এই হ্যাকারস-যুগে ক্রেডিট কার্ড জালিয়াতি নতুন কিছু নয়। একদিন দেখলেন হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকা গায়েব। খপ্পরে যারা একবার পড়েছেন, হাড়ে হাড়ে টেরটি পেয়েছেন। দুনিয়ার সর্বত্র ক্রেডিট কার্ড জালিয়াতির একটা চক্র সক্রিয়। আপনার ক্রেডিট কার্ডটিকে কিভাবে সুরক্ষিত রাখতে পারেন, জেনে নিন তারই কিছু উপায়। কার্ডটি ব্লক করুন : সন্দেহজনক কিছু ঠেকলে, সাথে সাথে কাস্টমার কেয়ারে ফোন করুন। ক্রেডটি কার্ডটি ব্লক করাই হবে আপনার প্রথম কাজ। চলে যান ব্যাংকে : লেনদেন সংক্রান্ত অস্বাভাবিক কিছু নজরে এলে, দেরি না-করে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন। লেনদেন সংক্রান্ত প্রাসঙ্গিক সব নথি সঙ্গে নিয়ে যান। অভিযোগ দায়ের : স্থানীয় থানা বা পুলিশের সাইবার সেলে যোগাযোগ করে, অভিযোগ দায়ের করুন। নতুন কার্ডের আবেদন : নতুন করে কার্ডের জন্য আবেদন করুন। পাসওয়ার্ড থেকে শুরু করে খুঁটিনাটি তথ্য গোপন রাখুন। ফোনে গুরুত্বপূর্ণ তথ্য নয় : প্রতারকরা ব্যাংকের নাম করে আপনাকে ফোন করতেই পারে। এমন করেও থাকে। কিন্তু, সেই ব্যক্তিটিকে না বাজিয়ে, গড়গড় করে ব্যক্তিগত তথ্য জানিয়ে দেবেন না। এতে আপনিই বিপদে পড়বেন। ব্যাংক ডিটেলস চাইলে, বলুন মেইল করতে। চেষ্টা করুন, মুখে নয়, মেইলেই জবাব দেয়ার। ফোন করে যাচাই করে নিন : ব্যাংকের নাম করে এমন ফোন এলে, পালটা আপনিও ফোন করুন ব্যাংকে। আদৌ ফোনটি ব্যাংকেরই কেউ করেছিল কি না, তা যাচাই করে নিশ্চিন্ত হোন। অনলাইন ব্যাংকিং : ক্রেডিট কার্ড থাকলেও অনেকেই অনলাইন ব্যাংকিং বা লেনদেন আগ্রহী নন। কিন্তু, সুরক্ষার কথা ভাবলে, অনলাইন ব্যাংকিং বা অনলাইনে লেনদেন অনেকটাই নিরাপদ।

3 thoughts on "ক্রেডিট কার্ড সুরক্ষিত রাখার ৭টি উপায়"

  1. TopicBD Contributor says:
    ভাই আমার বয়স মাত্র ১৫ আমার ভোটের বয়স হয় নাই তবে আমি চাই আমার একটি ক্রেডিট কার্ড+ব্যাংক একাউন্ট থাকতে সেক্ষেত্রে আমি কি করতে পারি প্লিজ এই বিষয়টি নিয়ে একটি চুরান্ত টিউন লিখবেন ভাই-??
  2. Sheikh Rasel Author Post Creator says:
    অপেক্ষা করুন দিব…..
    1. আর কত অপেক্ষা করবো। এবার তো ছুটি দিন।

Leave a Reply