আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই ?আশা করি ভালো আছেন।

এই সমস্যায় যিনি একবার পড়েছেন, তিনি-ই এর মর্ম বুঝবেন। এই সমস্যা হলে মেমোরি কার্ড ফেলে দেয়া ছাড়া উপায় থাকে না। আসুন আজ আমরা উপায় নিয়ে আলোচনা করি। আমরা আজ মাত্র ৩ টি সচিত্র ধাপে হারিয়ে যাওয়া পাসওয়ার্ড বের করব!

১| আপনার মোবাইলে X-Plore ইনস্টল করে নিন।

X-plore v1.60 S60v3-S60v5-S^3-Anna-Belle Signed.sisx

২| ইনস্টলড হবার পর X-Plore খুলুন। খুলে 0 (Zero) চাপুন। নিচের স্ক্রিনশটের মত পেজ আসবে। সেখানে Sow Hidden Files এবং Show The System Files নামের অপশন দুটিতে ক্লিক করে মার্ক করে নিন। মার্ক হলে পাশে লাল টিক চিহ্ন থাকবে।

৩| তারপর নিম্নের নির্দেশনা অনুসরন করুনঃ

C: / Sys/ Data/ Mmcstore

৪| mmcstore এর উপর কার্সর নিয়ে Hex Viewer চালু করে ফাইলটি দেখার জন্য 3 চাপুন।

৫| এবার একটি পৃষ্ঠা আসবে। সেখানে ৩ নং কলামটি দেখুন। (c??”?x??? 1?2?1?2?1) ধরনের কিছু দেখতে পারবেন। C এর পরে ‘?’ চিহ্নের মাঝের অক্ষরগুলোই আপনার হারিয়ে যাওয়া পাসওয়ার্ড! ! ! অর্থাৎ, এক্ষেত্রে আমার পাসওয়ার্ডঃ 12121 !

বিঃ দ্রঃ আপনার মেমোরি কার্ডে পাসওয়ার্ড দেয়া না থাকলে আপনি C: /Sys/Data/Mmcstore -খুঁজে পাবেন না।

এটা সকল নকিয়া সিম্বিয়ান ফোনে কাজ করবে।
ট্রিকবিডির সাথেই থাকুন। ধন্যবাদ। ☺

ফেইসবুকে আমি

4 thoughts on "সিম্বিয়ান মোবাইল দিয়ে মেমোরিকার্ডের হারিয়ে যাওয়া পাসওয়ার্ড রিকভার করুন একদম সহজ উপায়ে । বিশেষ কোনো সফটয়্যার ছাড়াই ।।"

  1. স্যার মেমরি টি, কিভাবে পাসওয়ার্ড দিব এইটা তো, বলেন নাই

    আমি Symbine নতুন ইউচ করছি তো -তাই

  2. Smbulbul Author Post Creator says:
    টুলস থেকে মেমোরিকার্ডের অপশনে গেলে পাসওয়ার্ড দেওয়ার অপশনটা খুজে পাবে। ☺
  3. Alamin Hossain Arnav Author says:
    vai,,,nokia te password protect deyar por ,jei pass diye lock korci,,oi pass diyle incorrect bolce…xplore diye o deklam pass jeita dici,,oi tai….help korun please
  4. Smbulbul Author Post Creator says:
    ভাই,আপনি আরেকটু চেষ্টা করুন। ঠিকঠাক পাসওয়ার্ড দিয়ে দেখুন। আর পারলে এক্সপ্লোর দিয়ে দেখার সময় যে পাসওয়ার্ড দেখায় ঐটার স্ক্রিনশট আমাকে ফেসবুকে পাঠান।

Leave a Reply