আসসালামু ওয়ালাইকুম।
কেমন আছেন প্রিয়ো ট্রিকবিডি বন্ধুরা,
আশা করি ভালোয় আছেন,আমিও ভালো আছি।

চলুন তা হলে মূল পোষ্ট এ



মনে করুন আপনার ফোন পানিতে পড়ে গেছে।
উল্টোপাল্টা পদক্ষেপ আপনার ফোনের আরো ক্ষতি করতে পারে।


ঘাবড়াবার কিছু নেই!


আজকের পোস্টে আমরা দেখাবো কিভাবে ১০ টি সহজ ধাপে আপনার পানিতে পড়া ফোনটি রক্ষা করবেন।


প্রথমেই যত দ্রুত পারা যায় ফোন পানি থেকে বের করতে হবে, যত বেশি সময় পানিতে থাকবে তত ফোনের ভিতরে পানি যাওয়ার সম্ভবনা বেশি।

আর আপনার ফোন অন হওয়ার চান্স তত কম।

ফোন পানি থেকে বের করার পর আপনার ততক্ষনাৎ কিছু জিনিষ মেনে চলা এবং কিছু জিনিষ এড়িয়ে চলা দরকার।


যেসব জিনিষ এড়িয়ে চলা উচিৎঃ

ফোন পাওয়ার অন করা থেকে বিরত থাকা, ফোনের কোন বাটন চাপা বা ফোন ঝাকানো থেকে বিরত থাকা,এতে করে আপনার ফোনের ভিতরে যেসব জায়গায় পানি পৌছায়নি সেসব জায়গায় দ্রুত পানি পৌছে আপনার ফোনের ক্ষতি করতে পারে।


যে ১০ ধাপ অনুসরণ করে আপনার পানিতে পড়া ফোন বাঁচাবেন।



১. আপনার ফোন পাওয়ার অফ করুন। (যদি আগে থেকে করা না থাকে।)

২. যদি ফোনের কভার থেকে থাকে তাহলে তা খুলে ফেলুন। আপনার ফোনের ব্যাটারি, সিম এবং ম্যামোরি কার্ডও খুলে ফেলুন।

৩. ফোনের ব্যাটারি, সিম এবং ম্যামোরি কার্ড ভালোভাবে মুছে নিরাপদ জায়গায় রাখুন।

৪. টিস্যু পেপার, কাপড় বা টাওয়েল দিয়ে ধীরেধীরে পানি মুছুন যেন তা আরো ছড়িয়ে না পড়ে।

৫. যদি পানি অনেক ভিতর পর্যন্ত যায় তাহলে ভ্যাকুয়াম বা সাকার ইউজ করতে পারেন। যাতে করে ভিতরে যেসব জায়গায় কাপড় পৌছানো সম্ভব না সেসব জায়গা থেকে পানি বের করে আনা যায়।

৬. ছোট একটি কাপড়ের ব্যাগে করে আপনার ফোন চালের ভিতর রেখে দিন। চাল পানি শুষে নেয়ায় খুবই কার্যকর। এছাড়াও আপনি চাইলে মার্কেট থেকে ফোন শুকানোর ব্যাগ কিনে আনতে পারেন। কিন্ত এটায় অনেক সময় লাগতে পারে তাই যত দ্রুত সম্ভব আপনার ফোনটি চালের ভিতর রেখে দিন।

৭. আপনার ফোনটি শুকানোর জন্য সময় দিন। তাড়াহুড়া করবেন না। দরকার হলে আপনার সিম অন্য কোন ফোনে লাগিয়ে ব্যাবহার করতে পারেন।

৮. ২-১ দিন পর আপনার ফোনটি বের করুন। ফোনে ব্যাটারি, সিমকার্ড এবং ম্যামোরি লাগিয়ে ফোনটি অন করুন।

৯. যদি আপনার ফোন পাওয়ার অন না হয় তাহলে ব্যাটারি চার্জ দিয়ে আবার চেষ্টা করুন। যদি এরপরও কাজ না হয় তাহলে আপনার ফোনটি অথোরাইজড কাস্টমার কেয়ারে দেখান।

১০. যদি ফোন চালু হয় এবং আগের মত চলে তাহলে প্রথম কিছুদিন ফোনের দিকে নজর রাখা উচিৎ। ফোনের টাচ, সিগনাল সব ঠিকঠাক কাজ করছে কিনা। ফোনে মিউজিক বাজিয়ে দেখুন ফোনের স্পিকার ঠিকমত কাজ করছে কিনা।


আশা করি আপনার ফোন ঠিকঠাক কাজ করবে।


যদি কোনকিছু জিজ্ঞেস করার থাকে বা জানানোর থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না।

ধন্যবাদ।

2 thoughts on "আর চিন্তা নেই,মাত্র ১০ টি সহজ ধাপেই রক্ষা করতে পারবেন আপনার পানিতে পড়া ফোন!"

  1. akram09 Author says:
    post ta ami onek age korchi.

Leave a Reply