Be a Trainer! Share your knowledge.
Home » Seo tricks » কিভাবে Analytics এর Data Analyze করবেন ! [লেকচার পর্ব ১১]

কিভাবে Analytics এর Data Analyze করবেন ! [লেকচার পর্ব ১১]

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা,আজ প্রথম রমজান আশাকরি ভালো আছেন। আমি তরিকুল ইসলাম (তুষার) আপনাদের জন্য নিয়ে আসলাম এসইও এর পরিপূর্ণ টিউটোরিয়াল যারা নিজেদের সাইটে এবং এসইও শিখতে চান তারা আমার টিউটোরিয়াল গুলো দেখে খুব সহজে তা করতে পারেন।

যারা আগের টিউন পড়েন নি তারা এখান থেকে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন:

কিছু কাজের ব্যস্ততা থাকায় SEO নিয়ে অনেকদিন পোস্ট করতে পারেনি। অনেকদিন পর লিখতে বসলাম। কিছু মনে করবেন না,  আমি আমাদের দেশের অনেককেই দেখেছি, যারা শুধুমাত্র লিংক বিল্ডিং শিখেই নিজেদের Seo Expert হিসেবে দাবি করে এবং তারা বিভিন্ন Freelancing Platform ও কাজ করে যাচ্ছে। আমি মনে করি তাদের আরো অনেক কিছু শেখা এবং জানা উচিৎ কারণ Seo এমন একটা vast field যে এটা শুধুমাত্র link-building শিখলেই হবে না। আনুষাঙ্গিক আরো অনেক ব্যাপার আছে। যেগুলো না পারলেও at least ন্যুনতম ধারণা থাকা উচিৎ। তাই নতুনদের অনুরোধ করব, আপনারা SEO সর্ম্পকে পড়াশোনা করুন তারপর এই ফিল্ডের জবগুলি করুন। আর SEO সর্ম্পকে প্রচুর পরিমানে ফ্রি রিসোর্স internet ই পাবেন, শুধুমাত্র কষ্ট করে পড়ে নিতে হবে। আর দেশেও ইদানীং Youtube অথবা  অনেক ভাল ভাল প্রতিষ্ঠান আছে। আমার মনে হয় সেখান থেকেও আপনারা শিখতে পারেন। তবে আপনার যদি ইচ্ছা থাকে তাহলে Internet থেকেই আপনি সমস্ত তথ্য collect করতে পারবেন। যাই হোক অনেক অফটপিক কথা বলে ফেললাম, কিছু মনে করবনে না আমি নিজেও এখন SEO নিয়ে পোড়া শুনা করি ,চলুন আবার কাজে ফিরে যাই।

Search Engine ট্যাবে

এখন আবারো উপরের ছবির দিকে লক্ষ করুন এবং Search Engine ট্যাবে যান তাহলে আপনি আপনার সাইটে কতজন ভিজিটর কোথা থেকে আসছে এগুলো জানতে পারবেন।

keywords ট্যাবে

তারপর উপররের ছবির মত keywords ট্যাবে যান এখান থেকে আপনি জানতে পারবেন, কোন কিওয়ার্ডস এর মাধ্যমে আপনি কতজন ভিজিটর পেয়েছেন। সাধারণত গুগল প্রথমে ১০টা কিওয়ার্ড শো করে কিন্তু আপনি ইচ্ছা করলে এখান থেকে আরো বেশি সংখ্যাক কিওয়ার্ড show করাতে পারেন। এখান আপনি অনেক কিওয়ার্ড পাবেন যার কিছু আমরা আমাদের সাইটের জন্য অপটিমাইজ করেছি, আর এমন কিওয়ার্ড পাবেন যেগুলো আমরা অপটিমাইজ করিনি।

