আমার আগের টিউনে বলেছিলাম আনলিমিটেড
স্টোরেজের সম্পর্কে, এখন কথা হল আমাদের
বাংলাদেশের এই নেট স্পিড দিয়ে এত বড় বড় ভিডিও
ফাইল আপলোড করবো কি ভাবে ! বাংলাদেশে আমাদের
গড় স্পিপ ম্যাক্সিমাম ২-৩ এমবিপিএস। এই জন্য আপনাদের
আজ বলব কি ভাবে বাসাই বসে থেকে ১ গিবি পি এস
স্পিডে ডাওনলোড বা আপলোড করতে পারবেন।

এই জন্য আপনাদের যা দরকার তা হল “আরডিপি” অথবা
“ভিপিএস” আরডিপি হল রিমোট ডেস্কটপ প্রটোকল এবং
ভিপিএস হল ভারচুয়াল প্রাইভেট সার্ভার।

আরডিপি কি

আরডিপি হল একটি বাইরের দেশের পিসিকে ভাগ করে
দিবে কয়েকজন ইউজারদের ভিতরে। একটি পিসিতে যা
যা থাকে সবটাই থাকবে সেখানে যেমন প্রসেসর, র্যাম,
হার্ডডিস্ক ধরুন ৩২ গিবি র্যাম ভাগ করে দিয়েছে ৩
জনের ভিতরে তখন ইউস করার সময় ৩ জনের যখন জার
যোতটুকু লাগবে সে তত খানি পাবে,পারফেক্ট উদারহন হল
ওয়াইফাই। আরডিপি ইউস অনেকটাই টীম ভিউ এর মত
শুঢুু পার্থক্য হল এটাতে আপানাকে আইপি দিয়ে ঢুকতে
হবে। আরডিপি কেনার শেষে আরডিপি হোস্ট আপনাকে
আইপি উজার নেম এবং পাস দিয়ে দিবে। ঢুকতে হবে
স্টার্টমেনু তে গিয়ে রিমোট ডেক্সটপ কানেকশন
অপশনটিতে জেয়ে ।

কেন আরডিপি কিনব ?

আরডিপি কিনে অনেক কিছু করতে পারবেন। যেমন আমি
মুভি সাইট চালাচ্ছি আমার একেকটা মুভির সাইজ ১-২
গিবি আপ এগুলো ডাউনলোড ও আপলোড করা মানে ৪
গিবি । এগুলো কাজ আমারদের দেশের নেটের পক্ষে
সম্ভব নাহ। আমি যে আরডিপি ইউস করি সেটার সার্ভার
নেদারল্যান্ডের এবং আপলোড ও ডাউনলোড স্পিড
১গিবি। মানে এক গিবি ফাইল আমার নামাতে সময় লাগে
১০ সেকেন্ড !

আরডিপি কি খুব দামি??

আরডিপির দাম শুরু প্রতিমাসে ৫ ডলার থেকে। যত ভাল
কনফিগার নিবেন তার দাম তত হবে।

কি কি করতে পারব আরডিপি তেঃ-

যা যা আপনার পিসিতে করতে পারেন সব কিছুই আরডিপি
তে করতে পারবেন। কিন্তু আরডিপি কিনার আগে তাদের
টার্মস পেজ পড়ে নিতে ভুলবেন না। বেশি ভাগ হোস্ট

হ্যাকিং, ফিশিং, ইমেইল স্প্যাম, ভিপিএন ইউস এলাও
করেনা। অনেকে টরেন্টও এলাও করেনা। এছাড়া আপনি
ইচ্ছা মত আইডিএম দিয়ে ডাউনলোড দিতে পারেন এবং
ইচ্ছা মত আপলোড দিতে পারেন কারন আরডিপির কোন
লিমিটেশন নাই ।

আরডিপির ডাটা কি পিসিতে নিতে পারব ??

নিতে পারবেন কিন্তু তা ডাউনলোড হবে আপনার
অরজিনাল নেটের স্পিডে।

দেখে নিন আরডিপি কিনার আগে কি কি
জিনিস জেনে নিবেন ঃ

যেখান থেকে আরডিপি কিনবেন সেখানর টার্মস অ্যান্ড
কন্ডিশন পেজতি পড়তে ভুলবেন না এবং কিছু না বুঝলে
তাদের সাথে চ্যাট অথবা মেইলের মাধ্যমে যোগাযোগ
করুন। কম দামি আরডিপিতে প্রভাইডার এডমিন এসেস
দেইনা এর মানে আপনি নিজে থেকে কোন সফট ইনস্টল
দিতে পারবেন না, যে সফট লাগবে তা হোস্ট কে
জানালে সে আপনার জন্য ইনস্টল করে দিবে।

