ভয়েস কল ও টেক্সট
মেসেজিংয়ের অভ্যাস আমূল
বদলে দিয়েছে হোয়াটসঅ্যাপ৷
বিশ্বের জনপ্রিয়তম এই
মেসেজিং অ্যাপ এখন
ইন্টারনেটের খরচ ছাড়াই ব্যবহার
করা যাবে৷ মার্কিন মোবাইল
ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর
ফ্রিডম পপ সম্প্রতি এমনই ঘোষণা
দিয়েছে।
ফ্রিডম পপ-এর নতুন অফার অনুযায়ী
তাদের সিম কার্ড ব্যবহার করলে
বিশ্বের ৩০টি দেশে
ইন্টারনেটের খরচ ছাড়াই
হোয়াটসঅ্যাপ ব্যবহার করা
যাবে৷ এমনিতে হোয়াটসঅ্যাপ
ব্যবহার করতে কোনও বাড়তি
টাকা লাগে না৷ কিন্তু
ইন্টারনেটের ডেটা প্যাক খরচ হয়৷

.
.

নতুন অফারে সেটুকুও হবে না৷
এমনকী উক্ত ৩০টি দেশের মধ্যে
রোমিংয়ে থাকলেও
হোয়াটসঅ্যাপে মেসেজ করতে
কোনও খরচ হবে না বলে দাবি
করেছে সংস্থাটি৷
একটি ব্লগ পোস্টে ফ্রিডম পপ
জানিয়েছে, ২০১৬ সালে
দাঁড়িয়ে ভয়েস কল ও টেক্সট
মেসেজের জন্য পয়সা খরচ করার
কোনও যুক্তি নেই৷ সংস্থাটি
চায়, মার্কিন মুলুকে আরও বেশি
সংখ্যক মানুষ তাদের
নেটওয়ার্কের আওতায় আসুক৷

.
.

জানা গেছে, আমেরিকা,
জার্মানি, ফ্রান্স, ব্রিটেন,
পর্তুগাল, ইতালির মতো দেশে
হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য
ফ্রিডম পপ ডেটার খরচ দাবি
করবে না৷ শুধু তাই নয়, নির্দিষ্ট
কয়েকটি দেশে ফ্রি
হোয়াটসঅ্যাপের সঙ্গে ১০০
মিনিট ফ্রি কল, ৫০০টি এসএমএস ও
২০০ এমবি বাড়তি ডেটাও
দিচ্ছে সংস্থাটি৷ গতবছর থেকে
লস অ্যাঞ্জেলসের এই সংস্থাটি
আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবসা শুরু
করেছে৷


ধন্যবাদ

〘♚♔ ফেসবুকে আমি♚♔〙

তথ্য প্রযুক্তি সেবায় আপনাদের পাশে

7 thoughts on "৩০টি দেশে ইন্টারনেট খরচ ছাড়াই আনলিমিটেড হোয়াটসঅ্যাপ!"

  1. Minhaz Midul Contributor says:
    Amader kono lav achee?
  2. suzon miha Contributor says:
    গাদার মত পুস্ট করে
    এতে আমাদের কি উপকারে আসল
    পালতু পুস্ট করা ছারা তদের কুন কাম নাই
  3. rrana5491 Contributor says:
    ভাইয়েরা যারা root করতে জানেন তাদের ফোন নাম্বার টা দেন।আমি রুট করতে পারছি না। symphony e10 version 4.4.2
  4. atiknayan Contributor says:
    Free net আ‌ছে‌নি জি‌পি‌তে, কেও জা‌নেন
    1. Masum Billah Author says:
      কই????
  5. Rakibul Islam Shakib Author says:
    আমাদের লাভ কি???
  6. rrana5491 Contributor says:
    please..rana vai amake tuner
    banan..Ami valo post korte parbo..

Leave a Reply