মোবাইল নেটওয়ার্ক সম্পর্কিত প্রযুক্তির
লাইসেন্স নিয়ে ঐকমত্যে পৌঁছাতে না
পারায় স্যামসাংয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও
চীনের আদালতে পেটেন্ট লঙ্ঘনসংক্রান্ত
মামলা করেছে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে।
সান ফ্রান্সিসকোর ফেডারেল কোর্টে গত
মঙ্গলবার করা ওই মামলায় হুয়াওয়ে দাবি
করেছে, ফোরজি নেটওয়ার্ক সম্পর্কিত ১১টি
পেটেন্ট লঙ্ঘন করেছে দক্ষিণ কোরিয়ার
প্রতিষ্ঠানটি।
তাই ক্ষতিপূরণ বাবদ অর্থ দাবি করেছে
তারা। তবে যুক্তরাষ্ট্রের বাজারে

স্যামসাং পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা
চায়নি।
হুয়াওয়ে দাবি করেছে, স্যামসাংয়ের
কাছে তারা ন্যায্য ও যুক্তিসংগত অর্থ
দাবি করলেও স্যামসাং তা দিতে
অস্বীকার করেছে।
হুয়াওয়ের মুখপাত্র উইলিয়াম প্ল্যামার
বলেন, ‘সহযোগীদের মধ্যে লাইসেন্স ও
ক্রস-লাইসেন্স বিষয়ে আমার ইতিহাস
অনেক ভালো। আমরা মনে করি, স্যামসাং
সঠিক কাজটিই করবে।’
গার্টনারের হিসাবে বিশ্বের তৃতীয় বৃহত্তম
স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে দাবি
করেছে, তাদের মোট আয়ের ১৫ শতাংশ
তারা গবেষণা ও উন্নয়নে ব্যয় করে। তাই
টেলিকমিউনিকেশন খাতের উন্নয়নে ও
যন্ত্রের সঙ্গে যন্ত্রের যোগাযোগে তাদের
গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
হুয়াওয়ের এই মামলার বিষয়ে স্যামসাং
কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

[Collected From :প্রথম আলো 🙂 ]

2 thoughts on "স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা করল হুয়াওয়ে"

  1. PrInCe OnToR Author Post Creator says:
    এই বেটা আবুল না বুইঝা কথা বলস কেন জতসব। ফাউল পোস্ট করে আমার লাভ কি?? কথা বুইঝা বলবেম প্রথম আলোতে এইটি প্রকাশ করা হয়েছে। তাই না বুঝে কমেন্ট করে লজ্জিত হবেন না। :/
  2. foyjulalishah Contributor says:
    Vai eta vua khobor na eta ami ajke 1 tar dike trickbd te post korci but pending post e pore ace

Leave a Reply