এক সেন্টিমিটারেরও কম পুরু সুইফট সিরিজের ল্যাপটপ বাজারে আনছে এসার। তাইওয়ানের এই প্রতিষ্ঠানটির দাবি, সুইফট ৭ সিরিজের এই ল্যাপটপ হবে বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ।

এটি ১ সেন্টিমিটারেরও কম পুরু হবে। ৯ দশমিক ৯৮ মিলিমিটার পুরু এই ল্যাপটপ বর্তমানে বাজারে থাকা সবচেয়ে পাতলা ল্যাপটপগুলোর মধ্যে অ্যাপলের ম্যাকবুক (১৩ মিলিমিটার), এইচপি স্পেক্টর ১৩ (১০ দশমিক ৪ মিলিমিটার) ও আসুস জেনবুক ৩ (১১ দশমিক ৯ মিলিমিটার) কে পেছনে ফেলবে। আগামী বছর বাজারে আসবে এক দশমিক এক কেজি ওজনের ল্যাপটপটি। ১৩ দশমিক ৩ ইঞ্চি মাপের ফুল এইচডি ডিসপ্লে, সপ্তম প্রজন্মের ইনটেল কোর আই ৫ প্রসেসর, ৮ জিবি র‍্যাম, ২৫৬ জিবি এসএসডির ল্যাপটপটির দাম হতে পারে ৯৯৯ মার্কিন ডলার।

Photo

সম্প্রতি জার্মানির বার্লিনে এক অনুষ্ঠানে বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ সিরিজের পাশাপাশি বাঁকানো ডিসপ্লেযুক্ত গেমিং ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে এসার। প্রিডেটর ২১ এক্স নামের গেমিং ল্যাপটপ সিরিজে সপ্তম প্রজন্মের ইনটেল কোর প্রসেসর, দুটি এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১০৮০ গ্রাফিকস কার্ড ব্যবহৃত হয়েছে। ২১ ইঞ্চি বাঁকানো আইপিবসে ডিসপ্লের ল্যাপটপটি আগামী বছর বাজারে আসবে।

My Blogsite

4 thoughts on "সবচেয়ে পাতলা ল্যাপটপ এসারের"

    1. Prince Edward Contributor Post Creator says:
      TnQ?
  1. অচেনা পাখি Contributor says:
    Trickbd er notification Teke reply e click hoy na kere?
    1. Prince Edward Contributor Post Creator says:
      Koi??

Leave a Reply