আপনার শখের মোবাইল
ফোনটিতে ছোটখাটো আঁচড়
লেগে গেলে মন নিশ্চয়ই খারাপ হয়।
আঁচড় বা দাগ সারাতে আপনি কিন্তু
নিজেই হয়ে যেতে পারেন
মেকানিক। কোনো কিছুর
ঘষা লেগে কিংবা হাত
থেকে পড়ে মোবাইল ফোনে যে দাগ
বা আঁচড় পড়ে, তা সারানোর উপকরণ
আপনার হাতের কাছেই পাবেন।
হাতের কাছের সহজলভ্য এই উপকরণ
ব্যবহার করে মোবাইলের আঁচড় দূর
করার সহজ কিছু পরামর্শ
দিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট
ম্যাশেবল। সহজ পাঁচটি উপায় নিয়েই
এই প্রতিবেদন।
কীভাবে মোবাইল ফোনের
আঁচড় দূর করবেন?
মোবাইল ফোনের ছোটখাটো আঁচড় দূর
করার
প্রস্তুতিহিসেবেআপনাকেপ্রথমেমোবাইল
ফোনটি বন্ধ
করেফেলতেহবেএবংব্যাটারিখুলেরাখতেহবে।
মোবাইল ফোনের ভেতরে যাতে তরল
পদার্থ না ঢুকতে পারে সেজন্য
হেডফোন, চার্জার ও অন্যান্য
পোর্টগুলো টেপ ব্যবহার করে সিল
করে নিতে হবে।

আঁচড় ঢাকতে টুথপেস্ট
একটি কটনবাড অথবা এক টুকরো নরম
সুতি কাপড়ে সামান্য পরিমাণ
টুথপেস্ট নিয়ে আঁচড়
পড়াস্থানেআলতোভাবেঘষতেপারেন।
এতে দাগ উঠে যাবে। দাগ
উঠে গেলে আরেকটি ভেজা কাপড়
দিয়ে বাড়তি টুথপেস্ট
মুছে ফেলতে হবে। তবে জেলজাতীয়
টুথপেস্ট ব্যবহার করা যাবে না।
দাগ মুছতে সিরিশ কাগজ
হাত থেকে পড়ে গেলে যে দাগ
পড়ে বা চোখা হয়ে যায়, তা দূর
করতে এবং আঁচড়গুলো মসৃণ
করতে সিরিশ কাগজ ব্যবহার
করা যেতে পারে । তবে যতটা সম্ভব
মসৃণ সিরিশ কাগজ ব্যবহার
করা উচিত। খুব সাবধানে অনুসরণ
করতে হবে পদ্ধতিটি, অন্যথায়
তা আরও বেশি আঁচড়ের কারণ
হতে পারে।
বেকিং সোডায় দাগ দূর
একটি পাত্রে ২ ভাগ
বেকিং সোডা ও ১ ভাগ
পানি মিশিয়ে পেস্ট
তৈরি করে পরিষ্কার নরম কাপড়
দিয়ে আঁচড়ের ওপর লাগাতে হবে।
পরে আরেকটি পরিষ্কার কাপড়
দিয়ে সেই পেস্ট মুছে ফেলতে হবে।
টুথপেস্টের
ব্যবহারবেবি পাউডার
দিয়ে দাগ দূর
মোবাইল ফোনের দাগ দূর
করতে বেবি পাউডার ব্যবহার
করা যেতে পারে। এই পদ্ধতি ব্যবহার
করতে অল্প বেবি পাউডারের
সঙ্গে পানি মিশিয়ে টুথপেস্টের
মতো পেস্ট তৈরি করে নিতে হবে,
যা দাগ ঢাকতে সক্ষম হবে।
বেকিং সোডার মতো করেই
বেবি পাউডার ব্যবহার করা যায়।
কাজে লাগে ভেজিটেবল
ওয়েল
ছোট ও লুকানো আঁচড়ের
ক্ষেত্রে ব্যবহার
করা যাবে ভেজিটেবল অয়েল,
যা সাময়িক সমাধান
হিসেবে ভালোই কাজ করে। আঁচড়ের
ওপর এক ফোঁটা অয়েল
নিয়ে মুছে ফেললে দ্রুত কসমেটিক
ফিক্স হিসেবে কাজ করে।
tricktunes.ml এই wordpress সাইট টি বিক্রয় করা হ‌বে সল্প দা‌মে
‌নি‌তে চাই‌লে facebook এ যোগা‌যোগ করুন
my fb id

7 thoughts on "ব্যাবহৃত পুরনো মোবাইলের সব দাগ তুলে ফেলুন এক নিমিশে ।"

  1. Shafiq Jr Author says:
    খুব ভাল
  2. SHAKIL HOSSAIN Contributor Post Creator says:
    tnx
  3. Mehedi 6858 Contributor says:
    ফালুদা কপি করছে……
  4. AMBITIOUS Contributor says:
    এত পরিশ্রম করে পোস্ট করি রানা ভাই কে review করবেন না?1৫+ টা মানসম্মত পোস্ট করেছি
    69560 user id
    ফ্রি ফেইসবুক ;ফ্রি Sports news;ফ্রি কুরআন…পোস্ট করেছি
    রানা ভাই tuner বানান।…….
    1. Atiqur Rahman Contributor says:
      কাজ হবে না
  5. Ibrahim..143 Contributor says:
    sob chaite Hexisol best

Leave a Reply