আসসালামালাইকুম ।সবাই ভালো আছেন নিশ্চয়!!আমিও আপনাদের দোয়ায় ভালো আছি ।হেডলাইন দেখে বিব্রত হওয়ার কিছু নেই যেটা বলছি সেটা সত্যি বলছি ।প্রথমেই ক্ষমা চেয়ে নেই স্কিনশট না দিতে পারার জন্য ।আমার এন্ড্রয়েড ফোনটা গত তিনদিন আগে নষ্ট হয়ে গিয়েছে সেজন্য নিয়মিত টিউন করতে পারি না সেজন্য বসে থাকলে তো আর হবে না তাই ঝটপট জাভা ফোন দিয়েই করলাম আজকের এই ভিন্ন মাত্রার পোস্ট ।

আসল কথা শুরু করা যাক:

Send বাটনে চাপ
দিতেই মনে পড়ে
গেল ই-মেইলে যে
ফাইলটি যুক্ত
(অ্যাটাচড)
করার কথা তা
আদতে করা
হয়নি। কিংবা
বন্ধুর জন্য
লেখা ই-মেইলে
ভুল করে বসের
ঠিকানা জুড়ে
দিয়েছেন। ই-
মেইল তো
অনেকটা মুখের
কথার মতোই—
একবার বেরিয়ে
গেল তো ফেরত
নেওয়ার আর
সুযোগ নেই। তবে
ই-মেইল
সেবাদাতাটি যদি
জিমেইল হয়,
তাহলে পাঠানো
বার্তাটি
ফিরিয়ে নেওয়ার
জন্য অন্তত
কিছুটা হলেও
সময় পাবেন।
‘Undo Send’
নামের
সুবিধার মাধ্যমে
ভুল করে পাঠানো
ই-মেইল
তাৎক্ষণিকভাবে
মুছে
ফেলা বা থামিয়ে
দেওয়ার সুযোগ
পাওয়া যায়।
জিমেইল
ল্যাবসে বছর

ছয়েক আগে
সুবিধাটি যোগ
করা হলেও তা
ছিল
পরীক্ষামূলক।
সে সময় এই
সুবিধা নিজের
জন্য যোগ করে
থাকলে অবশ্য
নতুন করে কিছু
আর করতে হবে
না। যদি নতুন
করে যোগ করতে
চান, তবে নিচের
ধাপগুলো অনুসরণ
করুন।
জিমেইলে ঢুকুন
(লগ-ইন)
*পর্দার ওপরের
দিকে ডান
কোনায় গিয়ার
আইকনে ক্লিক
করুন।
*Settings
নির্বাচন করুন।
*General ট্যাবের
নিচে Undo Send
অংশে যান।
*Enable Undo
Send-এ ক্লিক
করুন।
*পাশের তালিকা
থেকে ৫, ১০, ২০
বা ৩০ সেকেন্ড
সময় নির্বাচন
করে দিন।
*পর্দার নিচে
Save Changes
বোতামে ক্লিক
করে নতুন
সেটিংস
সংরক্ষণ করুন।
এরপর প্রতিবার
কোনো ই-মেইল
পাঠানোর পরে
‘Your message
has been sent’
লেখার পাশে Undo
বোতাম
দেখতে পাবেন।
এরপর প্রতিবার
কোনো ই-মেইল
পাঠানোর পরে
‘Your message
has been sent’
লেখার পাশে Undo
বোতাম
দেখতে পাবেন।
এরপর প্রতিবার
কোনো ই-মেইল
পাঠানোর পরে
‘Your message
has been sent’
লেখার পাশে Undo
বোতাম
দেখতে পাবেন।
এরপর প্রতিবার
কোনো ই-মেইল
পাঠানোর পরে
‘Your message
has been sent’
লেখার পাশে Undo
বোতাম
দেখতে পাবেন।
এরপর প্রতিবার
কোনো ই-মেইল
পাঠানোর পরে
‘Your message
has been sent’
লেখার পাশে Undo
বোতাম
দেখতে পাবেন।
সবাই সুস্থ থাকুন
ট্রিকবিডির সাথেই থাকুন ।
[কেউ যদি Clash of Clan এর টাউনহল 8 বা টাউনহল 9 অথবা দুইটা একাউন্ট ই কেনার ইচ্ছে থাকে তাহলে এই 01787563545 নাম্বারে যোগাযোগ করুন]

3 thoughts on "ফিরিয়ে নিন ভুল করে পাঠানো আপনার একান্ত ইমেইলটি….By Shohagh"

  1. Reja BD Author says:
    স্ক্রিনশট সহ পোষ্ট করবেন প্রোভ দিয়ে।
  2. aminur islam Contributor Post Creator says:
    রেজা ভাই ফোনটা ঠিক হয়ে গেলে 100% স্কিনশট থাকবে পোস্টে

Leave a Reply