“যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান,
ততদিন রবে কীর্তি তোমার শেখ মজিবুর রহমান”

আজ ১৫ই আগষ্ট। জাতীর জন্য এক কলঙ্কময়
দিন। জাতীয় শোক দিবস। ৩৯ বছর আগে ১৯৭৫
সালের এই দিনে একদল বিপদগামী পাক হায়েনাদের
প্রেতাত্মা তথা সেনাবাহিনীর একটি চক্রান্তকারী

চক্র সপরিবারে হত্যা করে বাঙালী জাতীর জনক,
হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, বাঙালী জাতীর
অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানকে।

৭ই মার্চ ১৯৭১ বঙ্গবন্ধুর ভাষণ ডাউনলোড করুন

যদি রাত পোহালে শুনা যেত বঙ্গবন্ধু মরে নাই ডাউনলোড করুন

অারও দেশের কিছু গান ডাউনলোড করুন

একদিন যে অঙ্গুলী উচিয়ে বাঙ্গালী জাতিকে
জাগিয়ে তুলেছিলেন, বলেছিলেন, “এবারের সংগ্রাম
আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম
স্বাধীনতার সংগ্রাম।” সেই স্বাধীন বাংলাদেশে

তাঁর অঙ্গুলি চিরদিনের জন্য নিস্তেজ করে দেয়
ঘাতকরা

7 thoughts on "৭ ই মার্চ ১৯৭১ বঙ্গবন্ধুর ভাষণ।যদি রাত পোহালে শুনা যেত বঙ্গবন্ধু মরে নাই।অারও দেশের কিছু গান নিয়ে নিন।"

  1. Roar vai Author says:
    ফালটু পোষ্ট
  2. KawserH Contributor says:
    খাইদাই কাম নাই
  3. bappakhan Contributor says:
    ইস দেশে যদি আর একবার যুদ্ধ হইত তাইলে দেশ ছাইরা পলাইতাম আর দেশ স্বাধীন হইলে একটা ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিতাম ইসরে….
  4. Emon Khan Author says:
    হাজার বছরের শেষ্ঠ্র বাঙালি। যিনি নিজের সারা জীবনই সময় ব্যায় করেছেন বাঙালির জন্য।
  5. Harami! Jatir Pita Hazrat Ebrahim (Ah). Tui Janos Na.
    1. DH Sajib Contributor says:
      RIGHT

Leave a Reply