ইতালির মধ্যাঞ্চলে আজ বুধবার ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ রয়েছে অনেকে। একই সঙ্গে বহু ভবন বিধ্বস্ত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ২।

cc98f34bfbf1b739b5548f4bc9a65b7a-2016-08-24T100837Z_1762031489_S1BETXGMCBAA_RTRMADP_3_ITALY-QUAKE
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রোমের পূর্ব দিকে ১৭০ কিলোমিটার পূর্বে ১০ কিলোমিটার গভীরে।
লাইজো ও মারচে অঞ্চলের অ্যামত্রিস, অ্যাকুমোলি ও আরকুয়াতা দেল ট্রোনটো নামের এই তিন পাহাড়ি গ্রামে হতাহত মানুষের সংখ্যা বেশি।

সিভিল প্রোটেকশন ইউনিটের জরুরি বিভাগের প্রধান ইমাকোলাতা পোসতিলিয়ন বলেন, এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। অনেকে নিখোঁজ।
প্রথম প্রকাশিত হয়েছেঃ HamWap.Com

2 thoughts on "ইতালিতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩৮"

  1. RubeL111 Contributor says:
    Amr fb id 3day name change korar jonno request korsilam but akhon r id open hocche na, ki korbo? Kew janle bolen plzzz
    1. Momen Contributor says:
      Contact me

Leave a Reply