এবার আসি ভিপিএস এর প্রসঙ্গেঃ

ভিপিএস কি ??
ভিপিএস হল ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। মানে এটি
কারো সাথে শেয়ার থাকবেনা এবং এর মালিক শুধু মাত্র
আপনি। আরডিপির মত সেম আপনাকে আইপি আইডি এবং
পাস দিবে এবং একই ভাবে ঢুকতে হবে।
কেন ভিপিএস কিনব ??
ভিপিএস দিয়ে সব কাজ করতে পারবেন ইচ্ছা মত। ইছা মত
সফটওয়্যার ইনস্টল করতে পারবেন। এমন কি কোন
ওয়েবসাইট অথবা কোন অনলাইন অ্যাপ হস্ট করতে পারবেন।
যদি আপনার ভিপিএস অফশোর হয় তাহলে হ্যাকিংও
ধুমিয়ে করতে পারবেন। লিনাক্স উজারদের জন্য ভিসিএস
হল সর্গরাজ্য কারন লিনাক্স ভিসিএস অনেক কম দামে
পাওয়া যায়। ভিপিএসে আপনি ইচ্ছা মত বট ইউজ করতে
পারবেন। আমি নিজে আমার ৩ টা ওয়েব সাইট ভিপিএস এ
হোস্ট করেছি ।

ভিপিএস কি খুব দামি ??
ভিপিএস একটি প্রাইভেট সার্ভার এই জন্য এর দাম বেশ
বেশি আরডিপির তুলনাই। আমার এই ১ জিবি র্যাম ও ৫০০
এমবিপিএস নেট পোর্ট দিয়ে দাম পড়ে মাসে ১৮ ডলার।
উইন্ডোজ ভিপিএসের দাম লিনাক্সের ২ গুন। এই জন্যই
বলেছি আগে যে ভিপিএস হল লিনাক্স উজারদের জন্য
সর্গরাজ্য ! আমি নিজে লিনাক্স পারিনা
কি কি করতে পারব ভিপিএস দিয়ে??
আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন যেমন আপনার
ওয়েবসাইট হোস্ট করতে পারবেন এর সুবিধা হল যে

মার্কেটের যেকোনো শেয়ার হোস্টিংএর তুলাই এটি
বেশি ক্ষমতা সম্পর্ন্ন। দ্রুত এসেস দ্রুত সাইট লোডিং
ইত্যাদি। আপনি যদি অফশোর ভিপিএস ইউস করেন তাহলে
তা হবে ডিএমসিএ প্রুভ ! মানে ইচ্ছা মত মুভি গেমস
ইত্যাদি কপিরাইট করে যেতে পারবেন কোনরকম রিস্ক
ছাড়াই ! এছাড়া আরডিপির মত ডাউনলোড আপলোড
দিতে পারবেন এবং ইচ্ছা মত সফটওয়্যার ইনস্টল করতে
পারবেন। কোন ভিপিএস এ সফটওয়্যার ইনস্টল সম্পর্কে
কোন টার্ম থাকেনা। সুধু অবৈধ কর্জ কালাপ থেকে
দূরে থাকবেন।
ভিপিএস ডাটা কি পিসিতে নিতে পারব ??
নিতে পারবেন কিন্তু তা ডাউনলোড হবে আপনার
অরজিনাল নেটের স্পিডে।

দেখে নিন আরডিপি কিনার আগে কি কি জিনিস জেনে
নিবেন ঃ

প্রথমেই যা দেখবেন যে ভিপিএস লিনাক্স না উইন্ডোজ।
কারন যারা লিনাক্স ইউজ জানেন না তারা লিনাক্স
কিনলে কিছুই বুঝবেন না। কিনার পরে রিফান্ডও পাবেন
না।

ভিপিএস কিনব না আরডিপি ??

এটি আসলে আপনার কাজের উপরে ডিপেন্ড করবে। আপনি
যদি আপলোড ও ডাউনলোডের জন্য কিনেন তাহলে আমি
সাজেস্ট করবো আরডিপি কিনতে এবং আপনি যদি ওয়েব
সার্ভার অথবা অ্যাপ্স হোস্ট করতে চান তাহলে ভিপিএস
কিনতে পারবেন।

সৌজন্যেঃ আমার সাইট

পোষ্ট টি আগে TechTunes প্রকাশিত হয়েছে।

Full Credit :Erorrs(Find Me)

যে কোন ডিজাইনের WordPress, Php, Zomlar অথবা Wapka সাইট সল্প মূল্যে বানাতে যোগাযোগ করুন।

যোগাযোগব্যবস্থা : 01758143289

 

14 thoughts on "ওয়েবসাইট খুলবেন তাহলে আসুন পরিচিত হয় আনলিমিটেড স্পিডের জগতের সাথে (মেগা টিউন)"

  1. Foridul Islam Contributor says:
    apnar fb link den
    1. Errors Subscriber Post Creator says:
      fb calai na
  2. Md Shohug Contributor says:
    পুরাই ফাটাফাটি Post
    1. Errors Subscriber Post Creator says:
      tnxxxx
  3. Errors Subscriber Post Creator says:
    tnxxx
  4. LoadinG... Contributor says:
    Nicee Post Vlo Laglo

    Rana vai Plzz tuner meee

    1. Errors Subscriber Post Creator says:
      tnnxxxxx
    1. Errors Subscriber Post Creator says:
      ধন্যবাদ
  5. PR.Parvez Author says:
    post ta techtune করা হয়ছে।
    1. Errors Subscriber Post Creator says:
      ক্রেডিট দিছি ভাইয়া।
  6. admin @facebook Contributor says:
    hmmm right@pr. trickbd thakay techtune onek valo

Leave a Reply