##Xiaomi ও Walton, দুইটি ব্র্যান্ডই এখন স্মার্টফোন জগতে এনে দিয়েছে নতুন মাত্রা। এদেরই নতুন দুইটি মডেল, Xiaomi Redmi Note 3 Pro ও Walton Primo ZX2 mini এর খুঁটিনাটি আলোচনা করাই আমাদের আজকের উদ্দেশ্য।
Xiaomi Redmi Note 3 Pro ও Walton Primo ZX2 mini ফোন দুইটির প্রযুক্তিগত বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে অনেক সাদৃশ্য, তবে কিছু পার্থক্যও রয়েছে। আসুন দেখে নেই ফোন দুইটির পার্থক্য ও সাদৃশ্য সমূহ।

• দুইটি ফোনের স্ক্রিন সাইজই ৫.৫ ইঞ্চি। 

• Redmi Note 3 Pro এর প্রসেসর Quad-core 1.4 GHz Cortex-A53 & Dual-core 1.8 GHz Cortex-A72 এবং Primo ZX2 mini এর প্রসেসর 1.3 GHz, ARM Cortex-A53, 64 Bit Octa-core। 

• Redmi Note 3 Pro ফোনের অপারেটিং সিস্টেম ৫.১.১ (ললিপপ), অপরদিকে Primo ZX2 mini ফোনের অপারেটিং সিস্টেম ৫.১ (ললিপপ)।

• Redmi Note 3 Pro ফোনের জিপিইউ Adreno 510 এবং Primo ZX2 mini ফোনের জিপিইউ Mali T720। 

• Redmi Note 3 Pro ফোনের রেয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫.০ মেগাপিক্সেল। অপরদিকে, Primo ZX2 mini ফোনের রেয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৮.০ মেগাপিক্সেল। 

• দুইটি ফোনেই WIFI, 3G ও 4G সাপোর্ট করে। 

• দুইটি ফোনের র‍্যামই ৩ গিগাবাইট। তবে, Redmi Note 3 Pro ফোনের ২ গিগাবাইট ভার্সনও পাওয়া যায়। 

• Redmi Note 3 Pro ফোনের ব্যাটারি ব্যাকআপ ৪০০০ mah। অপরদিকে, Primo ZX2 mini ফোনের ব্যাটারি ব্যাকআপ ৩১৫০ mah।

• দুইটি ফোনেই ফাস্ট চার্জিং অপশন রয়েছে। 

• Redmi Note 3 Pro ফোনে ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি অপশন আছে, যা Primo ZX2 mini ফোনে নেই। 

• দুইটি ফোনেই ডুয়াল সিম সাপোর্ট করে। 

• দুইটি ফোনের ইন্টারনাল স্টোরেজই ৩২ জিবি, তবে Redmi Note 3 Pro ফোনের ১৬ জিবি ভার্সনও পাওয়া যায়।  

• Redmi Note 3 Pro ফোনে ২৫৬ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমরি কার্ড ব্যাবহার করা যাবে, যেখানে Primo ZX2 mini ফোনে ১২৮ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমরি কার্ড ব্যাবহার করা যাবে। 

Redmi Note 3 Pro ফোনের মূল্য প্রায় ২০,০০০ টাকা এবং Primo ZX2 mini ফোনের মূল্য প্রায় ২১,০০০ টাকা। স্থানভেদে দামের কিছুটা উপর-নীচ হতে পারে। দাম ও প্রযুক্তিগত বৈশিষ্ট্যের বিচারে দুটি ফোনই অনেক ভাল। তবে কেনার পূর্বে অবশ্যই আপনার চাহিদা ও পছন্দকে প্রাধান্য দিবেন।  

4 thoughts on "স্মার্টফোনের খুঁটিনাটি Xiaomi ও Walton"

  1. Raj gh Author says:
    রানা ভাই দয়া করে আমার পোস্ট Review করেন
  2. kamru zzaman Subscriber says:
    copy wowbox thekhe
    1. PrInCe OnToR Author Post Creator says:
      হা কপিতো কি?? জারা জানেনা তারাতো জানছে? বেশি পাকনামি করবেন না।
  3. PrInCe OnToR Author Post Creator says:
    হুম ভাই বুঝতে হবে। চায়না রা পারেনা এমন কিছু নাই।

Leave a Reply