অনেকের মনেই এইরকম অনেক প্রস্ন থাকে।

তো এইরকম অনেকেই ভাবে যে কম্পিউটারের হার্ডডিস্ক বা মোবাইলের মেমোরি কার্ডের ভিতর গান ঢোকালে কি মেমোরি কার্ডের বা হার্ডডিস্কের ওজন বাড়ে?

আমি এখানে সুধু গান বলে উল্লেখ করলাম, তবে গান ছাড়া যেকোনো জিনিসই হতে পারে, সেটা কোন ব্যাপার না।

Memory-Card

আর বাড়তি কথা না বলে এবার মুল আলোচনা করা যাক।

শুধু দুটো শব্দ দিয়ে এর উত্তর দেওয়া সম্ভদ না।

তাই একটু প্রথম থেকে সুরু করছি…

হার্ডডিস্কে বা যেকোনো মেমোরি কার্ডে গান কিভাবে থাকে, কোথায় থাকে?

ইন্টারনেট থেকে গান ডাউনলোড করলেই বা কি ঘটে!!

আসলেই কি কিছু ঢোকে মেমোরি কার্ডের ভিতর!!

প্রথমে এক কথায় বলছি গান, ভিডিও, ছবি ইত্যাদি এসব আমাদের কাছে যেমন মনে হয় কম্পিউটার কিন্তু এসব কিছুই বোঝে না!

কম্পিউটার শুধু সংখ্যা বোঝে আর সেটা সম্ভব হয় বিদ্যুতের দ্বারা।

আর একটা কম্পিউটার শুধু দুটো সংখ্যা বোঝে, সেটা হল 1 এবং 0

মনে করুন হার্ডডিস্কে কোটি কোটি ঘর আছে, ঘরে বিদ্যুৎ থাকলে 1 আর না থাকলে 0

একটা সোর্স থেকে কোন গান বা ভিডিও যখন মেমোরীতে রাখলেন তখন আপনার গানের জন্য সেটা একটি মেমোরী এড্রেস তৈরী করল অর্থাৎ আপনার গানটা হয়ে গেল 1010100101010001000100011101010 এরকম টাইপের একটা সংখ্যা।

আপনি গান বা ভিডিওটি ডিলেট করলেও কিছু পাল্টাবে না, যতক্ষণ না ঐ জায়গায় অন্য কোনও গান না ভিডিও না আসে।

সেই কারনেই আপনার ডিলেট করে দেওয়া ফাইলও অনেকদিন পর ফেরত আনা সম্ভব নানারকম রিকভারি সফটওয়্যার দিয়ে।

তাহলে বোঝা গেল, হার্ডডিস্কে ফাইল ঢোকানো মানে শুধুই 1 এবং 0 -এর খেলা।

পোস্ট টি প্রথম প্রকাশিত হয় এখানে, চাইলে ঘুরে আসতে পারেন।

One thought on "মেমোরি কার্ডে গান লোড করলে ওজন বাড়ে কি!!!!!"

  1. Yunus7727 Contributor says:
    ভাই ওজন ভারে কী

Leave a Reply