আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আজ আপনাদের জন্য নিয়ে আসলাম পৃথিবীর সবচেয়ে powerful ল্যাপটপ এর বিস্তারিত।

আজকে আলোচনা করব বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী ল্যাপটপটি নিয়ে। যদিও এটি আমার কাছে নেই তবু লিখতে ভালো লাগছে। আমাদের দেশের বাজারে পরিচিত একটি ব্র্যান্ড ‘এসার’ কৃতিত্ব নিয়েছে এই ল্যাপটপটি তৈরীর। প্রচন্ড শক্তিধর ল্যাপটপটি তৈরী করা হয়েছে বাঘা বাঘা নির্মাতাদের সব পার্টসগুলো নিয়ে। কতটুকু হাইএন্ডের ল্যাপটপ আপনি দেখেছেন বা ব্যবহার করেছেন? যতটুকু ভেবে বের করতে পারবেন আমার মনে হয় তার থেকেও বেশী আছে এই ল্যাপটপে। এই ল্যাপটপটি হলো- Acer Predator 21x একে একে এর ফিচারগুলো তুলে ধরছি। দেখুন-
১. একুশ ইঞ্চি মাপের পর্দার ল্যাপটপটির স্ক্রীন কিন্তু কার্ভড। অর্থাৎ বাকানো ডিসপ্লে।

২.ইন্টেল কোর আই সেভেন সপ্তম প্রজন্মের প্রসেসর দেয়া হয়েছে এই পিসিতে (7820HK)। তাও আবার ওভারক্লক করা যায়।

৩. র্যাম দেয়া হয়েছে ৬৪ জিবি ডিডিআর-৪, ২৪০০ বাস।

৪. চারটি ৫১২ জিবি এসএসডি (সলিড স্ট্যাট ড্রাইভ) ও একটি হার্ড ডিস্ক ড্রাইভ একই সাথে চালানো সম্ভব এতে।

৫.উচ্চতর গেমিং নির্ভর করায় এতে দেয়া হয়েছে দুইটি এনভিডিয়া জিফোর্সের জিটিএক্স ১০৮০ মডেলের জিপিইউ, যাদের এক একটির মেমোরী ৮জিবি করে, অর্থাৎ সর্বমোট ভিডিও মেমোরী ১৬জিবি।

৬.৭০-৭৫ হার্টজ স্ক্রীন রিফ্রেশ রেট আমরা দেখে আসছি। এতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট।

৭.আই ট্র্যাকিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে এতে।

৮. সাউন্ডের জন্য দেয়া হয়েছে চারটি স্পিকার ও দুটি সাব উফার।

৯.৫টি সিস্টেম ফ্যান সংযুক্ত করা হয়েছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে।

১০.ফুল আকারের কীবোর্ড রয়েছে যা এলইডি লাইটিং যুক্ত।

১১.রয়েছে একটি ভিন্ন রকমের রিম্যুভেবল টাচপ্যাড যার অপরপিঠে নিউম্যারিক প্যাড।

১২. রয়েছে চারটি ইউএসবি ৩.০০ পোর্ট, ২টি ভিডিও পোর্ট, ল্যান ও অডিও পোর্ট ইত্যাদি।

৮.৮ কেজি ওজনের এই ল্যাপটপটি চালাতে প্রয়োজন হয় দুইটি এডাপটার যা একসাথে লাগিয়ে নিতে হয়। চালু অবস্থায় ল্যাপটপটি দেখতে আরো বেশী আকর্ষণীয় মনে হয় এর মধ্যে থাকা লাইটিং এর কারণে। সবই ঠিক আছে কিন্তু সমস্যা হলো এর দাম। এটি কিনতে হলে গুণতে হবে ৯০০০ ডলার। অর্থাৎ প্রায় ৭২০০০০ টাকা।

পোস্ট টি ভাল লাগলে এই অসাধারন সাইটটি একবার দেখে আসুন ভাল লাগবেই NewTips25.Com

13 thoughts on "আজ দেখে নিন পৃথিবীর সবচেয়ে powerful ল্যাপটপ এর ফিচার গুল কি আছে এতে? কেন এত দাম এই ল্যাপটপের??"

  1. Ex Programmer Contributor says:
    nice but futere a ar chita valo laptop kinbo!
    1. rabbi. Contributor Post Creator says:
      ok kino..
  2. Jakir Hossain Contributor says:
    ওয়াও
    1. rabbi. Contributor Post Creator says:
      tnx
    1. rabbi. Contributor Post Creator says:
      tnx bro.
  3. gsm sohan Author says:
    ভাই আপনি কিনেছেন নাকি।কিনে থাকলে congratulation!!!!
  4. rabbi. Contributor Post Creator says:
    na vai oto taka nai
    1. rabbi. Contributor Post Creator says:
      humm
  5. Ripon n Contributor says:
    osam…..!
    1. rabbi. Contributor Post Creator says:
      tnx

Leave a Reply