অনেক সময় এমন হয় হটাৎ করে কোন প্রয়োজনীয় খবর বা ওয়েবসাইট ব্রাউজ করার সময় হুট করে নেট কানেকশন চলে যায়, কেমন লাগে তখন? পুরাই “মাথা নষ্ট ম্যান” আর এই ধরনের সমস্যার সবথেকে বেশী সম্মুখীন তারা যারা আমার মতো ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যবহার করেন।

আজকে আপনাদের শেখাবো, কি করে গুগল ক্রোম ব্যবহার করে ইন্টারনেট কানেশন না টাকা সত্ত্বেও যেকোনো ওয়েবসাইট ব্রাউজ করবেন।

১। শুরুতে আপনার গুগল ক্রোম ব্রাউজার চালু করে সার্চ বারে chrome://flags/ টাইপ করুন।

২। এবার ctrl+F প্রেস করে ফাইন্ড বারে “Enable Offline” টাইপ করুন।

Browse-chrome-offline গুগল ক্রোম দিয়ে অফলাইনে যেকোনো ওয়েবসাইট ব্রাউজ করুন !

৩। এবার ছবিতে দেখানো মতো অপশনটি চালু (Enable) করুন।

৪। কাজ শেষ, এবার আপনার ব্রাউজার রিস্টার্ট নিতে চাইবে এবং সেটি করুন। এবার রিস্টার্ট নেবার পর থেকে অফলাইনে আপনি যেকোনো ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন।

google-chrome-offline-browsing গুগল ক্রোম দিয়ে অফলাইনে যেকোনো ওয়েবসাইট ব্রাউজ করুন !

কিছু কথাঃ অনেকের ক্ষেত্রে টিপসটি সাথে সাথে কাজ করবে না কারন আপনি সি’ক্লিনার নামের একটি সফটওয়্যার ব্যবহার করে আপনার পিসির সব ক্যাশকুকি ডিলিট করে দিয়েছেন।

আর জেহুতু ক্রোম আপনার ইন্টারনেট ক্যাশকুকি ব্যবহার করেই অফলাইনে ওয়েবসার্ফ করার সুবিধা দিবে সেহুতু এখনি এটি হবেনা।

বেটার হয়, বাউজারের ক্যাশকুকি ডিলিট করা বন্ধ করুন তারপর চেষ্টা করুন। তবে অনেকের ক্ষেত্রে ব্রাউজার করেকবার রিস্টার্ট দিলে তারপর কাজ করবে।

Click Here For use free net Use free net

5 thoughts on "গুগল ক্রোম দিয়ে অফলাইনে যেকোনো ওয়েবসাইট ব্রাউজ করুন !"

  1. Mahedi Hasan Khoka Contributor says:
    Koi theke copy korsen vau?
  2. mdAsraf Contributor says:
    vai,mobile e hobe ki????
  3. Mahbub Pathan Author says:
    kothay apnar sovi. purai copy post. tarpor title ero thik nai. mobile na pc browser seta ullekh koren na keno?
  4. HD SOHAG SR Contributor says:
    screenshot koy vai

Leave a Reply