আসসালামু আলাইকুম। নিশ্চয় ভালো আছেন? আর আমিতো সবসময়ই ভালোর দলে।

সিম্বিয়ান মোবাইল (NOKIA N73) কিভাবে হ্যাক করতে হয় সেটি নিয়ে আলোচনা করবো !

তার আগে জেনে নিন আপনার মোবাইল HACK কেন করবেন ?

মোবাইল কম্পানি খুব চালাক !

তারা মোবাইল গুলোতে এমন একটি সিকুউরিটি দিয়ে রেখেছে, যাতে করে তাদের অনুমোদিত সফটওয়্যার ছাড়া অন্য কোন সফটওয়্যার install না হয়।
এই জন্য দেখবেন অনেক সফটওয়্যার ইনস্টল দিতে গেলে Cirtificete Error or Expire দেখায়। আপনার মোবাইল হ্যাক করে এই সিকুউরিটিকে ভেঙ্গে দিন এবং যেকোন Unsign সফটওয়্যার ইনস্টল দিন ঝামেলা ছাড়াই !

এর জন্য প্রথমে আপনার মোবাইল ফরমাট দিন। ফরমাট দিতে গেলে *#7370# দিয়ে ok করে আপনার মোবাইলের Password দিন। তাহলেই সেট ফরমাট হয়ে যাবে।

যদি Password জানা না থাকে তাহলে সেট বন্ধ করে এক সাথে 3, * ও green call key চেপে ধরে সেট চালু করুন। সেট চালু না হওয়া পর্যন্ত ওই তিনটা key ধরে থাকতে হবে।

প্রথমেই নিচ থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে ইনস্টল দিন

Secman For N73

ইনস্টল দিলে যদি expired certifiacate আসে তাহলে মোবাইলের ডেট ২০০৮ অথবা ২০০৭ চেঞ্জ করে ইনস্টল দিবেন

ইনস্টল দিতে গেলে অনেক গুলো অপশন পাবেন এবং এন৭৩ যারা ব্যাবহার করেন নিচের মত ইনস্টল দিবেন।

তারপর ইন্সটল দেওয়া সফটওয়্যার টি ওপেন করলে নিচের মত দেখতে পাবেন।

এইরকম আসলে ok প্রেস করবেন।

আবার নিচের আরেক টা অপশন আসবে।

এইটা আসলে ও ওকে প্রেস করে দিবেন।

তারপর দেখবেন আপনার মোবাইল টা automatic অফ হয়ে অন হবে।

ব্যাস,হয়ে গেল আপনার N73 মোবাইলটি হ্যাক!

Thnx & Stay With Us.! ☺

ফেইসবুকে আমি

Leave a Reply