স্যামসাং গত পরশু আসন্ন অ্যান্ড্রয়েড এম এর বৈশিষ্ট্য তুলে ধরে একটি ইনফোগ্রাফিক প্রকাশ করেছে। ইতোমধ্যে মাশম্যালো নামে আসছে অ্যান্ড্রয়েড এম এমনটাই অনুমান অনেকের। আশা করা হচ্ছে আগামী সপ্তাহেই আমরা এর অফিশিয়াল নামটি জানতে পারবো।

অ্যান্ড্রয়েড এর নাম নিয়ে এমন উত্তেজনা সব সময়ই তৈরি হয়ে আসছে। মনে আছে অ্যান্ড্রয়েড কে’র বেলায় কি হয়েছিল? অনেক জল্পনা-কল্পনা ও গবেষণা শেষে ধারণা করা হয়েছিল এর নাম হতে যাচ্ছে অ্যান্ড্রয়েড ‘কি লাইম পাই’? আর সবাইকে বিভ্রান্ত করে বাস্তবে কি না নামটি হলো অ্যান্ড্রয়েড কিটক্যাট! মোবাইল ইন্ডাস্ট্রিতে যেখানে মূহুর্তেই সব খবর ফাঁস হয়ে যায় সেখানে নেসলে আর হার্সে’র সাথে তাদের চকলেটের নাম ব্যবহার করার অনুমতি নেওয়ার প্রক্রিয়াটি এতো নীবরে গুগল কি করে সারতে পারলো সেটাই হলো সকলের বিষ্ময়।
যাহোক, স্যামসাং তার ইনফোগ্রাফিকে অ্যন্ড্রয়েড এম এর ৫টি ফিচার বা বৈশিষ্ট্য তুলে ধরেছে। আর সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে – অ্যাপ পারমিশন, ট্র্যাক মেমরী, কুইক ফিঙ্গারপ্রিন্ট অ্যাকসেস, অটো ব্যাকআপ ও পাওয়ার সেভিং।

Leave a Reply