• যারা এন্ডোয়েড মোবাইল দিয়ে ইউটিউবে একদম নতুন কাজ শুরু করছেন বা করবেন কিন্তু বুঝতে পারছেন না কি কি সফটওয়্যার ব্যবহার করবেন তারা একটু এদিকে অাসুন..
  • Picture Edit, Thumbnail Create করার জন্য নিচের তিনটি এপপ সবথেকে ভালো।
    i) Picsay Pro
    ii) PicsArt
    iii) PixelLab

  • Video Edit এর জন্য সবথেকে ভালো দুটো এপ হলো-

    i)Kinemaster Pro Moded
    (কাইনমাস্টার মোড করা টা ডাউনলোড করলে বেশি ভালো।কারন অামরা যদি Pro টা ডাউনলোড করি সেখানে Video Layer পাবো কিন্তু সেটা সব মোবাইলে সাপোর্ট করবে না।অার মোড করাটা ডাউনলোড করলে রুট,অানরুট সব মোবাইলে Video Layer সাপোর্ট করবে..

    ii) Videoshow Pro
    (অনেকে বলবেন যে Viva video editor টা Videoshow Pro থেখে অনেক ভালো।কিন্তু অামি যে কারনে Viva এপপটির নাম বলি নাই সেটা হলো, Viva বা অন্য কোনো Editor দিয়ে একদম Low সাইজ বা Low রেজোল্যুশন এর ভিডিও Edit করা যায় না। অার Videoshow Pro দিয়া সব Edit করা যায়।তাই এখানে Viva না লিখে Videoshow Pro লিখছি…


  • যে ব্রাউজার দিয়ে কাজ করলে ভালো হবে সেটা হলো-

    i) Google Chrome Browser

    (এটা দিয়েই সব কিছু করতে পারবেন। এটা ব্যবহার করলে অাপনার Adsense এর জন্য অালাদা কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হবে না। এটা দিয়েই সবকিছু করতে পারবেন।এটা ব্যবহার করলে Youtube Apk এরও দরকার হবে না। )

  • অাপনি যদি স্কিন রেকর্ড ভিডিও করতে চান তাহলে যে সফটওয়্যার দরকার সেটা হলো-

    i) Mobizen SCREEN RECORDER
    (এটা সবথেকে ভালো।তবে এটাতে অাপনি ভিডিও রের্কোড করার সময় কোনো কিছু কালার ব্যবহার করে মার্ক করতে পারবেন না. .)

    ii)DU SCREEN RECORDER
    (Az না বলে অামি Du বললাম এ কারনে যে AZ টা সব মোবাইলে সাপোর্ট করে না। অার DU সব মোবাইলে সাপোর্ট করে & এটাতে কালার ব্যবহার করে মার্ক করতে পারবেন )


  • এই দুটো সফটওয়্যার ই 4.2.2 JELLY BEAN ভার্সনে সাপোর্ট করবে না। তার উপরের ভার্সনে সাপোর্ট করবে। তবে অাপনি যদি অাপনার 4.2.2 JELLY BEAN ভার্ষনে স্কিন রের্কোড করতে চান তাহলে নিচের নিয়ম অনুসরন করুন।

    i) প্রথমে PLAY STORE এ যান। সেখানে RECORDABLE লিখে সার্চ দেন।তখন একটা সফটওয়্যার পাবেন।সেটা ডাউনলোড করুন।তবে এটা অবশ্যই PLAY STORE থেখে ডাউনলোড করবেন।তা নাহলে কাজ করবে না।

    ii)সফটওয়্যার ইনস্টল করে নিন কিন্তু সফটওয়্যার টি OPEN করবেন না।

    iii)তারপরে অাপনার মোবাইলে ৫-১০ এমবি রেখ ডাটা চালু করুন & সফটওয়্যার টা অপেন করুন।

    iv) কিছুক্ষণ অপেক্ষা করুন দেখবেন একটা সফটওয়্যার ডাউনলোড হয়ে ইনস্টল হবে।সেটা ইনস্টল করে নিন।

    v) তারপরে বের হয়ে অাসুন। এখন দেখতে পারবেন যে একই রকম সফটওয়্যার দুটো অাছে। একটার নাম RECORDABLE & অন্যটার নাম RECORDABLE ACTIVATOR

    vi) এখন অাপনি RECORDABLE টা অপেন করুন & তারপরে একটু লোডিং নিবে তারপর অাপনি নিজের মতো সিটিং করতে পারবেন & রেকোর্ড করতে পারবেন।


