ফেনীতে বাল্য বিয়ের দায়ে বরসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সদর উপজেলায় কনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান থেকে তাদের ডেকে নিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেওয়া হয় বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক পিকেএম এনামুল করিম।

দণ্ড প্রাপ্তরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাতঘরিয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে বর শরীয়ত উল্যাহ মানিক (৩২), তার ভাই শহিদ উল্যাহ খোকন (৪০) ও মামা আবু আহম্মদ খোকন (৫৮)।

এছাড়া কনের বাবা ও এক আত্মীয়কে জরিমানা করা হয়েছে।

এনামুল করিম বলেন, উপজেলার সোনাপুর উচ্চ বিদ্যালয় থেকে সদ্য এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক মেয়ের বিয়ের আয়োজন করে অভিভাবকরা। বুধবার বিয়ের কার্যক্রম চলার সময় স্থানীয়রা বিষয়টি জানালে পুলিশ পাঠিয়ে তাদের ডেকে আনা হয়।

“এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বরকে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, বরের ভাইকে সাত দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং মামাকে এক হাজার টাকা জরিমানা ও সাত দিনের কারাদণ্ড দিয়ে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।”

আর কনের বাবা ও এক আত্মীয়কে জরিমানা ও তিরস্কার করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply