দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের
স্মার্টকার্ড দেওয়া শুরু করেছে সরকার।
ইতোমধ্যেই অনেকে নিজেদের কার্ড বুঝে
পেয়েছেন।
তবে সবার হাতে এখনো পৌঁছায়নি
স্মার্টকার্ড। কিন্তু যারা এখনও পাননি তারা
নিজেই জেনে নিতে পারেন কখন হাতে
পাবেন আপনার কার্ডটি। ১০৫ নম্বরে এসএমএস
পাঠিয়ে বা নির্বাচন কমিশনের ওয়েবসাইট
থেকে জানতে পারবেন এ তথ্য।
এছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইটের

https://services.nidw.gov.bd/voter_center লিংকে
গিয়ে এনআইডি নম্বর ও জন্ম তারিখ অথবা ফরম
নম্বর ও জন্মতারিখ দিয়ে স্মার্টকার্ড
বিতরণের তারিখ জানা যাবে। তবে যাদের
স্মার্টকার্ড বিতরণের তারিখ এখনো নির্ধারণ
হয়নি তাদেরকে পরবর্তীতে আবার অনুসন্ধান
করার কথা বলা হবে।
এসএমএসের মাধ্যমেও বিতরণের তারিখ ও
কেন্দ্রের নাম জানা যাবে। এসএমএসের
মাধ্যমে জানতে SC লিখে স্পেস দিয়ে ১৭
সংখ্যার এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে
পাঠাতে হবে। আর যাদের এনআইডি ১৩
ডিজিটের তাদের এনআইডির নম্বরের প্রথমে
জন্ম সাল যোগ করতে হবে।
এখনও যারা এনআইডি পাননি তারা SC লিখে
স্পেস দিয়ে F লিখে স্পেস দিয়ে নিবন্ধন
স্লিপের ফরম নম্বর লিখে স্পেস দিয়ে D
লিখে স্পেস দিয়ে জন্ম তারিখ লিখে ১০৫
নম্বরে পাঠাতে হবে।

7 thoughts on "যেভাবে পাবেন এস এম এস এর ম্যাধমে স্মার্টকার্ড।"

  1. ruman739 Contributor says:
    Admin vai ra ami 11 ta post korchi amar post review korun please
  2. Tasnim Author says:
    ঐ মিয়া তুমি পাইছ নাকি????
    স্ক্রিনশট দিলে না
  3. Shamim Ahmed Shovo Contributor says:
    Hridoy এ কোন পোস্ট হলো?
  4. T@njil Contributor says:
    Rana brother. Please make me Author..
  5. BloggerBoy Contributor says:
    এইগুলা সব কপি! সব Online Newspaper থেকে কপি করা।
    1. Bdloveam Author says:
      Right…bro

Leave a Reply