  • অাপনি যদি অন্য কারো ভিডিওতে তারা কি #ট্যাগ ব্যবহার করেছে সেটা দেখতে চান তাহলে যা করবেন-

    i) এটা দেখার জন্য অনেকে অনেক প্রকার সফটওয়্যার এর নাম বলবে। কিন্তু অামি কোনো সফটওয়্যার এর নাম বলবো না। অামি যেটা বলবো সেটা অাপনি যেকোনো ব্রাউজার তবে ক্রোম ব্রাউজার (হলে বেশি ভালো) দিয়া এই লিংকে ডুকবেন… সেখানে একটা বক্স পাবেন, এখন অাপনি যে ভিডিওর ট্যাগ দেখতে চান তার লিংক কপি করে ঐ বক্সে পেস্ট করে সাবমিট করুন।কয়েক সেকেন্ড পরে নিচের দিকে একটা বড় বক্স পাবেন সেখানে ঐ ভিডিওর ট্যাগ গুলো পেয়ে যাবেন।

  • যেকান প্রয়োজনে- Obaak at Facebook

  • বিভিন্নরকম ভিডিও Tricks পেতে ইউটিউবে Subscribe করে রাখুন.. ?- Genjaam People (GP) at Youtube

  • 43 thoughts on "যারা মোবাইল দিয়ে Youtubing শুরু করতে চান, তাদের জন্য প্রয়োজনীয় এপ – By Usama ?"

    1. rmasud555 Contributor says:
      Really great
      1. Usama✅ Author Post Creator says:
        Thanks
    2. Arfan ? Author says:
      Vai tore salute…
      osthir post disos..??!!☺☺ doa roilo.onk
      1. Usama✅ Author Post Creator says:
        Thank You!
    3. Arif Khan Contributor says:
      bro amar mobizen diye record korar smy kono kaj korte gele mobizen Exit hoye jay…help me
    4. jubaer Subscriber says:
      ফারাবি ব্রো
      1. Arfan ? Author says:
        Rarabi bro ekhn subscriber..??
    5. Azizul Author says:
      DU SCREEN RECORDER
      কালার ব্যবহার করে মার্ক করে কিভাবে ভাই?
    6. Md Sajid Subscriber says:
      nice post
      1. Usama✅ Author Post Creator says:
        Thanks
    7. Nasir Contributor says:
      ফেবু তে লাইভে কেম্নে আসব?
      1. shakil-ahmed Contributor says:
        fb new update hole nijer timeline e duken taile live option peye jaben
    8. ফেসবুক এক্সপার্ট কে??
      1. Usama✅ Author Post Creator says:
        u can ask!
      2. Raju Author says:
        My account is disabled. Can you recover it?
    9. Kabir Contributor says:
      ভাই আপনাকে লক্ষ লক্ষ ধন্যবাদ……. আরেকটা কথা হল KineMaster দিয়ে আমি হাই কোয়ালিটির ভিডিও এডিট করতে পারিনা।।
      1. Usama✅ Author Post Creator says:
        Modded ta naman
      2. Kabir Contributor says:
        Moded Ta Tho Asey…….
      3. Raju Author says:
        আপনার এই এপ্স টাতে কি Chroma Key option আছে।
      1. Usama✅ Author Post Creator says:
        Thanks
    10. ruhul7574 Contributor says:
      Nice brother
      1. Usama✅ Author Post Creator says:
        Thanks
    11. shakil-ahmed Contributor says:
      valo kotha kinemaster ekebare latest mod ta dite parba watermark chara ta
    12. Nasir Contributor says:
      ফেবু নিউ ভারসন আপডেট দিছি,কিন্তু go লাইইভ অপশন পাচ্ছি না
    13. Jillur Contributor says:
      একটা ভিডিওর নিচে উপরে লেখা থাকে এগুলা রিমোভ করার এপ
    14. Mj.rana Author says:
      vai Picsart a bangla font add krbo kibave?
      1. Raju Author says:
        Brother Bangla zip font namate hobe.
      2. Mj.rana Author says:
        Namici but add hoyna.
    15. Arfan ? Author says:
      farabi bro ekhn subscriber..??
    16. TuhinBabu Contributor says:
      computer er lagbe
    17. bdtipsbd.ml Contributor says:
      কেউ আমাকে help করুন please আমার মুবাইলে screen record হয় দেখা যায় কিন্তু record হয়না।.কোন apps বাকি রাখিনাই। মোবাইলটা হল vivo y15
    18. Fc Arif Contributor says:
      vai help…ami youtube channel khulte chai but ki vabe
    19. MEHEDI HASAN ARIYAN Subscriber says:
      ভাই কপি করলেন কিন্তু ক্রেডিটটা দিলেন না কেন?
    20. HasanPro Contributor says:
      nice post vai

    Leave a Reply