Contributor says:
      Bro,Next Part ??

Leave a Reply