বিশ্ববিখ্যাত কোম্পানি মাইক্রোসফট যারা উইন্ডোজের মত অপারেটিং সিস্টেম বানিয়েছে, তাদের নতুন একটা ওয়েবসাইট বানিয়েছে।

যেখান থেকে আপনি বিং সার্চে থাকা যেকোনো ফটো বা আপনার নিজের ফটো আপনার কম্পিউটার থেকে আপলোড করে তার বয়ষ কত জানতে পারবেন।

আমি জানি এটা সঠিক বয়ষ দেখাতে পারে না!

কিন্তু যেহেতু এটা মাইক্রোসফট বানিয়েছে তাই এটা হেলাফেলা কোনও জিনিস না।

আমি দেখলাম, আপনারাও দেখুন, জেনে রাখুন।

ওয়েবসাইটের নাম কি?

ওয়েবসাইটের নাম হল হাউ ওল্ড ডট নেট। ভিজিট করতে এখানে ক্লিক করুনঃ- How-Old.net

ক্লিক করার পর নিচের মত একটা ওয়েবসাইট ওপেন হবে আপনার ব্রাউজারে।

উপরে সার্চ বারে নাম লিখে সার্চ করুন অথবা Use your own photo লেখা লিংকে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে আপনার নিজের ফটো আপলোড করুন।

এটা থেকে আপনি আপনার বয়ষ এবং লিঙ্গ জানতে পারবেন।

দেখুন নিজের মতো করে ফটো আপলোড করার পর কি হল…

এবার আপনারা আপনাদের ফটো দিয়ে চেক করুন, দেখুন কি দেখায়।
তবে এটা যত দিন যাবে তত ভালো এবং ঠিকঠাক ফল দেবে।
পোস্ট টি প্রথম প্রকাশিত হয় এখানে, ঘুরে আসার দাওয়াত রইল।

2 thoughts on "ছবি দেখেই বলা যাবে বয়স কত"

  1. hzcool Author says:
    এরপর কোন কপি পেস্ট পোস্ট করলে আপনার পোস্টগুলো আর আপ্প্রভ হবে না… কপি পেস্ট পরিহার করুন, নিজের নলেজ শেয়ার করুন।
    1. rubelmonir Contributor Post Creator says:
      ভাই পোস্ট টি গুগল এ সার্চ করে দেখেন কোন সাইট এর সাথে মিল আছে। মিল থাকলে বলবেন প্লিজ।

Leave a Reply