নতুন রঙ ব্রাইট ব্ল্যাকে এলো হুয়াওয়ে পি টেন প্লাস। তবে গ্রাফাইট ব্ল্যাক আর ব্রাইট ব্ল্যাকের পার্থক্য রয়েছে। গ্রাফাইট ব্ল্যাকে রয়েছে ম্যাট ফিনিশ। এই ফোনটি লঞ্চ করেছিল এমডব্লিউসি ২০১৭-র ফেব্রুয়ারিতে। ফোনটিতে সাড়ে পাঁচ ইঞ্চির কিউএইচডি ডিসপ্লে রয়েছে। পিক্সেল ১৪৪০। কর্নিং গরিলা গ্লাস ৫-এর প্রটেকশন রয়েছে স্ক্রিনে। এছাড়াও ফোনটি রয়েছে অক্টা কোর হাইসিলিকন কিরিন ৯৬০ প্রসেসর, ২.৩ গিগা হার্জ, মালি জি৭১ এমপি৮ জিপিইউ।

এই ফোনে দুটি মেমোরি ভেরিয়েন্ট রয়েছে। ৪জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ আর অন্যটি ৬ জিবি র‌্যাম ১২৮ জিবি স্টোরেজ। ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে স্টোরেজ। অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেমের সঙ্গে ফোনটিতে আছে ইউআই ৫.০ লেয়ার। আছে লেইকা রিয়ার ডুয়াল ক্যামেরা ২০ ও ১২ মেগাপিক্সেলের।

সঙ্গে ডুয়াল এলইডি ফ্ল্যাশ, পিডিএএফ, এইচডিআর সঙ্গে ৪কে ভিডিও রেকর্ডিং। ৮ মেগাপিক্সেল লেইকা সেলফি ক্যামেরায় এফএইচডি ১০৮০পিক্সেল ভিডিও রেকর্ডিং হবে। ফোনটিতে ৩৭৫০এমএএইচ-এর ব্যাটারি রয়েছে। বলা হয় এটা বিশ্বের সবথেকে দ্রুত ৪.৫জি এলটিই কানেক্টিভিটি ওয়ালা ফোন এটি।

See More..Android pattern লক খুলে ফেলুন রিস্টোর না করেই।

(Post By নাজমুল)

6 thoughts on "ব্ল্যাক ম্যাজিক! একেবারে সস্তায় হুয়াওয়ের ফোনে নয়া চমক মোবাইলপ্রেমীদের জন্যে"

  1. @ishan Subscriber says:
    ৪ জিবি র্যাম এটার দাম কতো??
  2. Nabil Mahmud Author says:
    eta sosta puro 66900 taka dam etar
  3. AR Rafi Contributor says:
    Price কত ভাইয়া,সেটা তো বলেন?
  4. RAKIB HASAN Contributor says:
    এর থেকে নোকিয়া ৬ ই ভালো
  5. Rana Subscriber says:
    Ata ki lifetime??

Leave a Reply