Be a Trainer! Share your knowledge.
Home » Seo tricks » [ SEO পর্ব – 4 ] সকল ধারনা সহ SEo সিখুন। Part- 4 BY NIHAN

[ SEO পর্ব – 4 ] সকল ধারনা সহ SEo সিখুন। Part- 4 BY NIHAN

SEO TUTORIAL BY NIHAN


লিংক স্ট্রাকচার খুব সহজ এবং বোধগম্য
রাখুন যাতে সার্চ ইন্জিন এবং ইউজার
উভয়েরই পড়তে এবং বুঝতে সুবিধা হয়।
অনেক সময় দেখা যায় URL এমন থাকে যে
বুঝাই যায়না এসময় ই্উজারের কপালে
বিরক্তির ভাজ পড়তে পারে।সবচেয়ে
ভাল, আপনি আইডি বা অবোধগম্য কোন
প্যারামিটার URL এ ব্যবহারের চেয়ে
এমন শব্দ জুড়ে দিন যেটা দেখেই যেন
পেজ সমন্ধে একটা ধারনা হয়ে যায়।

URL সার্চ রেজাল্টে সবার নিচে
(টাইটেল এবং এরপর সরাংশের
নিচে)দেখায়।URL এ সেশন আইডি বা
অপ্রয়োজনীয় প্যারামিটার ব্যবহার

থেকে বিরত থাকুন।যেমন ছবির URL দেখুন
এটা একটা খারাপ URL এর উদাহরন এবং
SEO Friendly নয

বরং URL নিচেরমত হওয়া ভাল।
http://trickymela.tk/index.xhtml
URL এ অতিরিক্ত শব্দ ব্যবহার করা থেকে
বিরত থাকতে হবে।আরেকটা গুরত্বপূর্ন
বিষয় হচ্ছে প্রতিটি পেজের বা
কনটেন্টের একটি মাত্র URL রাখা।একই
পেজের যদি একাধিক URL থাকে সার্চ
ইন্জিন কিন্তু আলাদা আলাদা পেজ
মনে করে ফলে র্যাংকিংও সেভাবে
দিয়ে থাকে ।যদি দেখেন যে আপনার
সাইটের একটা পেজের কয়েকটা URL
তাহলে ৩০১ রিডাইরেক্ট একটা মেথড
আছে এর মাধ্যমে সব URL কে একটা
পছন্দনীয় URL এ নিতে পারেন।এই মেথডে
htsccess ফাইলের মাধ্যমে এটা করা যায়।
এজন্য এপাচি সার্ভারের এই ফাইলটিতে

কোড লিখে এই পরিবর্তন আনতে পারেন।
আর যদি ৩০১ রিডাইরেক্ট মেথড ব্যবহার
না করেন তাহলে ক্যানোনিকাল URL
ব্যবহার করতে পারেন।

URL এ ছোট হাতের অক্ষর ব্যবহার
শোভনীয়,ছোট বড় হতের একসাথে করলে
দেখতেও খারাপ লাগে,আসলে এটা
এড়ানো উচিৎ।

সৌজন্য আমার সাইট

8 years ago (Jul 22, 2016)

About Author (20)

Nihan
author

যা জানি তা জানাব। আর যা জানি না তা জানার জন্য চেস্টা করব। সব সময় সঠিক পোস্ট করব। My youtube channel name : Sozib vlog

Trickbd Official Telegram

6 responses to “[ SEO পর্ব – 4 ] সকল ধারনা সহ SEo সিখুন। Part- 4 BY NIHAN”

  1. Jackson Contributor says:

    apner fb id ta den..

  2. Md ToukiR Ahmed Contributor says:

    [url=https://trickbd.com]Visit Trickbd[/url]

  3. Md ToukiR Ahmed Contributor says:

    Visit Trickbd[/h2>

Leave a Reply

Switch To Desktop Version