!!!আগামী চার নভেম্বর
থেকে শুরু হতে যাওয়া(বাংলাদেশ
প্রিমিয়ার লিগ)
চতুর্থ আসর
মাঠে গড়াবে আগামী চার নভেম্বর।
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি
টুর্নামেন্টকে সামনে রেখে শুক্রবার রাতে অনুষ্ঠিত হবে।

সাতদলের খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া –
‘প্লেয়ার বাই চয়েজ’।
সেই প্রক্রিয়ার আগেই বিপিএল গভর্নিং
কাউন্সিলের সিদ্ধান্তে আগের আসর
থেকে দু’জন করে ক্রিকেটার
রেখে দিতে পেরেছে দলগুলো।
ফলে পুরনো পাঁচ দলের হয়ে
খেলবেন ১০ ক্রিকেটার।
শীর্ষ সাত ক্রিকেটারকে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ভাগাভাগি করে নিয়ে ফেলেছে সাত শীর্ষ দল।
আর ৩১ জন বিদেশি ক্রিকেটারকে সাতটি দল এরই মধ্যে চূড়ান্ত করে ফেলেছিল আগেই।
শুক্রবার ১২৩ জন দেশি ও ১৬৯ দেশি
ক্রিকেটারের নাম প্লেয়ার ড্রাফটে
ছিল।
এর মধ্যে চূড়ান্ত হয়েছে ৬৪ জন
দেশি ও ২৩ বিদেশি ক্রিকেটার দল
পেয়েছেন।
এক নজরে সাতটি ফ্র্যাঞ্চাইজির পূর্ণাঙ্

খেলোয়ার তালিকা!!!

(১)★★বরিশাল বুলস★★

দেশি ক্রিকেটার:→

মুশফিকুর রহিম,
আল আমিন হোসেন,
তাইজুল ইসলাম,
সামশুর রহমান শুভ,
আবু হায়দার রনি,
কামরুল ইসলাম রাব্বি,
নাদিফ চৌধুরী,
মেহেদি হাসান,
মুনির হোসেন খান,
মোহাম্মদ শহীদুল ইসলাম,
শাহরিয়ার নাফিস।

বিদেশি ক্রিকেটার:→

দিলশান মুনাবিরা
(শ্রীলঙ্কা),
কার্লোস ব্রেথওয়েট
(ওয়েস্ট ইন্ডিজ),
মোহাম্মদ নেওয়াজ
(পাকিস্তান),
জশুয়া কব (ইংল্যান্ড)।

২চিটাগং ভাইকিংস★★

দেশি ক্রিকেটার: →

তামিম ইকবাল,
তাসকিন আহমেদ,
এনামুল হক বিজয়,
আব্দুর রাজ্জাক,
শুভাশীষ রায়,
জহুরুল ইসলাম,
নাজমুল হোসেন মিলন,
জাকির হাসান,
সাকলাইন সজিব,
ইয়াসির আলী চৌধুরী,
জুবায়ের হোসেন লিখন।

বিদেশি ক্রিকেটার: →

ক্রিস গেইল
(ওয়েস্ট ইন্ডিজ),
ডোয়াইন স্মিথ
(ওয়েস্ট ইন্ডিজ)
শোয়েব মালিক
(পাকিস্তান),
চতুরঙ্গ ডি সিলভ,
(শ্রীলংকা),
মোহাম্মদ নবী,
(আফগানিস্তান),
গ্র্যান্ট এলিয়ট
(নিউজিল্যান্ড),
ইমরান খান
জুনিয়র

(পাকিস্তান),
জীবন মেন্ডিস
(শ্রীলঙ্কা),
টাইমাল মিল,
(ইংল্যান্ড)।

৩কুমিল্লা ভিক্টোরিয়ান্স♥

দেশি ক্রিকেটার:→

মাশরাফি বিন মুর্তজা,
ইমরুল কায়েস,
লিটন দাস,
মোহাম্মদ আল-আমিন,
নাজমুল হোসেন শান্ত,
নাহিদুল ইসলাম,
মোহাম্মদ সাইফুদ্দিন,
মোহাম্মদ শরীফ,
নাবিল সামাদ,
মোহাম্মদ জসিমুদ্দিন,
সৈকত আলী,
রাসেল আল মামুন।

