Be a Trainer! Share your knowledge.
Home » Seo tricks » বাংলা আর্টিকেল এসইও ফ্রেন্ডলী করার সহজ উপায়।

বাংলা আর্টিকেল এসইও ফ্রেন্ডলী করার সহজ উপায়।

এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। সার্চ ইঞ্জিন থেকে বেশি ভিজিটর পেতে হলে দরকার এসইও ফ্রেন্ডলী আর্টিকেল। আমরা অনেকেই মনে করি শুধুমাত্র ইংরেজি সাইটের জন্যই কি ওয়ার্ড রিসার্চ করা যায়। আমি আপনার সাথে একমত। কিন্তু তাই বলে কি বাংলা কি ওয়ার্ড খুজে পাব না? আমার কাছে সহজ একটা উপায় আছে, গুগলে গিয়ে কিছু একটা লিখুন দেখবেন কিছু কিওয়াড সাজেষ্ট করছে। যেগুলা সাজেষ্ট করে সেগুলা নিয়ে কাজ করে দেখুন। আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন। আজকের আলোচনার বিষয় বাংলাতে কি করে এসইও ফ্রেন্ডলী আর্টিকেল লিখবেন তার টিপস এন্ড ট্রিকস। চলুন তাহলে জেনে নেয়া যাক।

এসইও ফ্রেন্ডলী আর্টিকেল লিখতে যে বিষয়গুলো মনে রাখতে হবে

১। কিওয়ার্ড (যে বিষয়ে ভিজিটর বেশি গুগলে সার্চ দেয়)।
২। আর্টিকেল (কমপক্ষে ৩০০ শব্দের লেখা নির্বাচন করতে হবে)।
৩। এস ই ও টাইটেল (SEO Title) হেডলাইন।(৫-৬ শব্দ)

৪। ফোকাস কি ওয়ার্ড (Focus Keyword) নির্বাচিত কিওয়ার্ড।
৫। মেটা ডিসক্রিপশন (156 worsd Meta description) লেখার সুচনা থেকে।
৬। ট্যাগস (Tags) কমপক্ষে ৩টি ট্যাগ রাখা জরুরী।
কপি পেস্ট করে ইডিট করে যেভাবে এসইও ফ্রেন্ডলী করবেন ১। কিওয়ার্ড প্রথমে রেখে হেডলাইন ইডিট করতে হবে।
২। সূচনা এবং উপসংহার ইডিট করতে হবে।

৩। লেখার বিভিন্ন জায়গায় কিওয়ার্ড বসাতে হবে।
৪। h1,h2,h3,h4,h5 ইত্যাদি html ট্যাগ যুক্ত করতে হবে।
৫। ছবিতে Alt text দিতে হবে।
৬। Seo Goods দেখে নিতে হবে।
৭। ফটোশপ দিয়ে ছবি রিসাইজ ও রিনেম করতে হবে।
৮। লেখার যে কোন জায়াগায় একটা হাইপার লিংক দিতে হবে।
৯। কপি করা লেখা Notpad এ পেষ্ট করে নিতে হবে।

কম টাকায় আপনার সাইটের SEO করাতে যোগাযোগ করুন 01785829489

7 years ago (Jun 15, 2017)

About Author (164)

Mehedi khan
subscriber

স্বল্প মূল্যে সাইট, হোস্টিং, ডমেইন, Paypal একাউন্ট, মাষ্টার কার্ড, ফেসবুক পেজ প্রমোট করতে অথবা সাইটে SEO করাতে যোগাযোগ করুন 01785829489 নাম্বারে। সাইট থেকে প্রতিদিন 150-200 টাকা ইনকামের ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাল্লাহ। আমার সাইট:- https://BDHost.Host

Trickbd Official Telegram

2 responses to “বাংলা আর্টিকেল এসইও ফ্রেন্ডলী করার সহজ উপায়।”

  1. Rihad Nur Akib Contributor says:

    TrickBD te post kore koy taka pan?

Leave a Reply

Switch To Desktop Version