হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন, আজ আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর সম্পর্কে জানব। ইন্টারনেট দুনিয়ায় আপনার যদি একটি ওয়েবসাইট থাকে তাহলে আপনি যদি এর সঠিক ভাবে পরিচালনা করতে চান তাহলে আপনাকে কিছু টুলস ব্যাবহার করতে হবে। আর এর জন্য আছে চমৎকার কিছু এসইও টুলস যা আপনার ওয়েব সাইটের জন্য খুব প্রয়োজনীয়। এটা আপনি দুই ধরনের পাবেন একটা প্রিমিয়াম এবং একটা ফ্রি। তো আজ আমরা এরকম ফ্রি ৫ টি এসইও টুলস এর সাথে পরিচয় হব।

seo-tools2 চমৎকার ৩ টি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টুলস

গুগল অ্যানালিটিক্স

হ্যাঁ বন্ধুরা প্রথমে আমরা যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টুলসটির সাথে পরিচয় হব সেটি হল গুগল অ্যানালিটিক্স, টেক জায়ান্ট গুগল এর পরিচালনা করে এবং এর মালিক। গুগল অ্যানালিটিক্স একটি ফ্রি ওয়েব বিশ্লেষণ সেবাদান কারী প্রতিষ্ঠান যেটা আপনার ওয়েব সাইটের সকল রিপোর্ট প্রদান করে। গুগল ২০০৫ সালে এই সেবা সবার জন্য চালু করে। বর্তমানে গুগল অ্যানালিটিক্স এখন ইন্টারনেটে বহুল ব্যবহৃত একটি ওয়েব বিশ্লেষণ কিংবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টুলস

গুগল ওয়েবমাস্টার টুলস

এখন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টুলসটি নিয়ে আলোচনা করব সেটি হলো গুগল ওয়েবমাস্টার টুলস এটিও একটি গুগল এর ফ্রি টুলস যেখানে আপনি আপনার ওয়েব এর সকল তথ্য পাবেন খুব নির্ভুল ভাবে অনেক চমৎকার সব ফিচার দিয়ে এটা তৈরি করা আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে

গুগল অ্যাডওয়ার্ডস কিওয়ার্ড পল্যানার

বন্ধুরা এখন যে টুলসটির সাথে আমরা পরিচিত হব সেটি হল গুগল অ্যাডওয়ার্ডস কিওয়ার্ড পল্যানার এটিও একটি গুগল এর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টুলস। এটা একটি গুগল এর পেইড এডভারটাইজিং টুলস। তাছাড়া আপনি এখানে আপনার ওয়েব সাইটের সার্চ ইঙ্গিন রাঙ্ক করানোর জন্য কি ওয়ার্ড খুজতে পারেন একদম বিনা মূলে যেখানে আপনি আপনার মূল্যবান কি ওয়ার্ড এর মন্থলি সার্চ, কম্পিটিশন, ইত্যাদি সকল কিছু দেখতে পারবেন। আশা করি আপনাদের কাজে আসবে এই টুলসটি

তো বন্ধুরা আপনাদের সামনে যে তিনটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টুলস নিয়ে আলোচনা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ,আজ আর নয় আশা করি আগামিতে আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারব সে পর্যন্ত সেকলে ভালো থাকবেন

ধন্যবাদ

স্বল্প মূল্যে সাইট, হোস্টিং, ডমেইন, Paypal একাউন্ট, অথবা সাইটে SEO করাতে যোগাযোগ করুন 01785829489

3 thoughts on "তিন Search Engine Seo টুলসের সাথে পরিচিত হয়ে নিন"

Leave a Reply