Be a Trainer! Share your knowledge.
Home » Ssc Exam result » এবার এসএসসি সমমানের পরীক্ষায় জিপিএ-৫ কমেছে ২ হাজার ১৪০ জন !

এবার এসএসসি সমমানের পরীক্ষায় জিপিএ-৫ কমেছে ২ হাজার ১৪০ জন !

২০১৬ সালের মাধ্যমিক (এসএসসি) ও
সমমান পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর
কাছে তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী
নুরুল ইসলাম নাহিদ। এবার জিপিএ-৫
পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।
গত বছর মোট জিপিএ ৫ পেয়েছিল ১
লাখ ১১ হাজার ৯০১ জন। এবার
জিপিএ-৫ দুই হাজার ১৪০ জন কমেছে।
এবার সারাদেশে গড় পাসের হার
৮৮.২৯ শতাংশ। গতবছরের তুলনায় পাসের
হার বেড়েছে ১.২৫ শতাংশ।
বুধবার (১১ মে) সকাল ১০টার দিকে
তিনি ফল শিক্ষা বোর্ডের
চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের
কর্মকর্তাদের নিয়ে গণভবনে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফলাফলের
সারাংশ তুলে দেন।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬
লাখ ৫১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী
অংশ নেয়। এর মধ্যে ৮ লাখ ৪২ হাজার
৯৩৩ জন ছাত্র। ৮ লাখ ৮ হাজার ৫৯০ জন
ছাত্রী।
গত বছরের তুলনায় এবারের পরীক্ষায়
বিজ্ঞানে ৫৬ হাজার ২৮৬ জন এবং
মোট পৌনে দুই লাখ পরীক্ষার্থী
বেশি অংশ নেয়। বিদেশে আটটি
কেন্দ্রে পরীক্ষা নেয়া হয়েছে। এ সব
কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৪০৪ জন।
পরীক্ষা শুরু হয় ২ ফেব্রুয়ারি। তত্ত্বীয়
বিষয় শেষ হয় ১০ মার্চ। ১৫-১৯ মার্চ
অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।
আটটি সাধারণ বোর্ডের অধীনে
এসএসসি, মাদ্রাসা বোর্ড দাখিল এবং
কারিগরি শিক্ষা বোর্ডের ফল
www.educationboardresults.gov.bd
ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া
যেকোনো মোবাইল থেকে এস করেও
ফল পাওয়া যাবে।
এসএসসির ফল পেতে SSC লিখে স্পেস
দিয়ে বের্ডের প্রথম তিন অক্ষর লিখে
স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস
দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে
পাঠাতে হবে। ফিরতি এসে ফল
পাওয়া যাবে। (উদাহরণ: SSS DHA 123456
2015)
আর মাদ্রাসা বোর্ডের জন্য DAKHIL
স্পেস MAD স্পেস 2015 লিখে ১৬২২২ ও
কারিগরি বোর্ডের জন্য SSC স্পেস TEC
স্পেস ২০১৫ লিখে ১৬২২২ পাঠালে ফল
জানা যাবে।

সৌজন্যঃ TrickMax.com

8 years ago (May 11, 2016)

About Author (288)

Kazi Abdul Wakil
contributor

I love to share my knowledge of all things.

Trickbd Official Telegram

One response to “এবার এসএসসি সমমানের পরীক্ষায় জিপিএ-৫ কমেছে ২ হাজার ১৪০ জন !”

Leave a Reply

Switch To Desktop Version