ডাউনলোড Failed!!!! আর চিন্তা নেই,

পোস্টটি দেখুন উপকার হবে। ধরুন আপনি একটা 60mb এর ফাইল ডাউনলোড দিলেন । 50mb হওয়ার পর download failed মারল । এখন কি করবেন ? মন খারাপ ? আবার
যদি আপনি ডাউনলোড করতে যান তবে ডাউনলোড টি restart হবে । মানে একেবারে first থেকে শুরু হবে । অর্থাৎ আপনার
এতক্ষন এর ডাউনলোড বৃথা গেল, সময় ও নষ্ট হল । যদি ডাউনলোড failed মারে তখন আর অপেরাতে কিছু করবেন না । আপনি আপনার sd card এ যান । download এ যান….. সেই 50 mb ফাইলটি অন্য কোনো folder এ move করুন । এখন
অপেরাতে ফিরে আসুন । এখন সেই failed ডাউনলোড restart দিন ।
কিছু kb download হলে download pause করুন । এখন sd card এর ডাউনলোড ফোল্ডার এ

কয়েক kb এর ফাইলটি delete করে দিন । এখন এই ডাউনলোড ফোল্ডার এ সেই 50 mb এর ফাইলটি move করুন । অপেরাতে গিয়ে pause ডাউনলোড resume করে দিন দেখবেন যে ডাউনলোড 50 mb থেকেই start হচ্ছে । এভাবে আপনি অনেক বড় failed ফাইলও resume করে ডাউনলোডকরতে পারেন ।

যদি অপেরাতে ডাউনলোড মুছে যায় তখন কি করবেন ! ! !

ট্রিক টা same ই। আপনি failed ফাইলটা অন্য কোথাও move করুন । আপনি যেভাবে 1st এ ফাইল যেভাবে ডাউনলোড দিয়েছেন সেভাবেই again ডাউনলোড দেন । কয়েক kb ডাউনলোড হলে ডাউনলোড pause করুন। এখন sd card এর ডাউনলোড ফোল্ডার এ কয়েক kb এর ফাইলটি delete করে দিন । এখন ডাউনলোড ফোল্ডার এ সেই failed ফাইলটি move করুন । Opera তে গিয়ে pause ডাউনলোড resume করে দিন । দেখবেনযে ডাউনলোড start হচ্ছে।

3 thoughts on "ডাউনলোড এর মাঝখানে Failed?? আরচিন্তা নেই , পোস্টটি দেখুন উপকার হবে।"

  1. bappamia Contributor says:
    হু বুদ্দিটা ভালই লাগল কিন্তু কাজের সময় কি মোনে থাকবে…..
  2. Abdullah Ibne Zahan Contributor Post Creator says:
    ভাই,একটু কষ্ট করে মনে রাখার চেস্টা করবেন।আল্লাহ ঠিক মনে করিয়ে দিবেন।

Leave a Reply