এইচটিসি, বিএমডাব্লিউ, এলজিসহ আরও
অনেক নামি ব্র্যান্ডের সাথে আমরা
পরিচিত। এগুলো আসলে কোম্পানি বা
সংস্থার নামের আদ্যক্ষর। এই
সংস্থাগুলোর পুরো নাম জানেন কি?
না জানলে, জেনে নিন।
.
.

বিএমডাব্লিউ (BMW)
জার্মান নাম ‘বায়েরেশে মোতুগান
ওয়ার্ক’ আর ইংরেজীতে ‘বাভারিয়ান
মোটর ওয়ার্কস’ (Bavarian Motor Works)।

.
.

এইচটিসি (HTC)
এইচটিসি একটি তাইওয়ানিজ
কোম্পানী। এর পুরো নাম হাই টেক
কম্পিউটার (Hight Tech Computer)।

.
.

এলজি (LG)
এলজি কর্পোরেশন দক্ষিণ কোরিয়ার
বহুজাতিক প্রতিষ্ঠান। এটি দক্ষিণ
কোরিয়ার চতুর্থ বৃহত্তম কর্পোরেশন।
স্যামসাং গ্রুপ, হুন্দাই মোটরস গ্রুপ, এসকে
গ্রুপ এর পর এর অবস্থান। পুরো নাম লাকি
গোল্ডস্টার।

.
.

নাসা (NASA)
ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস
এডমিনিস্ট্রেশন।

.
.

সিএনএন (CNN)
পুরো নাম কেবল নিউজ নেটওয়ার্ক
(Cable News Network)।

.
.

ইন্টেল (Intel)
একটি আমেরিকান বৈশ্বিক প্রযুক্তি
কোম্পানি এবং আয়ের উপর নির্ভর করে
এটি বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর চিপ
প্রস্তুতকারক প্রতিষ্ঠান। ইন্টেল নামটি
ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্সের
(Integrated Electronics) সংমিশ্রণ। তাছাড়া
ইন্টেল ‘intelligence’ এর শর্ট ফর্ম।

.
.

এমআরএফ টায়ার (MRF Tyres)
এই রাবার পণ্য প্রস্তুতকারী
প্রতিষ্ঠানটির সদর দফতর চেন্নাইয়ে। যা
মাদ্রাজ নামে পরিচিত। এর জন্যই এর
পুরো নাম ‘মাদ্রাজ রাবার ফ্যাক্টরি’।

ধন্যবাদ

〘♚♔ ফেসবুকে আমি♚♔〙

তথ্য প্রযুক্তি সেবায় আপনাদের পাশে

9 thoughts on "জেনে নিন ! বিএমডাব্লিউ, এইচটিসি, নাসা, এদের পুরো নাম…."

  1. souravbasu Contributor says:
    রানা ভাই, ৭টি পোষ্ট করলাম
    একটু দেখবেন প্লিজ। ভাল
    লাগলে পাবলিশ করবেন।
  2. Just Suzon Author says:
    রানা ভাই প্লিজ আমার পোষ্ট গুলা পাবলিশ করেন
  3. Tajik Ahsan Author Post Creator says:
    tnx to all
  4. 404 Contributor says:
    nice ?✔
  5. Abu Sayed Contributor says:
    আমি ফেজবুকে নাম চেন্জ করতে পারছি না। কী করব?

Leave a Reply