পিসি ডেস্ক: বর্তমান তথ্যপ্রযুক্তির
যুগে মেমরি কার্ড একটি
গুরুত্বপূর্ণ উপাদান। এটার মধ্যে
আপনি রাখতেপারেন গুরুত্বপূর্ণ সব
ডাটা। এছাড়াও জীবনেরসৃত্মি
চিহ্নিত কিছু ছবি আমরা
আমদেরমোবাইলের মেমরি
কার্ডের মধ্যেই রাখি। তথ্যআদান
প্রদান করার সময় ফোনের
মেমোরি কার্ডহঠাৎ.খুলে
নেওয়া হলে বা কোনো ভাবে
সংযোগবিছিন্ন হলে সেটি
ক্ষতিগ্রস্ত হয়ে অকেজোহয়ে যায়।
ফলে আপনি পরেন মহাবিপাকে।
অবশেষেআপনার প্রয়োজনীয় কিছু
ডকুমেন্ট হারিয়ে আপনিহতাশায়
ভোগেন।নানান ভাবে এমন
অকেজো মেমোরি কার্ড সচল
করাগেলেও সম্পূর্ণভাবে
ক্ষতিগ্রস্ত অথবাবাহ্যিকভাবে
নষ্ট মেমরি কার্ডকে ঠিক
করাকঠিন। তারপও আধুনিক
কম্পউটারের যুগে সবইসম্ভব। এবার
আপনাদের জানাবো কিভাবে
নষ্টমেররি কার্ড ঠিক করবেন।
ডেটা রিকভারি সফটওয়্যার
ব্যবহার করতে হবে :মেমোরি
কার্ডের তথ্য দেখা যাচ্ছে, কিন্তু
সেটিব্যবহার করা যাচ্ছে না। এ
ক্ষেত্রে ডেটাউপস্থিত থাকে
কিন্তু কম্পিউটার বা অন্য
যন্ত্রসেটিকে পড়তে (রিড) পারে
না। এক্ষেত্রে সবাইভাবে যে

মেমোরি কার্ডটি বোধহয় নষ্ট
হয়েগেছে। কিন্তু না, এমন অবস্থা
থেকেরিকভারিসফটওয়্যার
মেমোরি কার্ডটাকে ফিরিয়ে
আনতেপারে।আর এ জন্য যা করতে
হবে আপনাকে :প্রথমে কার্ড
রিডারে মেমোরি কার্ড
ঢুকিয়েনিয়ে কম্পিউটারে
সংযোগ দিন। খেয়াল
রাখুন,মেমোরি কার্ড ফাইল
এক্সপ্লোরারে বা হার্ডড্রাইভের
অন্যান্য ডিস্কের মতো দেখালে
এটিতেপ্রবেশ করা যাবে না,
কিন্তু ফাইল সিস্টেম ঠিকআছে।
এবার য়াপনার উইন্ডোজ এর স্টার্ট
মেন্যুতেগিয়ে cmd লিখুন। এতে
আপনার স্টার্ট মেন্যুরউপর দিকে
কমান্ড প্রম্পট(cmd) দেখা যাবে।
এখন এর ওপর ডান বোতাম চেপে
Runasadministratorনির্বাচন করে:
সেটি খুলুন।কমান্ডপ্রম্পট চালু হলে
এখানেchkdskmr লিখে enterক্লিক
করুন। এখানে m হচ্ছে মেমোরি
কার্ডেরড্রাইভ ।কম্পিউটারে
কার্ডের ড্রাইভ লেটার যেটি
দেখাবে সেটি এখানে লিখে
চেক ডিস্কেরকাজটি সম্পন্ন হতে
দিন।এখানেconvertlostchainsto
filesবার্তা এলে yচাপুন। এ ক্ষেত্রে
ফাইল কাঠামো ঠিক
থাকলেকার্ডের তথ্য আবার
ব্যবহার করা যাবে।
মেমোরিকার্ড যদিinvalid
filesystemদেখায় তাহলেসেটির
ড্রাইভের ডান ক্লিক করেFormat-
এক্লিক করুন।File
systemথেকেFATনির্বাচন করেQuick
format-এর টিক চিহ্ন তুলে
দিয়েFormat-এ ক্লিক করুন। ফরম্যাট
সম্পন্ন হলেমেমোরি কার্ডের তথ্য
হারালেও কার্ড নষ্ট হবেনা।

মোবাইল ডেক্সঃ
আমাদের অনেকের ই মেমোরি
কার্ড নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমরা
মেমোরি গুলো ঠিক না করে
বাইরে ফেলে দিচ্ছি কখনও হয়ত
ঠিক করার চেষ্টা ও করি নি। তাই
আমি আজ আপনাদের একটা
সফটওয়্যার নিয়ে এসেছি যেটি
ব্যবহার করে নষ্ট মেমোরি কার্ড
ঠিক করতে পারবেন।
প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড
করে নিন।
ডাওনলড করতে ক্লিক করুন : [Click Here to Dawnload File Now]
এবার সেটআপ দিন। তারপর আপনার
নষ্ট মেমোরি ঢুকান এবার সফটওয়্যার:
টি OPEN করুন তারপর আপনার
মেমোরি সিলেক্ট করুন তারপর NTFS
সিলেক্ট করুন Quick Format সিলেক্ট
করুন THEN Start বাটনে ক্লিক করুন। কিছু
সময় অপেক্ষা করুন।ব্যাস কাজ শেষ।
অ্যাপটির সাইজ মাত্র ২ MB। আশা
করি কোন সমস্যা হবে না, তবে
সমস্যা হলে জানাবেন সমাধান
করার চেষ্টা করবো।

আরো জানুন ভিজিট করে

8 thoughts on "মেমরি কার্ড নষ্ট ঠিক করার উপায়! পিসি এবং মোবাইল উভয় টিপস"

  1. SM MoniR Contributor says:
    রানা ভাই প্লিজ আমার টিউনগুলো একবার দেখুন। এতদিন সবাইকে তো টিউনারশিপ দিলেন আমাকে একবার দিয়ে দেখুন ভাই জান প্রান দিয়ে ভালো কিছু করবো ভাই।
  2. rupok12 Contributor says:
    ভাল
  3. ripon Contributor says:
    vhiya amar 16gb memory ta onnek din thke chaili bole 8gb hoigese…..kaner somoy 16gb chilo.ekgon 8gb
    1. ripon Contributor says:
      so ki korbo
  4. My_idiea Contributor says:
    bro…but all delete korar somoy ask kore lock kora gulo delete korben ki na.
  5. Ebrahim068568 Contributor says:
    vai play store link ace ki?? thakle den. for mobile
  6. NaZmuL HaQuE Contributor says:
    download link is not working… plz fi it… mobile app

Leave a Reply