এই তালা খুলতে চাবি লাগবে না! তাহলে তালা খুলবে কিভাবে?

চাবি ছাড়া স্মার্টফোনের আ্যাপের সাহায্যে খোলা যাবে এই তালা৷ আ্যাপ ছাড়াও ‘কুইকলক’ নামক এই ইলেকট্রনিক ব্লুটুথ তালাটি খুলবে কার্ডফোবের সঞ্চালনেও৷

কার্ডফোব মেট্রোরেলে ব্যবহৃত স্মার্টকার্ডের আকৃতির একটি ছোট কার্ড৷

‘কুইকলক’ বিশ্বের প্রথম ‘নিয়ার ফিল্ড কমিউনিকেশন’ (এনএফসি) যা সাধারণ তালার ভূমিকা পালনের সাথে সাথেই ফোনের যাবতীয় তথ্যাদির ওপর নজরও রাখবে৷ যদিও সাধারণ তালার মতোই এটি সহজেই পরিবহনযোগ্য৷

তালাটি ব্যবহারের জন্য স্মার্টফোনে একটি নির্দিষ্ট আ্যাপ ডাউনলোড করতে হবে৷ তা ডাউনলোড করা হলে ফোনের স্ক্রিনে ভেসে উঠবে একটি সংখ্যাসূচক কোড৷ সেই কোডটি ফোনে প্রবেশ করালেই ‘কুইকলক’ চিনতে পারবে উক্ত ব্যবহারকারীর ফোন৷ এইভাবে তালাটি খোলা যাবে৷

‘কুইকলক’ তালাটির ভিতর থাকবে একটি রিচার্জযোগ্য লিথিয়াম ব্যাটারি, যা কমপক্ষে দুই বছর পরিষেবা দেবে৷ সেটি মাইক্রো ইউএসবি কেবল দিয়েও চার্জ দেয়া যাবে৷ অনেক সংখ্যক তালার জন্যও একটি ফোনই ব্যবহার করা যাবে৷

‘কুইকলক’-এর দাম ৭৯ ডলার৷ অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় প্রায় ছয় হাজার দুই শ’ টাকা৷ খুব তাড়াতাড়িই বাজারে আসতে চলেছে আধুনিক প্রযুক্তিবিদ্যার এই নতুন সংযোজনটি৷

2 thoughts on "তালা খুলবে স্মার্টফোন!"

  1. Sheikh Rasel Author Post Creator says:
    tnx bro

Leave a Reply