Ascending or decening

উপরের ছবির দিকে লক্ষ করুন। এখানকার প্রায় প্রতিটা ইনফরমেশন আমরা Ascending or decening অর্ডারে সাজাতে পারি। যেমন দেখুন এখানে অন্য কলামএ কে কত সময় সাইটে ছিল, কে কে সাইটে ঢোকার সাথে সাথেই সাইট থেকে বের হয়ে গিয়েছে(bounce rate) ইত্যাদি তথ্য দেয়া আছে।

landing page

এবার চলুন keyword এর পাশে দেখানো অপশন থেকে landing page এ ক্লিক করে দেখে ভিজিটর প্রথম কোন পেজে আসছে।

home page

বেপারটা একতু ভাল্এভাবে বুঝুন,এটাকে যদি আমরা visits এর ভিত্তিতে sort করি তাহলে দেখতে পাব অধিকাংশ ভিজিটর Home page প্রথম ভিজিট করছে। আর একটা ব্যাপার, সেটা হল আমরা যে page কে যে কারনে অপটিমাইজ করছি সেই পেজে আমরা সেই keyword থেকেই ভিজিটর পেয়েছি। আমাদের এই সাইটে যেমন amazon এর affliate product বিক্রি হয় তাই আমাদের conversion এর মেইন গোল হবে amazon এর সাইট কত ভিজিটর ভিজিট করেছে সেটা। উপরের ছবির Clicked an amazon affiliate link এটা সর্ট করলে আমরা কোন phrase এর জন্য goal conversion হয়েছে সেগুলো দেখতে পাবো।
এখন লক্ষ করুন এখানে কিছু কিওয়ার্ড জন্য শুধুমাত্র ১জন ভিজিটর আসছে এবং আপনার goal গুলো পূরণ হওয়াতে 200% গোল কনভারশন রেট দেখাচ্ছে, তারমানে এই নয় যে যেই আপনার সাইট এই কিওয়ার্ড এর মাধ্যমে ভিজিট করবে সেই আপনার goal পূরন করবে। ভিজিটর বাড়ার সাথে সাথে এই success rate ও কমবে। যেমন আমাদের কিওয়ার্ড kindle reviews এর জন্য লক্ষ করলেই আপনি এটার কারণ বুঝতে পারবেন। তাই এসব Value analysis করার সময় নিজের বুদ্ধির ব্যবহার করুন। এভাবে ধীরে ধীরে সময়ের সাথে সাথে আপনার সাইটের ভিজিটর বাড়তে থাকবে। আর যদি না বাড়ে তাহলে analytics থেকে কারণ বের করার চেষ্টা করুন। সম্ভব হলে প্রতি মাসে ১বার করে analytics এর ডাটা গুলো বিশ্লেষণ করুন।

আশা করি বুঝতে কোন সমস্যা হয়নি। আর এসইও বিষয়ক কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে তা করতে পারেন।আজকের মত এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভাল থাকবেন সবাই।

আমার ফেসবুক পেজ এ কারো কনো সমস্যা হলে মেসেজ করতে পারেন ।

7 years ago (May 28, 2017)

About Author (29)

Toriqul Islam Tusher
author

uncleempire uncle empire slot qris slot via qris slot deposit qris slot depo qris situs empire empire88 slot gacor 4d slot toto 4d toto slot 4d toto slot slot toto slot toto toto gacor 4d botak empire botakempire slot gampang maxwin slot mudah maxwin slot terbaru 2024 situs gampang maxwin situs gacor gampang maxwin botakempire botak empire slot depo receh slot deposit receh slot deposit 10rb slot deposit 10k slot deposit 10ribu slot deposit 10ribu slot depo 10rb slot depo 10k slot depo 10ribu slot depo 10ribu indobet11 indo bet11 slot pulsa slot via pulsa slot deposit pulsa slot depo pulsa slot depo pulsa tanpa potongan slot via pulsa tanpa potongan slot deposit pulsa tanpa potongan uncleempire uncle empire uncleempire uncle empire indobet11 botak empire botakempire empire88 slot empire88 slot empire 88 empire 88 slot88 bandar slot88

Trickbd Official Telegram

One response to “কিভাবে Analytics এর Data Analyze করবেন ! [লেকচার পর্ব ১১]”

  1. Sateam247 Contributor says:

    Thumbs up ?

Leave a Reply

Switch To Desktop Version