প্রথমে সালাম দিয়ে শুরু করছি । নিশ্চই সবাই ভাল আছেন ।
সবাইতো টি টুয়েন্টি আমেজে আছি তাইনা?
আচ্ছা কেমন হয় যদি আপনার সাইটেই খেলা দেখার কোড দেয়ার ব্যাবস্থা করা যায় ।
হ্যা অনেকে iframe কোড দিয়ে বিভিন্ন সাইট থেকে এমবেড করেন কিন্তু তাতে সমস্যা হল বিভিন্ন বিরোক্তিকর এড আর মাঝে মাঝে এরর দেখায়। আর ভিজিটর অন্য সাইটে চলে যায় ।
আজ আমি নিয়ে এলাম এমন একটা সাইট যেখান থেকে জাভা স্ক্রিপ্ট কোড নিয়ে আপনার সাইটে এড করতে পারবেন ।
এতে কোন ঝামেলা নেই , আর সবচেয়ে দ্রুত আপডেট হবে google rss feed এর মাধ্যমে ।
তো দেখেনিন সাইট টি Free cricket live score & embeds [তবে লাইভ কমেন্ট্রি দেখাবেনা ।]
এছাড়াও ফিক্সারের জন্য f.amraito.com ব্যাবহার করতে পারেন ।

এর পর আছে আর বড় চমক !
Youtube front end downloader.

জি, হ্যা ইউটিউব থেকে অনেকেই ভিডিও ডাউনলোড করি কিন্তু এতে সবচাইতে বড় সমস্যা হল সেভফ্রম এর লে আউট অনেকের মোবাইলেই সাপোর্ট করেনা । কিন্তু এটা সব মোবাইলে সাপোর্ট করবে ।
আর যারা ওয়েব সাইট চালান তাদের অনেকেরি ইন্টারনেট স্পিড বা ডেটা কম থাকার কারনে নিজের সাইটে ভাল ভিডিও আপলোড করতে পারিনা । তাছাড়া বড় বড় নাটক , মুভি , সিরিয়াল , ইত্যাদি হরহামেশা আপলোড করাও সম্ভব নয় ।
কিন্তু ইউটিঊব ,ডেইলিমোশান বড় বড় ভিডিও শেয়ারিং সাইটে এগুলো তাতহ্মনিক পাওয়া যায় ।
কিন্তু যদি আপনি চান তা ডাউনলোড করতে পারেন কিন্তু সরাসরি ডাউনলোড লিংক দেয়া সম্ভব নয় কারন এটা [ssyoutube] front end নয় । কিন্তু এই সাইটেঃ
Free Youtube Downloader
থেকে শুধু ভিডিও আইডি অর্থাৎ ইউটিউব *******v=”এর মধ্যা যে ১২-১৫ টি বর্ন থাকে”
এটাই আইডি এটা দিলেই কোন এক্সটার্নাল সাইট বা লিঙ্ক ছাড়াই ডাউনলোড পেজ শো করবে , মানে ভিজিটর অন্য সাইটে যাবার ভয় নেই ।
এখন এড্রেস বার থেকে লিঙ্ক টা নিয়েই আপনার সাইটে দিয়ে দিন । ব্যাস ভিজিটরও সন্তুষ্ট , আর আপনিও অযথা চিন্তা থেকে মুক্তি পেলেন । কারন ডাউনলোড পেযে কোন সাইট বা পেজের লিঙ্কই নেই অর্থাৎ আপনার ট্রাফিক/ভিজিটর আপনারই থাকলো ।
আমি নিযেও এখন এটাই করি কারন এত এত আপলোড আর ডাউনলোড আমার দ্বারা সম্ভব নয় ।
আজ এখানেই শেষ করলাম । সমস্যা হলে কমেন্ট তো আছেই ।

One thought on "ট্রিকবিডি মেম্বারদের জন্য কিছু অসাম টুল ! কথা দিচ্ছি ওয়েব/ ওয়াপমাষ্টার দের কাজে লাগবে ।"

  1. proyas masum Contributor Post Creator says:
    keu comment to koren

Leave a Reply