ফেসবুক মেসেঞ্জারে ক্রমাগত টুংটাং করে যেতে থাকে কেউ? ক্রমাগত গুড মর্নিং, হ্যালো, হাই-এর বন্যা বাহাতে থাকেন কেউ? কিংবা আচমকাই কল! চিন্তা নেই, ধরে ব্লক করে দিন। আপনার কনট্যাক্ট লিস্টে থাকা কাউকে ব্লক করলে, আপনার প্রফোইল তাঁর কাছে ইনভিজিবল হয়ে যাবে।

এছাড়াও আপনি যখন অনলাইনেও থাকবেন, তখনও সেই ব্লক ব্যক্তিটি আপনাকে দেখতে পাবে না। না পারবে কল করতে, না মেসেজ। কী করে করবেন ব্লক? জেনে নিন,

ওয়েবসাইটে ব্লক করার উপায়

প্রথম ধাপ- যাকে ব্লক করতে চাইছেন, তার সঙ্গে আপনার চ্যাট বক্স খুলুন

দ্বিতীয় ধাপ- সেটিংসে ক্লিক করুন, কিংবা ক্লিক করুন গিয়ার আইকনে। সিলেক্ট ব্লক মেসেজেস

তৃতীয় ধাপ- এরপর আবার যখন বলা হবে, ফের ব্লক মেসেজ অপশনে ক্লিক করুন

চতুর্থ ধাপ- পরে যদি কখনও মনে হয় আনব্লক করবেন, গিয়ার আইকনে ক্লিক করুন, আনব্লক করুন

মেসেঞ্জার অ্যাপে ব্লক করার উপায়

প্রথম ধাপ- যাকে আপনি ব্লক করতে চাইছেন তার চ্যাট ওপেন করুন

দ্বিতীয় ধাপ- ওপরে একদম ডান দিকে তিনটে লম্বালম্বি ডট ওয়ালা i আইকনে ক্লিক করে চ্যাট সেটিংস বাটনে ট্যাপ করুন।
তৃতীয় ধাপ- স্ক্রল করতে থাকুন, ব্লক লেখা অপশন পাবেন সেখানে

চতুর্থ ধাপ- ব্লকে একবার ট্যাপ করার পর টগল অপশন সহ দুটি অপশন চাইবে আপনার কাছে। Block messages এবং Block on Facebook. যেটা ইচ্ছে সিলেক্ট করুন।

2 thoughts on "ফেসবুক মেসেঞ্জারে কেমন করে ব্লক করবেন"

  1. Abdus Salam Author says:
    next time screenshot deyar cesta koren!

Leave a Reply