একদিন একজন শিক্ষক
ছাত্রকে পড়া জিজ্ঞেস
করলেন-
শিক্ষকঃ বলোতো মশা কয়
প্রকার
ছাত্রঃ মশা নয় প্রকার। শিক্ষকঃ
মশা আবার নয় প্রকার
হয়
কিভাবে
ছাত্রঃ
১. যে মশা গায়ে বসা মাত্রই
কামড়ায় তাকে রাক্ষস মশা বলে।
২. যে মশা দিনের বেলায়

কামড়ায়
তাকে সন্ত্রাসী মশা বলে।
৩. যে মশা নাকের ভেতর
ঢুকে কামড়ায় তাকে নমরুদী মশা
বলে।
৪. যে মশা সুযোগ পেলেই
কামড়ায়
তাকে সুযোগসন্ধানী মশা বলে।
৫. যে মশা কানের
কাছে এসে গান গায় তাকে গায়ক
মশা বলে।
৬. যে মশাকে থাপ্পর দিলে ফাঁক
দিয়ে চলে যায়
তাকে গোল্লাছুট মশা বলে।
৭. যে মশা কামড় দিলে জ্বর হয়
তাকে বিষাক্ত মশা বলে।
৮. যে মশা মশারির ভেতর
ঢুকে কামড়ায়
তাকে মূর্খ মশা বলে।
৯.যে মসা রক্ত
খেয়ে উড়তে না পারে না তাকে
পেটুক মশা বলে।
—শিক্ষক বেহুশ

5 thoughts on "মশা কত প্রকার ও কি কি ??"

  1. nazmulhossen Contributor says:
    aita gean bag korar jaiga jocks ar na
  2. TipsMan71.BD Author Post Creator says:
    k bollo

Leave a Reply