Be a Trainer! Share your knowledge.
Home » Seo tricks » খুব সহজেই আপনার ওয়াপকা সাইটকে Google এড করুন কোন ঝামেলা ছাড়াই

খুব সহজেই আপনার ওয়াপকা সাইটকে Google এড করুন কোন ঝামেলা ছাড়াই

আজ আমি শেয়ার করতে যাচ্ছি কিভাবে Google এ আপনার Wapka Site
Submit করবেন এবং তারাতাড়ি Crew
করবে Googlebot.
ট্রিকবিডিতে এ বিষয় অনেক পোস্ট দেখলাম কিন্তু শেষে একটা কাজ বাকি আছে যা কোন পোস্টেই বলা হয়নি,
আজ আমি নিজের ভাষায় যত টুকু পারি আপনাদেরকে বুজাতে চেস্টা করবো
তাহলে শুরু করা যাক।
প্রথমে
Google Webmaster Tools
এ যান,যদি আপনার
Gmail দিয়ে Login করা না থাকে তাহলে
লগইন করে নিন।
বিঃদ্রঃ Opera mini দিয়ে হবে না, তাই Chrome অথবা অন্য ভালো কোন Browser ব্যবহার করুন। এবার দেখুন ডান পাশে ADD Poperty
নামের একটা অপশন
আছে, সেখানে ক্লিক করুন।
তারপর একটা ছোট্ট খালি
বক্স পাবেন
Example: www.YourDomain.com
লেখা আছে।
সেখানে আপনার সাইটের ঠিকানা দিন,
যেমনঃ
www.Newtips24.Us
এবার Submit এ ক্লিক করুন।
কিছুক্ষন পর
দেখবেন একটা নতুন পেজ পেয়েছেন,
সেখানে
সম্ভবত এমন কিছু পাবেন Alternative
সেখানে ক্লিক করুন।
এবার দেখুন বেশ কয়েকটা অপশন
চোখে পড়ছে,
সেখানে HTML Tag এ ক্লিক করুন,
তাহলে একটা কোড পাবেন।
কোডটা দেখতে এমন

 হবে,
এবার সেই কোডটা Copy করুন।
এখন আপনার Wapka Site এ যান,
Admin Mode এ গিয়ে
Edit Site>
Global Setting>
Head Tag (meta,style)
এ Click করুন।
তারপর একটা বক্স পাবেন,
সেখানে
কপি করা কোডটা পেস্ট করে Submit করুন।
এবার আবার Google Webmaster Tools এ
যান,
নিচে লাল রং এর একটা লেখা
আছে Verify সেখানে
ক্লিক করুন।
এবার
দেখুন Congratulation একটা মেসেজ
পেয়েছেন,
এবার
Continue তে ক্লিক করবেন।
দেখুন আপনি আপনার
সাইটের Dashboard
পেয়ে গেছেন।
বাম
পাশে দেখুন Crew নামের যে অপশন
আছে সেখানে ক্লিক করুন,
এবার Sitemap এ ক্লিক
করুন।
ডান পাশে দেখতে পাবেন লাল
রং এ লেখা আছে ADD SITEMAP সেখানে
ক্লিক করুন।
একটা
বক্স পাবেন সেখানে আগে থেকেই আপনার
সাইট এর Address
আছে এবং তারপর একটা /(শ্লাস)
দেওয়া আছে,/ (শ্লাস) এর পর ফাকা
বক্সটি তে লিখুন
sitemap.xml এবার Submit করুন।
আবার Crew থেকে
Robot.txt তে ক্লিক করুন।
তারপর Submit এ ক্লিক করুন,
৩টা অপশন পাবেন সবার
নিচের অপশনে Submit এ ক্লিক
করুন।
এখানে আপনার প্রথম ধাপ শেষ,
এবার মূল ধাপ বাকি আছে।
প্রথমের মত আবার নতুন ভাবে
Google Web Master Tools এ
যান,
প্রথমের মত একই নিয়মে আপনি
যে সাইটটা
www.yourdomain.com দিয়ে Submit
করেছিলেন সেভাবেই আবার
Submit করুন।
বিঃদ্রঃ অবশ্যই
এবার (www) বাদ
দিয়ে submit করবেন,
তাহলে এইরকম হবে
yourdomain.com
তারপর আগের সাইটটা যেভাবে
কাজ করেছেন ঠিক সেই ভাবেই কাজ করুন।
সব কাজ শেষ হয়ে
গেলে এবার পরের ধাপে আসুন,
আপনার
সাইটের Dashboard এ যান তারপর একদম
উপরে ডান পাশে
দেখুন Setting এর একটা Icon আছে,
সেখানে ক্লিক করুন।
অনেক
গুলো অপশন পেয়েছেন ২য় অপশন,
মানে Site Settings এ ক্লিক করুন।
দেখতে
পাচ্ছেন আপনার সাইটের Address দেয়া আছে একটা
www.yourdomain.com
এবং yourdomain.com
সেখানে আপনি যে কোন একটা Select
করে সেভ করুন। তারপর 6-7 ঘন্টা
অপেক্ষা করুন তারপর Google এ
আপনার সাইট Search করুন দেখবেন
আপনার সাইট Show করাচ্ছে।
আশা করি বুঝতে কোন সমস্যা হয়নি…
তার পরেও যারা বুঝেন নাই তারা নিচের ভিডিওটি দেখুন
আশা করি বুজতে পারবেন

পোস্টি প্রথম প্রকাশিতঃ
NewTips24.Us সাইটে
সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য

6 years ago (Nov 16, 2017)

About Author (178)

Hridoy Mini
Expert author

শিখার কোন শেষ নেই, আর জানারও কোন বয়স নেই। তাই যা জানার আছে চুপ চাপ জেনে যান। ইউটিউব চ্যানেল: Hridoymini ফেইসবুক পেইজ: Hridoymini

Trickbd Official Telegram

28 responses to “খুব সহজেই আপনার ওয়াপকা সাইটকে Google এড করুন কোন ঝামেলা ছাড়াই”

  1. samim ahshan Author says:

    repeated… copy-paste

  2. uddhab vai Author says:

    s.s koi? e vabe post korle notun ra bujhbe na.

  3. IttehadIslamAntor Contributor says:

    good post.moderator vai,amar post publish korun plz.

  4. IttehadIslamAntor Contributor says:

    jajakallah???bujhlam na

  5. . Contributor says:

    ভালো পোস্ট। আমি আরো অনেক আগে থেকেই জানি। তবে Sshot দিলে ভালো হতো,, আর না হলেতো নতুনরা কিছুই বুঝবে না।
    ভিডিও দিছেন ভালো তবো Sshot দেয়ার দরকার ছিল। কারণ ট্রিকবিডি প্রেমীরা ফ্রিবেসিকস দিয়ে ভিজিট করে তাই video দেখতে পারবে না।

  6. ThioJoe Contributor says:

    এই সালা ভিডিওর ভিউ বাড়ানোর জন্য স্ক্রিনশট না দিয়ে ভিডিও দিছে । সবাই Report করেন।

  7. Md Liton Shakh Author says:

    অনেক আগে থেকে জানি। SS dile R o Vlo Hoto..

  8. Mahbub Subscriber says:

    Reported.. Screenshot soho ar age Sajid vai post korsilen…

Leave a Reply

Switch To Desktop Version