Be a Trainer! Share your knowledge.
Home » Seo tricks » সব থেকে সহজে WordPress সাইটে এসইও সেটিংস্‌ করুন

সব থেকে সহজে WordPress সাইটে এসইও সেটিংস্‌ করুন

আপনাদের জন্য আজ নিয়ে এলাম বেষ্ট ওয়ার্ডপ্রেস এসইও সেটিংস্‌। ওয়ার্ডপ্রেস এসইও প্লাগিনটি ব্যাবহার করি তাদের জন্য আজকের পোস্টটি অনেক উপকারি। সঠিক ভাবে এসইও সেটাপ একটা ভালো মানের সাইট এর জন্য অতীব জরুরি। গুগলে টপ টেনে থাকার জন্য বেষ্ট ওয়ার্ডপ্রেস এসইও সেটিংস্‌ শিখাবো আজ। প্রথমে এখান থেকে প্লাগিন্টি ডাউনলোড করুন অথাবা প্লাগিনে গিয়ে সার্চ করুন “wordpress seo by yoast” লিখে। পেয়ে যাবেন, ইন্সটল করুন এবং একটিভ করুন। একটিভ তো করলেন এখন দরকার ভালো পারফরমেঞ্চ। ভালো পারফরমেঞ্চ এর জন্য অবশ্যই এসইও ফ্রেন্ডলি সেটিংস্‌ প্রয়োজন। আর এই সেটিংস্‌ নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization) এমন একটি পদ্ধতি যার মাধ্যমে যে কেউ সার্চ ইঞ্জিন ব্যাবহার করে একটি ওয়েব সাইটকে বিনামূল্যে সকলের কাছে পৌছে দিতে পারে। Search Engine Optimization সংক্ষেপে SEO বলে।

একটি তথ্য বহুল এবং মার্জিত আঙ্গিকে তৈরি যে কোন ওয়েব সাইটে হাজারো ভিজিটর বাড়াতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) এটি গুরুত্ব পূর্ণ কাজ করে থাকে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রধান প্রধান উদ্দেশ্য গুলোর মধ্যে রয়েছে-

একটি সাইটকে সকলের কাছে সহজে পৌছে দেওয়া।
ওয়েব সাইটের জন্য প্রিয়তা বৃদ্ধি করা।
সাইটের ভিজিটর বা ট্রাফিক বৃদ্ধি করা।
বিভিন্ন ধরনের অনলাইন থেকে আয় করার পণটাটফরম হিসেবে কাজ করে।
তথ্য বিনিময় ও প্রতিযোগিতায় টিকে থাকার শক্ত ভিত হিসেবে কাজ করে।

বর্তমানে বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য সবাইকে বিশেষ কোন ধরনের কাজ সম্পন্ন করে সকলের কাছে পৌছে দিতে পারলে কাজের সফলতা ধরা দেবে। প্রতিযোগিতার এই যুগে কারো আপনার সাইটকে মনে রাখার মত সময় হয়তো নেই। তাই মানুষের প্রয়োজনমাফিক তথ্য অতি দ্রুত পেতে সার্চ ইঞ্জিনের কোন তুলনা এবং প্রয়োজনিতা বলে শেষ করা যাবে না।

এসইও এর ড্যাশবোর্ড এ যান-

যেমন আছে তেমনটি রাখুন। ওয়েবমাস্টার টুলস গুলো নিজ উদ্যোগে বসান।
টাইটেল অ্যান্ড মেটাস-

ওয়ার্ডপ্রেস এসইও সেটিংস্‌

এর মুল। এগুলো ভালো ভাবে কমপ্লিট করলে আশাকরা যায় আপনার সাইট এক্তি ভালো পজিসন এ আশবে। যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট এ যোগাযোগ করুন । আমি আছি আপনাদের পাশে এবং বৃহত্তম যুগটেক এর সাথে । সামনে আবার দেখা হবে নতুন কোন ওয়ার্ডপ্রেস এসইও সেটিংস্‌ নিয়ে এই পর্যন্ত বিদায়।

কম টাকায় আপনার সাইটের SEO করাতে যোগাযোগ করুন 01785829489

7 years ago (Jun 13, 2017)

About Author (164)

Mehedi khan
subscriber

স্বল্প মূল্যে সাইট, হোস্টিং, ডমেইন, Paypal একাউন্ট, মাষ্টার কার্ড, ফেসবুক পেজ প্রমোট করতে অথবা সাইটে SEO করাতে যোগাযোগ করুন 01785829489 নাম্বারে। সাইট থেকে প্রতিদিন 150-200 টাকা ইনকামের ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাল্লাহ। আমার সাইট:- https://BDHost.Host

Trickbd Official Telegram

4 responses to “সব থেকে সহজে WordPress সাইটে এসইও সেটিংস্‌ করুন”

  1. rabbi. Contributor says:

    ekta. com lagbe ke dite parba?

  2. Mahfuj Contributor says:

    nice post

  3. ★ jubaer hasan raj ★ Subscriber says:

    vai ssshot add korty galy barbar login korty hoy tobuoo ssshot add hochhy na,,, keno?

Leave a Reply

Switch To Desktop Version