যেকোনো মোবাইল থেকে এসএমএসে জেনে নিন স্মার্টকার্ড কখন ও কোথা থেকে বিতরণ করা হবে

এ বিষয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন জানান, www.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে NID Online Services লিংকের অন্যান্য তথ্য ট্যাবে জাতীয় পরিচয়পত্র বিতরণ লিংকে গিয়ে এনআইডি নম্বর ও জন্ম তারিখ অথবা ফরম নম্বর ও জন্ম তারিখ দিয়ে স্মার্টকার্ড বিতরণের তারিখ জানা যাবে।

স্মার্টকার্ড কখন ও কোথা থেকে বিতরণ করা হবে যেকোনো মোবাইল থেকে ১০৫ নম্বরে এসএমএস পাঠিয়ে নাগরিকরা সহজেই জানতে পারবেন।

 

এসএমএসের মাধ্যমেও বিতরণের তারিখ ও কেন্দ্রের নাম জানা যাবে। এসএমএসের মাধ্যমে জানতে SC লিখে স্পেস দিয়ে ১৭ সংখ্যার এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। আর যাদের এনআইডি ১৩ ডিজিটের তাদের এনআইডির নম্বরের প্রথমে জন্ম সাল যোগ করতে হবে বলে জানান তিনি।

তিনি আরো জানান, যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন কিন্তু এখনো এনআইডি পাননি তারা SC লিখে স্পেস দিয়ে F লিখে স্পেস দিয়ে নিবন্ধন স্লিপের ফরম নম্বর লিখে স্পেস দিয়ে D লিখে স্পেস দিয়ে yyy-mm-dd ফরমেটে জন্ম তারিখ লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে।

এছাড়া ১০৫ নম্বরে ফোন করেও নাগরিকরা স্মার্টকার্ড সম্পর্কে যেকোনো তথ্য জানার থাকলে জানতে পারবেন বলেও জানান তিনি

অাশা করি এটি সবার পছন্দ হবে এবং এটি প্রথম SomaiBD.Com এ প্রকাশিত হয়।

প্রিয় ইউজার যারা TrickBD টিউন করতে পারেন না তারা SomaiBD.Com-এ টিউন করুন। এবং আমি সেই টিউন গুলা  আপনাদের ক্রেডিট দিয়ে করবো। 😛  🙄  😆  😕  😯 

বিশেষ প্রয়োজনে আমাকে নক করতে পারেন

যোগাযোগব্যবস্থা : 01758143289

 

5 thoughts on "মোবাইল থেকে এসএমএসে জেনে নিন স্মার্টকার্ড কখন ও কোথা থেকে বিতরণ করা হবে"

  1. bithi21 Contributor says:
    Mobile diya ki deka jabe
  2. Firoj Contributor says:
    রানা ভাইকে Mail করতে করতে আমি ক্লান্ত… যদি কেউ ট্রিকবিডি এর স্বাধিন ভাইয়ের কোনো Contact ইনফরমেশন যদি কেউ দিতে পারেন তাহলে দয়া করে দিন…

    free.fb.com/officialfirojurrahman

    Data..fb.com/officialfirojurrahman

    1. Masum Billah Author says:
      স্বাধীন ভায়ের মেইল আছে trickbd app a
      Fb.com/apurnoseibalokti
  3. bdimran Contributor says:
    Facebook Bot Like & Comment 100% working Visit [b]Onlybot.Top[/b]

Leave a Reply