বিদেশি ক্রিকেটার:→

সোহেল তানভীর
(পাকিস্তান),
ইমাদ ওয়াসিম
(পাকিস্তান),
আশহার জাইদি
(পাকিস্তান), নুয়ান
কুলাসেকারা
(শ্রীলংকা),
থিসারা পেরেরা
(শ্রীলংকা),
খালিদ লতিফ
(পাকিস্তান),
শাহজিদ হোসেন
(পাকিস্তান), জেসন হোল্ডার
(ওয়েস্ট ইন্ডিজ)।

৪ঢাকা ডাইনামাইটস!!

দেশি ক্রিকেটার:→

সাকিব আল হাসান,
নাসির হোসেন,
মোসাদ্দেক হোসেন সৈকত,
সানজামুল ইসলাম,
আলাউদ্দিন বাবু,
সোহরাওয়ার্দি শুভ,
মেহেদী মারুফ,
মোহাম্মদ শহীদ,
ইরফান শুক্কুর,
তানভির হায়দার খান।

বিদেশি ক্রিকেটার:→

কুমারা সাঙ্গাকারা
(শ্রীলংকা),
মাহেলা জয়াবর্ধনে,
(শ্রীলংকা)
আন্দ্রে রাসেল
(ওয়েস্ট ইন্ডিজ),
ডোয়াইন ব্রাভো
(ওয়েস্ট ইন্ডিজ),
এভিন লুইস
(ওয়েস্ট ইন্ডিজ),
রবি বোপারা
(ইংল্যান্ড),
সেকুজ্ঞে প্রসন্ন
(শ্রীলঙ্কা),
ওয়েন পারনেল
(দক্ষিণ আফ্রিকা),
উসামা মির
(পাকিস্তান)।

৫রাজশাহী কিংস★

দেশি ক্রিকেটার:→

নুরুল হাসান সোহান,
মেহেদি হাসান মিরাজ,
মুমিনুল হক সৌরভ,
ফরহাদ রেজা,
নাজমুল ইসলাম অপু,
রকিবলু হাসান,
আবুল হাসান রাজু,
রনি তালুকদার,
সাদমান হোসেন,
এবাদত হোসেন।

বিদেশি ক্রিকেটার:→

ড্যারেন সামি
(ওয়েস্ট ইন্ডিজ),
মোহাম্মদ সামি
(পাকিস্তান),
মিলান্ডা শ্রীবর্ধনা
(শ্রীলঙ্কা),
উপুল থারাঙ্গা
(শ্রীলঙ্কা),
সামিট প্যাটেল
(ইংল্যান্ড)।

৬রংপুর রাইডার্স★

দেশি ক্রিকেটার:→

সৌম্য সরকার,
আরাফাত সানি,
মোহাম্মদ মিথুন,
রুবেল হোসেন,
সোহাগ গাজী,
জিয়াউর রহমান,
নাঈম ইসলাম,
মোহাম্মদ ইলিয়াস সানি,
পিনাক ঘোষ,
মুক্তার আলী,
মেহরাব হোসেন জোসি,
শাহবাজ চৌহান।

বিদেশি ক্রিকেটার:→

শহীদ আফ্রিদি
(পাকিস্তান), শারজিল খান
(পাকিস্তান),
বাবর আজম
(পাকিস্তান)
দাসুন শানাকা
(শ্রীলংকা)
মোহাম্মদ শেহজাদ
(আফগানিস্তান)
গিড্রন ডারমেইন পোপ
(ওয়েস্ট
ইন্ডিজ),
রিচার্ড জেমস গ্লেসন
(ইংল্যান্ড),
নাসির জামশেদ
(পাকিস্তান),
সচিত্র সেনানায়েকে
(শ্রীলঙ্কা),
জিয়ান রুপাসিঙ্গে
(শ্রীলঙ্কা)।

