মাত্র এক হাজার টাকায় স্মার্টফোন!

 

মাত্র এক হাজার টাকায় পাওয়া যাবে স্মার্টফোন। শুনতে অবিশ্বাস্য হলেও কানাডা ও ভারতের দুটি মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান সম্প্রতি এ রকমই ঘোষণা দিয়েছে। কানাডার ডাটাউইন্ড এবং ভারতের রিলায়েন্স কমিউনিকেশন একসঙ্গে কাজ করে মাত্র ১৫ ডলারে স্মার্টফোন বিক্রি করবে। বাংলাদেশি টাকায় যার দাম হবে ১১৮৩ টাকা। খবর ইকোনমিক টাইমস।

তবে স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের হবে না এবং এটি হবে ২জি ফোন। চলতি বছরের ২৮ ডিসেম্বর ফোনটি বাজারে ছাড়া হবে। শুধুমাত্র ভারতেই এই ফোন বিক্রি করা হবে।

বর্তমানে বাজারে সবচেয়ে কমদামি স্মার্টফোনের দাম ৩০ ডলার। আর এরও অর্ধেক দামে বাজারে স্মার্টফোন আনার চিন্তা করছে ডাটাউইন্ড ও রিলায়েন্স। ডাটাউইন্ডের প্রধান নির্বাহী সুনিত সিং তুলু ইকোনমিক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রসেসর ও মেমোরি কার্ডের দাম কমে যাওয়ায় এখন খুব কম খরচেই মোবাইল তৈরি করা সম্ভব। খুব শিগগিরই তারা চীনা কোন কোম্পানির সঙ্গে চুক্তি করবেন বলেও জানান তিনি।

3 thoughts on "মাত্র এক হাজার টাকায় স্মার্টফোন!"

  1. Ahmad Masum Contributor says:
    বাংলাদেশ এ আসবে না তো জেনে লাভ কি
  2. Shadhin Author Post Creator says:
    jene rakha valo, kaje lagte pare

Leave a Reply