♻ ফেসবুক মেসেঞ্জার অ্যাপে বড় পরিবর্তন

আনতে যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক। ব্রিটিশ ট্যাবলয়েড মিরর জানায়
ব্যবহারকারীরা মেসেঞ্জার অ্যাপটি খুললে নতুন মেসেজগুলোর পরিবর্তে নতুন একটি হোম পেইজ
দেখতে পাবেন, যাতে কিছু মডিউল থাকবে। এতে সবচেয়ে ওপরে থাকবে নতুন মেসেজগুলো। ☺

♻ এর নিচেই থাকবে “★ফেভারিটস”★ মডিউল,
যাতে সবচেয়ে বেশি ঘন ঘন যোগাযোগ করা হয় এমন বন্ধু এবং

“অ্যাক্টিভ নাও”

মডিউলে অনলাইনে থাকা বন্ধুদের নাম দেখা যাবে। এ ছাড়াও এর “বার্থডে” মডিউল বন্ধুদের জন্মদিন
মনে রাখতে সহায়তা করবে ব্যবহারকারীদের।☺

♻ ফেইসবুকের প্রোডাক্ট ফর মেসেজিং বিভাগের প্রধান স্ট্যান চাডনোভস্কি বলেন“স্মার্টফোন যুগের শুরু থেকেই

মেসেজিং অ্যাপগুলোতে মেসেজের বিন্যাসে তেমন একটা পরিবর্তন দেখা যায়নি। আমরা এক্ষেত্রে কিছু

মডিউল যুক্ত করতে যাচ্ছি

যা অনেকটা বিভিন্ন মেসেজ
বা মানুষকে আলাদা আলাদা দলে সাজানোর
মতোই। ☺

♻ এ ছাড়াও ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতার স্বাদ দিতে পরবর্তীতে এমন আরও কিছু মডিউল যোগ করা হবে বলেও জানান তিনি। এ পরিবর্তনের ফলে ইনবক্সে খেই হারিয়ে ফেলার ভয় রয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে চাডনোভস্কি জানান এক্ষেত্রে নতুন মেসেজগুলোকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। ☺

♻ তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো না পড়ে ফেলা মেসেজগুলোকে সবসময়ই একেবারে ওপরে রাখা।” পরিবর্তনের ফলে ব্যবহারকারীদের জন্য মেসেঞ্জার অ্যাপটি ব্যবহার করা আরও সহজ হবে বলে প্রত্যাশা ফেইসবুকের। খুব শীঘ্রই মেসেঞ্জারের নতুন এই আপডেটটি সারাবিশ্বে ছড়িয়ে
দেবে ফেইসবুক কর্তৃপক্ষ।

নতুন কিছু পেতে আমার সাইট TipsWapBD.CoM

3 thoughts on "ফেসবুক মেসেঞ্জারের খুব বড় ধৱনেৱ পরিবতন হতে চলেছে।"

  1. BAYEZID234 Contributor says:
    ow tai naki
    1. Momen Contributor Post Creator says:
      হ্যা ভাইয়া
  2. yeasinll Contributor says:
    ভাইয়া আপনি ত মেসেঞ্জার চালান,আচ্ছা 1484 mh bettery তে মেসেঞ্জার কতক্ষন চলবে।

Leave a Reply