৭খুলনা টাইটান্স

দেশি ক্রিকেটার:→

মোশাররফ হোসেন রুবেল।
শফিউল ইসলাম,
শুভাগত হোম,
আরিফুল হক
মোহাম্মদ আব্দুল মজিদ,
অলক কাপালি,
মোহাম্মদ হাসানুজ্জামান,
নাঈম ইসলাম জুনিয়র,
নূর হোসেন সাদ্দাম,
তাইবুর রহমান পারভেজ,
আব্দুল হালিম।

বিদেশি ক্রিকেটার:→

১।লেন্ডল সিমন্স(ওয়েস্ট ইন্ডিজ)
২।বেন লাফলিন(অস্ট্রেলিয়া)
৩।আন্দ্রে ফ্লেচার(ওয়েস্ট ইন্ডিজ)
৪। জুনাইদ খান (পাকিস্তান)।
→→→ধন্যবাদ সবাই কে→→→

my fb/ id

23 thoughts on "দেখুন বিপিএল ২০১৬ এ কে কোন দলে খেলবেন – BPL 2016 Player Selection !!!"

  1. mohsin244 Contributor says:
    এ ব্যাটা মুস্তাফিজ কোথায়। ?
    1. Md Yasin Contributor Post Creator says:
      ইঞ্জুরির কারনে
      এবারের বিপিএল
      আসরে মুস্তাফিজ
      কোন দলেই থাকছে না ।
    1. Md Yasin Contributor Post Creator says:
      ভাই আপনাকে ও (thanks)
  2. Nayan6666 Contributor says:
    ঠিক আছে…….
    1. Md Yasin Contributor Post Creator says:
      ধন্যবাদ#
    1. Md Yasin Contributor Post Creator says:
      আপনাকে ও thanks!
  3. Helal Neel Contributor says:
    Ashraful kun dole
  4. হুম ভাইয়া।আপনি অনেক ভালো পোস্ট করেন। খুব সুন্দর পোস্ট।
  5. Md Yasin Contributor Post Creator says:
    ভাই আপনাকে thanks ★
  6. Motu Contributor says:
    ভাই খুব কষ্ট লাগল।
  7. Md Yasin Contributor Post Creator says:
    হ্যাঁ ভাই পোষ্টি করতে অনেক সময় লাগল।
    ধন্যবাদ আপনাকে!!!
  8. Sabuj Hasan Contributor says:
    TrickBD নাকি PendingBD ২/৩ মাস যাবত বলতেসি টিউনার বানাইতে।।। but রানা ভাইয়ের কোন খবরি নাই। পোস্ট করলেই দেখায় Pending…
    1. Md Yasin Contributor Post Creator says:
      আপনার পোষ্ট গুলো ভালো হতে হবে।এবং সুন্দর হতে হবে তাহলে public হবে।
      আর না হয় Pending এ থাকবে!!! thanks
  9. Mintu Contributor says:
    TrickBD নাকি PendingBD ১/২ মাস যাবত বলতেসি টিউনার বানাইতে।।। but রানা ভাইয়ের কোন খবরি নাই। পোস্ট করলেই দেখায় Pending…
    রানা ভাই, ২৫টা পোস্ট করছি view করুন প্লিজ।সম্পুর্ন পোস্ট টা নিজের হাতে লিখলাম এবং screenshoot গুলো ও আমার ফোনের।
  10. Md Yasin Contributor Post Creator says:
    Thanks!!!
  11. Shuvo Raz Contributor says:
    খুব সুন্দর,, ধন্যবাদ?
    1. Md Yasin Contributor Post Creator says:
      ওয়েলকাম ভাই!
  12. G.M Yasin Contributor says:
    nice post *
  13. Md Yasin Contributor Post Creator says:
    Thanks!

Leave a Reply